• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Wednesday, February 19th, 2020

Astro Palmist Numerology Center

জোতিষ শ্রাস্ত্রে দুর্যোগ-দুর্ঘটনায় মৃত্যুযোগ,

 জোতিষ শ্রাস্ত্রে দুর্যোগ-দুর্ঘটনায় মৃত্যুযোগ,

সুপ্রভাত

জোতিষ শ্রাস্ত্রে দুর্যোগ-দুর্ঘটনায় মৃত্যুযোগ,

রাখে হরি মারে কে! অর্থাৎ স্বয়ং ভগবান যাকে রক্ষা করেন তাকে প্রাণে মারবার ক্ষমতা কারও নেই। এই ছোট্ট বাক্যটি প্রায়ই শোনা যায়। সত্যিই কি তাই? এই যে বিশাল পৃথিবীর চার দিকে অহরহ কত দুর্ঘটনা ঘটে চলেছে। অনেক দুর্ঘটনা আমাদের রাতের ঘুম কেড়ে নেয়। সংবাদপত্র বা টিভির পর্দায় প্রতিনিয়ত তার প্রমান পাচ্ছি, এর সবটাতেই কি কেবলমাত্র বিধাতারই হাত?

একটি প্রশ্ন আমাদের মাঝেমধ্যে এসেই যায়- সংবাদপত্রে বা টিভিতে প্রায়ই দেখা যায় বড়বড় ভূমিকম্প, মহামারী, বন্যা বা বড়বড় দুর্ঘটনা যেমন ট্রেন বা প্লেন দুর্ঘটনার সংবাদ। এই দুর্ঘটনাগুলিতে দেখা যায় একই সময়ে একই স্থানে বহু লোকের মৃত্যু হয়েছে, আবার অদ্ভুত ভাবে অনেকেই প্রাণে বেঁচে গেছেন। এর পিছনে কি কোনও জ্যোতিষীয় নিয়ম কাজ করছে? উত্তরটা হল- হ্যাঁ, করছে।

বিশ্বের প্রত্যেকটি ঘটনা জ্যোতিষ এবং গ্রহ-নক্ষত্রের গতির দ্বারা স্পন্দিত হয়।

আকস্মিক দুর্ঘটনা ঘটার এবং তাতে মানুষের মৃত্যুর কারণ:

১। বিশ্বের প্রত্যেকটি ভূ-ভাগ আলাদা আলাদা গ্রহের নিয়ন্ত্রণে আছে। দুর্ঘটনার সময় ওই ক্ষেত্রের স্বামীগ্রহ কমজোর হয় অথবা অনিষ্ট প্রভাবে থাকে।

২। দুর্ঘটনাগ্রস্ত স্থানের নামের রাশিও এক্ষেত্রে কাজ করে। কোনও দেশের জন্মলগ্ন, রাশি, ওই সময় ওই দেশের রাজা বা প্রধানমন্ত্রীর রাশি, তাঁর উপর চলতে থাকা গ্রহদের মহাদশা-অন্তদশা, গোচর ইত্যাদির প্রভাবও দুর্ঘটনার উপর পড়ে। যেমন- একই পরিবারে বসবাসকারী মাতা-পিতা, ভাই-বোনের স্বাস্থ্য, শিক্ষা, আর্থিক স্থিতি ইত্যাদি বিষয় পরস্পরের অনন্য প্রভাব পড়ে।

একই দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের জন্মপত্রিকায় নিম্নলিখিত যোগগুলির কোনও না কোনও যোগ অবশ্যই থাকবে:

১। লগ্ন বা লগ্নাধিপতি পাপ যুক্ত হবে, অথবা ত্রিকোণ স্থানে হবে, অথবা পাপকর্তরী যোগ (পাপ গ্রহ দ্বারা বেষ্টিত) সৃষ্টি হবে।

২। বালরিষ্ট, অল্পায়ু, চোট, দুর্ঘটনা, জলে ডোবার যোগ, মঙ্গল শনির প্রতিযোগ কোষ্ঠীতে অবশ্যই বিদ্যমান হবে।

৩। ষষ্ঠ ভাব মজবুত হবে, ষষ্ঠ ভাব অধিপতি স্থানে থাকবে এবং পাপদ্বারা প্রভাবিত হবে।

৪। অষ্টাধিপতি অষ্টম ভাব এবং আয়ুস্থান ও অধিপতি ক্ষীণ হবে, অস্তগত হবে, অথবা পাপদ্বারা প্রভাবিত হবে।

৫। মারকেশ গ্রহের মহাদশা-অন্তদশা চলতে থাকবে।

৬। এই সকল কারণ-ছাড়া সকল মৃত্যুপথযাত্রীর গোচর খারাপ হবে।

৭। দুর্ঘটনা সম্পর্কিত মৃত্যুযোগ হলে, অর্থাৎ কোনও জাতকের অষ্টম ভাবের অধিপতির সাথে তিন অথবা তার অধিক গ্রহ একই রাশিতে থাকলে ওই ব্যক্তি অন্য ব্যক্তিদের সাথে একই সঙ্গে মারা যাবে।

প্রতিবিধান:১)মহামৃত‍্যূজ্ঞয় কবচম দক্ষীনা ১২০০০/
২)মহাসংকোটমোচন কবচম্ দক্ষীনা ১০০০০/

৩)মহামৃত্যুঞ্জয় মন্ত্র, স্তোত্রং ও ফলশ্রুতি
মহামৃত্যুঞ্জয় মন্ত্র স্নান করে
============

ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম।
উর্বারুকমিববন্ধনান্মৃত্যোর্মুক্ষীয় মামৃতাৎ স্বাহা।
ভাবার্থ --- হে সৃষ্টিকর্তা, ধর্তা ও হর্তা পরমাত্মন! তুমি আমাদের জন্য সুগন্ধিত, পুষ্টিকারক তথা বলবর্ধক ভোগ্য বস্তু দান করো। আমরা অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তিসহকারে তোমার ভজন করি। হে দেব! আমরা পূর্ণায়ু ও পূর্ণভোগ করেই যেন এই শরীর রূপী বন্ধন থেকে মুক্ত হতে পারি।
-
ব্যাখ্যা --- খরমুজ পাকলেই বিনা কষ্টে সে তার ডাল থেকে মুক্ত হয়ে যায়। হে প্রভো! আমরা যেন এই জন্ম-মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে কিন্তু তোমার অমৃতময়ীস্নেহ থেকে যেন বিমুখ না হই। তোমার অমৃতধারার বরদ হস্ত সদা যেন আমাদের উপরে থাকে।

মহামৃত্যুঞ্জয় স্তোত্রং
==============
চন্দ্রার্কাগ্নিবিলোচনং স্মিতমুখং পদ্মদ্বয়ান্তস্থিতং
মুদ্রাপাশমৃগাক্ষসত্রবিলসত্পাণিং হিমাংশুপ্রভম্ |
কোটীন্দুপ্রগলত্সুধাপ্লুততমুং হারাদিভূষোজ্জ্বলং
কান্তং বিশ্ববিমোহনং পশুপতিং মৃত্যুঞ্জযং ভাবয়েত্ ||
রুদ্রং পশুপতিং স্থাণুং নীলকণ্ঠম উমাপতিম্ |
নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ১||
নীলকন্ঠং কালমূর্ত্তিং কালজ্ঞং কালনাশনম্ |
নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ২||
নীলকণ্ঠং বিরূপাক্ষং নির্মলং নিলয়প্রদম্ |
নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ৩||
বামদেবং মহাদেবং লোকনাথং জগদ্গুরুম্ |
নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ৪||
দেবদেবং জগন্নাথং দেবেশং বৃষভধ্বজম্ |
নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ৫||
ত্র্যক্ষং চতুর্ভুজং শান্তং জটামকুটধারিণম্ |
নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ৬||
গঙ্গাধরং মহাদেবং সর্বাভরণভূষিতম্ |
নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ৭||
ভস্মোদ্ধূলিতসর্বাঙ্গং নাগাভরণভূষিতম্ |
নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ৮||
অনন্তমব্যযং শান্তং অক্ষমালাধরং হরম্ |
নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ৯||
আনন্দং পরমং নিত্যং কৈবল্যপদদায়িনম্ |
নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ১০||
অর্দ্ধনারীশ্বরং দেবং পার্বতীপ্রাণনায়কম্ |
নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ১১||
প্রলয়স্থিতিকর্ত্তারমাদিকর্ত্তারমীশ্বরম্ |
নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ১২||
ব্যোমকেশং বিরূপাক্ষং চন্দ্রার্দ্ধকৃতশেখরম্ |
নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ১৩||
গঙ্গাধরং শশিধরং শঙ্করং শূলপাণিনম্ |
নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ১৪||
অনাথঃ পরমানন্তং কৈবল্যপদগামিনি |
নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ১৫||
স্বর্গাপবর্গদাতারং সৃষ্টিস্থিত্যন্তকারণম্ |
নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ১৬||
কল্পায়ুর্দ্দেহি মে পুণ্যং যাবদায়ুররোগতাম্ |
নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ১৭||
শিবেশানাং মহাদেবং বামদেবং সদাশিবম্ |
নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ১৮||
উত্পত্তিস্থিতিসংহারকর্তারমীশ্বরং গুরুম্ |
নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ১৯||

ফলশ্রুতি
======

মার্কণ্ডেযকৃতং স্তোত্রং যঃ পঠেচ্ছিবসন্নিধৌ | তস্য মৃত্যুভয়ং নাস্তি নাগ্নিচৌরভযং ক্বচিত্ || ২০||
শতাবর্ত্তং প্রকর্তব্যং সংকটে কষ্টনাশনম্ | শুচির্ভূত্বা পথেত্স্তোত্রং সর্বসিদ্ধিপ্রদায়কম্ || ২১||
মৃত্যুঞ্জয় মহাদেব ত্রাহি মাং শরণাগতম্ | জন্মমৃত্যুজরারোগৈঃ পীডিতং কর্মবন্ধনৈঃ || ২২||
তাবকস্ত্বদ্গতঃ প্রাণস্ত্বচ্চিত্তোঽহং সদা মৃড | ইতি বিজ্ঞাপ্য দেবেশং ত্র্যম্বকাখ্যমনুং জপেত্ || ২৩||
নমঃ শিবায় সাম্বায় হরয়ে পরমাত্মনে | প্রণতক্লেশনাশায় যোগিনাং পতয়ে নমঃ || ২৪||

|| শ্রীমার্কণ্ডেযপুরাণে মার্কণ্ডেযকৃত মহামৃত্যুঞ্জয়স্তোত্রং সম্পূর্ণম্ ||

আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??

তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১০০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks

পরে ভালো লাগলে নিচের লিঙ্ক টি সাবস্ক্রাইব করুন।

https://www.youtube.com/watch?v=yaLgGIypaS4&feature=share



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20200219115003