• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Friday, December 6th, 2019

Astro Palmist Numerology Center

জোতিষ ওমন্ত্রে শিক্ষায় সফলতা

জোতিষ ওমন্ত্রে শিক্ষায় সফলতা

সুপ্রভাত
অতিরিক্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখলাম ভালো করে পরুন ও শেয়ার করুন।

আজকে আমি আপনাদের সামনে প্রত্যেক ছেলে মেয়েদের ভালো পড়াশোনা ও ভালো ফল পাওয়া জন্য বুধ ও তার ইষ্টদেবী ত্রিপুরা সুন্দরী বা দেবী ষড়ষী মায়ের বীজমন্ত্র ও নীলসরস্বতীর স্তোত্র লিখলাম।নীলসরস্বতী যন্ত্রমের সামনে এই বীজমন্ত্র পাঠ করলে লেখা পড়া ও ভালো রেসাল্ট অবশ্যই করবে।বিনা রত্নে,বিনামূল্যে, আপন আপন ছেলে মেয়েদের করান,দেখুন কত ভালো ফল পাবেন।

বুধ হলো বিদ্যা বুদ্ধীর গ্ৰহ ,বুধের বীজমন্ত্র:

বুধ
——-
মন্ত্র – ওঁ ঐং শ্রীং শ্রীং বুধায়ঃ বা ঔঁ স্ত্রীং শ্রীং বুধায় জপ সংখ্যা – ১০৮বার।
গায়ত্রী– ওঁ সৌম্যরূপায় বিদ্মহে বাণেশায় ধীমহিঃ তন্নঃ বুধঃ প্রচোদয়াৎ।
প্রণাম– ওঁ প্রিয়ঙ্গুকলিকাশ্যামং রূপেণাপ্রতিমং বুধম। সৌম্যং সর্বগুণোপেতং তং বুধং প্রণাম্যহম্॥

ইষ্টদেবতা – ষোড়োশী অথবা ত্রিপুরভৈরবী।
ধারণরত্ন – পান্না, ধূপ – সঘৃত দেবদারু, বার – বুধবার, প্রশস্ত সময় – বেলা ১২টা পর্যন্ত।
দশম মহাবিদ্যার সবচেয়ে সুন্দর শ্ৰীবিগ্রহধারিণী সিদ্ধ দেবী হলেন ষোড়শী । মহাবিদ্যার মধ্যে এর স্থান তৃতীয়। ত্রিপুরসুন্দরীর ষোড়শী রূপটি ষোড়শবর্ষীয়া এক বালিকার রূপ। এই রূপ ষোড়শপ্রকার কামনার প্রতীক। ষোড়শীতন্ত্রে ত্রিপুরাসুন্দরীকে “শিবের নয়নজ্যোতি” বলে উল্লেখ করা হয়েছে। তিনি কৃষ্ণবর্ণা ও শিবোপরি উপবিষ্টা। শিব ও ষোড়শীকে শয্যা, সিংহাসন অথবা ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র ও ইন্দ্রের মস্তকোপরিস্থিত বেদিতে উপবিষ্ট রূপে কল্পনা করা হয়।

মুর্তি তত্ত্বঃ
ষোড়শ অক্ষরের মন্ত্রময়ী এই দেবীর অঙ্গপ্রভা নবারুনের আভার মত। দেবীর চার হাত এবং ত্রিনয়ন। ইনি শায়িত সদাশিবের ওপর কমলাসনে শান্তমুদ্রায় আসীন। এর চার হতে ক্ৰমশঃ পাস, অঙ্কুশ, ধনুক এবং বাণ শোভা পায় । বর দেবার জন্য সদাই উৎসুক ভগবতীর এই শ্ৰীবিগ্ৰহ সৌম্যমূর্তি এবং হৃদয় দয়ায় পূর্ণ।

ব্যুৎপত্তিঃ
ষোড়শী শব্দের অর্থ ত্রিভুবন; অর্থাৎ স্বর্গ, মর্ত্য ও পাতাল। এই কারণে ষোড়শী শব্দের অর্থ ত্রিভুবনের শ্রেষ্ঠ সুন্দরী। অন্য এক মতে, দেবীর অপর নাম ত্রিপুরা। কারণ তিনি ব্রহ্মা, বিষ্ণু ও শিবের শক্তি ব্রহ্মাণী, বৈষ্ণবী ও রুদ্রাণীর সম্মিলিত রূপ।

