• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Wednesday, April 1st, 2020

Astro Palmist Numerology Center

জোতিষ ও করোনা ভাইরাস ৬ষ্ঠ

জোতিষ ও করোনা   ভাইরাস ৬ষ্ঠ

সুপ্রভাত

করোনা ভাইরাস ও জোতিষ (৬ষ্ঠ প্রতিবেদন)

ভালো লাগলে শেয়ার করুন।কপি করবেন না।আমার দীর্ঘ দিনের অভিক্ষতা ও অক্লান্ত পরিশ্রমের ফল এই লেখা টি আশা করি সকলের ভালো লাগবে ও দেশের কাছে লাগবে।

বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়েছে নোভেল করোনা ভাইরাস। ৮ আক্রান্তের সংখ্যা লক্ষ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা প্রায় ৩৫০০০/এই সংক্রামক রোগে মৃত্যু হয়েছে বহু মানুষের। আজভারতে আরও ছ’‌জনের দেহে নতুন করে করোনার লক্ষণ দেখা গিয়েছে। এইমূহূর্তে ভারতে আক্রান্তের সংখ্যা ১৫৬৫ জন ,মৃত্যু ৩৩ জন।এই মারণ রোগ করোনা ভাইরাসে কি করতে হবে আর কি করতে হবে না অনেকেই সঠিকভাবে জানেন না। যার ফলে ভুয়ো খবরে পা দিয়ে বিপথে চালিত হচ্ছেন। তাই করোনা ভাইরাস নিয়ে কি করা উচিত ও অনুচিত সরকারের পক্ষ থেকে তা জারি করা হয়েছে, আসুন জেনে নিই।সরকরী নির্দেশ পালুন করুন।

কি করবেন

নাক ও মুখ ঢেকে রাখুন রুমাল, ফেলে দেওয়া যায় এমন টিস্যু বা মাস্ক দিয়ে।
জনসমাগম হয়েছে এমন জায়গা এড়িয়ে চলুন।
যাদের জ্বর, সর্দি-কাশি হয়েছে তাদের বাড়িতে রেখে দিন।
কারোর জ্বর হলে তার সঙ্গে বাড়িতে একহাতের বেশি দুরত্ব বজায় রেখে থাকুন।
পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন।
পর্যাপ্ত পরিমাণে জল বা ফলের রস ও পুষ্টিকর খাবার খান।
কারোর করোনা ভাইরাসের মতো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।কঠোর ভাবে সরকারি নির্দেশ পালন করুন।লকডাইন আরো কঠিন হউক।

কি করবেন না

কাশি বা হাঁচির পর হাত না ধুয়ে চোখ, নাক বা মুখে হাত দেবেন না।
শুভেচ্ছা বিনিময়ের সময় আলিঙ্গন, করমর্দন বা চুম্বন থেকে দূরে থাকুন।
জন বহুল জায়গায় থুতু ফেলবেন না।
চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না।
খোলা জায়গায় ব্যবহৃত ন্যাপকিন বা টিস্যু ফেলবেন না।
গণ ব্যবহৃত দরজা, রেলিং বা গেট স্পর্শ না করাই ভালো।

ভুয়ো খবর থেকে দূরে থাকুন
করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন সতর্কতামূলক বিধি-নিষেধের পাশাপাশি কিছু ভুল খবরও উড়ে বেড়াচ্ছে। অনেকেই সেই খবরের ওপর বিশ্বাস করে সেই সব পদক্ষেপ নিয়ে ফেলছেন। তাই করোনা ভাইরাস নিয়ে কোনও খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কানে আসলে তা প্রথমে যাচাই করে নিন।

জোতিষ শ্রাস্ত্র অনুযায়ি গোচরে মঙ্গল ,শনির সঙ্গে তীব্র মারক যোগ করেছে।মঙ্গল মকরে এখনও ৩৮ দিন থাকবে।সুতরাং বুঝতে পারছেন কতটা সঠিক ভাবে লক ডাইন করতে হবে।আগামী১৪ দিন খুব গুরুত্বপূর্ণ।একেবারেই বাড়ী থেকে বেরোবেন না।

জোতিষ শ্রাস্ত্র অনুযায়ী আমি বর্ষফলে বলেছি বছর টি মারক, শনি,মঙ্গল, কেতু,রাহু ও চন্দ্র এই গ্ৰহগুলিই দ্ধায়ী।

মঙ্গল যুতির কারনে কুফল

১)দেশের অর্থনীতি এর উপর জোর ধাক্কা খাবে।
২)শিক্ষার্থীদের প্রচুর ক্ষতি হবে।
৪)কর্কট, মীন,মেষ বৃষ কুম্ভ,কন‍্যা মানষিক দূশ্চিতা ও গুপ্তশত্রু বা বন্ধুদের দ্ধারা ক্ষতি হবে।
৫)সিংহ,বৃশ্চিক মকর শারীরিক সমস্যা য় ভূগবে।
৬)তুলা,ধনু,মিথুন সবদিক থেকে ভালো থাকবে।
৭)রাজনৈতিক পরিস্থিতি অস্থির হব।
২১/১১/২০২০ থেকে দেশ আগের চাইতেও এগিয়ে যাবে।আমার বিচারে ভারত একটা মজবুত জায়গা নেবে।
সবশেষে বলি ভারতে এই মহামারিতে সর্বাধিক ১৮৯২-2000/ মানুষের প্রান যেতে পারে।
আপনারা সরকারি সব নির্দেশ পালন করবেন এবং আমার বলা ঐ মহামন্ত্র দটি করবেন।