পৌরাণিক মতবাদঃ
হিন্দু ধর্মসাহিত্যে ত্রিপুরসুন্দরী বা ষোড়শী কে পরমাসুন্দরী দেবীরূপে বর্ণনা করা হয়েছে। ললিতা সহস্রনাম ও সৌন্দর্যলহরী স্তোত্রে তাঁর রূপবর্ণনা করা হয়েছে। হিন্দু বিশ্বাস অনুযায়ী, কামনা সৃষ্টির মাধ্যমে তিনি সৃষ্টির স্রোত অবারিত রাখেন। আদি শঙ্করাচার্য তাঁর ত্রিপুরসুন্দরী অষ্টকম স্তোত্রে দেবী ষোড়শী কে বিশ্ব জননী বলে উল্লেখ করেছেন। দেবী ষোড়শী হলেন কালীর শক্তি ও দুর্গার সৌন্দর্য ও মাহাত্ম্য এর সম্বলিত রূপ। ধর্মীয় সাহিত্যের বর্ণনা অনুযায়ী তিনি ত্রিনয়নী, চতুর্ভুজা, রক্তাম্বর পরিহিতা, সর্বালঙ্কারভূষিতা এবং স্বর্ণসিংহাসনের উপর পদ্মাসনে উপবিষ্টা। তাঁর হস্তধৃত বস্তুগুলি শিবের সঙ্গে সম্পর্কযুক্ত। তাঁর মূর্তিতে রাজকীয় আভা থাকায় তাঁকে রাজরাজেশ্বরী নামে অভিহিত করা হয়।

একদা পরাম্বা পার্বতী ভগবান শিবকে প্রশ্ন করেন—“হে ভগবন! আপনার দ্বারা প্রকাশিত তান্ত্রিক সাধনাতে জীবের আধি ব্যাধি, শোক-সন্তাপ, দীনতা-হীনতা, তাে দূর হবে কিন্তু জন্ম ও মৃত্যুর অসহনীয় দুঃখের নিবৃত্তি তাে হবে না। অনুগ্রহ করে এই দুঃখের নিবৃত্তি এবং মােক্ষপদ প্রাপ্তির উপায় বলুন। পরম কল্যানময়ী পরাম্বার অনুরোধে ভগবান শঙ্কর ষোড়শী শ্ৰীবিদ্যা-সাধন-প্ৰণালী ব্যক্ত করেন। আচার্য শঙ্করাচার্যও শ্ৰীবিদ্যারূপে এই ষোড়শী দেবীর উপাসনা করেছিলেন। এইজন্য আজ পর্যন্ত সমস্ত শঙ্কর পীঠসমূহে ভগবতী ষোড়শী রাজরাজেশ্বরী। ত্রিপুরাসুন্দরীর শ্ৰীযন্ত্রের রূপে পূজা চলে আসছে। আচার্য শঙ্করাচার্য তাঁর রচিত “সৌন্দর্যলহরী তে ষোড়শী শ্ৰীবদ্যার স্তুতি প্রসঙ্গে বলেছেন যে ‘অমৃতসমুদ্রের মধ্যে একটি মণির দ্বীপ আছে, যেখানে কল্পবৃক্ষের সারি রয়েছে, নবরত্বের নয়টি প্রকোষ্ঠ আছে; সেই বনে চিন্তামণি দ্বারা নির্মিত এক মহলে ব্ৰহ্মময় সিংহাসন আছে, পঞ্চকৃত্যের দেবতা ব্ৰহ্মা, বিষ্ণু, রুদ্র এবং ঈশ্বর সেই সিংহাসনের পায়া আর সদাশিব হচ্ছেন ফলক (সূক্ষ্মাগ্র মুখ)। সদাশিবের নাভিদেশ থেকে উদ্ভূত পদ্মের ওপর বিরাজমানা ভগবতী। ষোড়শী ত্রিপুরাসুন্দরীকে যে ধ্যান করে, সে ধন্য। ভগবতীর আশীর্বাদে ভুক্তি আর মুক্তি দুটােই অতি সহজেই লাভ করা যায়।

দেবী ষোড়শীরবা ত্রিপুরাসুন্দরী মায়ের মন্ত্রঃ
শ্রীং হ্লীং ক্লীং এং সৌঃ ঊং হ্লীং শ্রীং কএইলহ্লীং হসকহলহ্লীং সংকলহ্লীং সৌঃ এং ক্লীং হ্লীং শ্রীং

বিধি ও ফলঃ
এই মন্ত্রের পুরশ্র্বরণ এক লক্ষ জপ আছে। জপ পশ্চাত্‍‌ ত্রিমধুর (ঘি, মধু, চিনি) মিশ্রিত কনেরের ফুল দিয়ে যজ্ঞ করা উচিত। কমল ফুলের যজ্ঞে ফেলে ধনসমপত্তি বৃদ্ধি পাবে । দইয়ের যজ্ঞে উপদ্বর নাশ, লাজার যজ্ঞে রাজ্য প্রাপ্তি, কর্পুর, কুমকুম এবং কস্তুরির যজ্ঞে কামদেবের চেয়েও বেশি সৌন্দর্যের প্রাপ্তি হয়। আঙুরের যজ্ঞে বাঞ্চিত সিদ্ধি এবং তিল দিয়ে যজ্ঞ করলে সমস্ত ইচ্ছার পূর্তি হয়। আবার গুগুলের যজ্ঞে সমস্ত দুঃখ দূর হয়ে যাবে।

শ্রীনীল সরস্বতীস্তোত্রম্

শ্রী গণেশায় নমঃ ॥

ঘোররূপে মহারাবে সর্বশত্রুবশঙ্করী ।
ক্ষয়ঙ্করী ভক্তেভ্যো বরদে দেবি ত্রাহি মাং শরণাগতম্ ॥১॥

সুরাঽসুরার্চিতে দেবি সিদ্ধগন্ধর্বসেবিতে ।
জাড্যপাপহরে দেবি ত্রাহি মাং শরণাগতম্ ॥২॥

জটাজূটসমায়ুক্তে লোলজিহ্বানুকারিণী ।
দ্রুতবুদ্ধিকরে দেবি ত্রাহি মাং শরণাগতম্ ॥৩॥

সৌম্যরূপে ঘোররূপে চণ্ডরূপে নমোঽস্তু তে ।
ক্রোধরূপে দৃষ্টিরূপে নমস্তুভ্যং ত্রাহি মাং শরণাগতম্ ॥৪॥
সৃষ্টিরূপে জডানাং জডতাং হম্সি ভক্তানাং ভক্তবত্সলে ।
জডতাং ভজতাং মূঢতাং হর মে দেবি ত্রাহি মাং শরণাগতম্ ॥৫॥

হ্রূং হ্রূংকারময়ে দেবি বলিহোমপ্রিয়ে নমঃ ।
উগ্রতারে নমস্তুভ্যং ত্রাহি মাং শরণাগতম্ ॥৬॥

বুদ্ধিং দেহি য়শো দেহি কবিত্বং দেহি দেহি মে ।
কুবুদ্ধিং হর মে দেবি ত্রাহি মাং শরণাগতম্ ॥৭॥ মূঢত্বং
ইন্দ্রাদিদেব সদ্বৃন্দবন্দিতে করুণাময়ী ।
ইন্দ্রাদিদিবিষদ্ বৃন্দ তারে তারাধিনাথাস্যে ত্রাহি মাং শরণাগতম্ ॥৮॥

॥ অথ ফলশ্রুতিঃ ॥

অষ্টম্যাং চ চতুর্দশ্যাং নবম্যাং য়ঃ পঠেন্নরঃ । চৈকচেতসঃ
ষণ্মাসৈঃ সিদ্ধিমাপ্নোতি নাঽত্র কার্যা বিচারণা ॥১॥

মোক্ষার্থী লভতে মোক্ষং ধনার্থী ধনমাপ্নুয়াত্ ।
বিদ্যার্থী লভতে বিদ্যাং তর্কব্যাকরণাদিকাম্ ॥২॥

ইদং স্তোত্রং পঠেদ্যস্তু সততং শ্রদ্ধয়ান্বিতঃ ।
সধনং লভতে নরঃ ।
তস্য শত্রুঃ ক্ষয়ং য়াতি মহাপ্রজ্ঞা চ জায়তে ॥৩॥

পীডায়াং বাপি সঙ্গ্রামে জপ্যে দানে তথা ভয়ে ।
য় ইদং পঠতি স্তোত্রং শুভং তস্য ন সংশয়ঃ ॥৪॥

স্তোত্রেণানেন দেবেশি স্তুত্বা দেবীং সুরেশ্বরীম্ ।
সর্বকামমবাপ্নোতি সর্ববিদ্যানিধির্ভবেত্ ॥৫॥ সর্বান্ কামানবাপ্নোতি
ইতি তে কথিতং দিব্যং স্তোত্রং সারস্বতপ্রদম্ ।
অস্মাত্পরতরং নাস্তি স্তোত্রং তন্ত্রে মহেশ্বরী ॥৬॥

॥ ইতি বৃহন্নিলতন্ত্রে দ্বিতীয়পটলে তারিণীনীলসরস্বতীস্তোত্রং সমাপ্তম্ ॥

আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??

তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১০০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20191206121358