বৈদিক উপাচার

1)করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক নয়, সতর্ক থাকুন।
2) সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন।
3) প্রচুর পরিমানে ফোটানো জল ও ডাব খান।
4) গলা ব্যাথা+কাশি+শ্বাসকষ্ট+জ্বর হলেই তৎক্ষণাৎ ডাক্তার এর কাছে যান।মুখ ঢেকে রাখুন পরিষ্কার বস্ত্র দিয় প্রতি হাঁচি-কাশির সময় সর্বদা।
5) সবজি +আমিষ+নিরামিষ সব খাবার ই নুন সহ জলে ভালো করে ফুটিয়ে বাড়িতে এনে সেটা রান্না করে নিশ্চিতে খান। প্রোটিন,ভিটামিন,খনিজ প্রভৃতি সব কিছুই স্বাভাবিক মাত্রায় দরকার আমাদের শরীরের তাই স্বাভাবিক খাদ্য সচেতন সব খাবার খেয়ে শরীরের প্রতিরোধশক্তি বাড়াতে হবে।
5) যতই কষ্ট হোক বাড়ির খাবার খাওয়ার ই চেষ্টা করুন সর্বদা , বাইরের খাওয়া এড়িয়ে চলুন খুব খেতে ইচ্ছে করলেও।
6) আ্যলকোহল স্যানিটাইজার ও ছোট Handwash (সাবান একদম নয় ) সর্বদা নিজের সাথে রাখুন।
7) বস্ত্র গরম জল ও সাবানে ধুঁয়ে মেলে দিন, পরেরদিনের মধ্যে শুকিয়ে গেলে আবার ব্যবহার করুন কিন্তু বাড়িতে ফিরেই আবার ধুঁয়ে দিন সেটা পরের দিন পড়ুন বা না পড়ুন।
8) কাশি -হাঁচির সময় পরিষ্কার রুমাল বা পরিষ্কার মাক্স ব্যবহার করুন, সেগুলি প্রতিদিন পরিষ্কার করুন।
9)ঘরের পরিধান বস্ত্রের সাথে,বাইরে বেড়োনো বস্ত্র একজায়গায় রাখবেন না যতক্ষন না সেগুলো পরিষ্কার হচ্ছে।
৮)সরকারি নির্দেশ অনুযায়ী বাড়িতে থাকুন।বিশেষ প্রয়োজন ছাড়া বেরোবেন না।
৯সারা দিনে 3 লিটার উষ্ণগরম জল।

করনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য

প্রত্যেকদিন এর খাদ্যাভ্যাস:-

প্রাতঃরাশ( সকাল আটটায়):-
একটি পুষ্টিকর প্রাতঃরাশ
প্রয়োজন
বাটার পাউরুটি,সেদ্ধ ডিমের সাদা অংশ ,এক গ্লাস দুধ, একটি কলা
মধ্যাহ্নভোজন( দুপুর বারোটায়):-
সম্ভাব্য পুষ্টিকর খাদ্য তালিকা:-
1) ভাত,2) মুসুর ডাল সেদ্ধ,3) করোলা সেদ্ধ,4) নিম বেগুন ভাজা,5) একটু ঘি ও পাতিলেবুর রস,5) চারাপোনার পাতলা ঝোল ( বিভিন্ন প্রকার সবজি মিশিয়ে )
বিশেষ দ্রষ্টব্য: সমস্ত রান্নার সয়াবিন অয়েল এ হবে এবং সারা দিনে তিন বার নিয়ম করে গরম জল খেতে হবে
বৈকাল পাঁচটায়:- এক গ্লাস ফোটানো জল, এক কাপ লাল চা ও বিস্কুট অথবা ছোলা ভিজিয়ে মুড়ি খেতে হবে
নৈশ ভোজ( রাত্রি ন'টায়):-
1) দুটি হাতে বানানো রুটি, 2) রান্না করা সুসিদ্ধ সবজি, 3) একটু গরম দুধ অথবা ছোলার ডাল।

বৈদিক ঔষধ: ১)নিমপাতা, কালমেঘ, এ্যলোভেরা,কাঁচা হলুদ, তুলসী ,আমলা ,পাতি লেবুর রস মিসিয়ে জূস।২চামচ করে দিনে ৩ বার।
একচামচ চমনপ্রাস খেয়ে এক গ্নাস গরম জল।
২) এলাপ‍্যাথি ঔষধ:ভিটামিন ডি সপ্তাহে ১ টা।ভিটামিন সি ১ টা।করে দুবার।

বীজমন্ত্র ১)ঔঁ হ্রীং হ্রীং সূর্যায় সকাল ৬.০৪ ১০০বার।
২)ঔঁ হ্লীং ক্লীং হূং বৃহস্পতয়ে ১০৮ বাল স্নান করে‌
৩)সন্ধ্যায় : ঔঁ ঐং ক্লীং সোমায় ১০৮ বার
৪)রাত্র শোবার আগে :ঔঁ হ্রীং ঐং কেতবে ১০৮ বার

মহামন্ত্র দটি

১)হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে ১৮ বার

২)ওঁ ত্রম্ব্যকং যজামহে
সুগন্ধি পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব
বন্ধনান্মৃত্যোর্মুক্ষীয় মাহ্মৃতাত্।।১০ বার
ওঁ তত্পুরুষায় বিদ্মহে
মহাদেবায় ধীমহি
তন্নো রুদ্রঃ প্রচোদয়াত ওঁ।।১০বার

আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??

তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১০০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks

-



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20200401003419