সুপ্রভাত
আজকে আমি সংখ্যা তত্ব নিয়ে পূনরায় আলোচনা করব।এর আগে বহূবার লিখেছি।আজকে আমার বহূ গুনগ্ৰাহি ভক্ত,বন্ধু সাধারণ মানুষ জানতে চেয়েছে কাল রাত ৯টায় ৯ মিঃ ধরে বাড়ির সমস্ত লাইট নিভিয়ে প্রদীপ, মোমবাতি, টর্চ, মোবাইল এর ফ্লাস লাইট জ্বেলে দিলে এটা জোতিষ অনুযায়ী কি ব্যাখ্যা ।প্রথমেই বলবো জোতিষ শ্রাস্ত্র একটি সামুদ্রিক শ্রাস্ত্র ও বিজ্ঞান ভিত্তিক।আমি বিষয় টি তূলে ধরছি।ভালো লাগলে শেয়ার করুন।জোতিষ শ্রাস্ত্রের তিনটি দিক ১) জন্মকুন্ডলী বিচার ২)হস্তরেখা ৩) সংখ্যা তত্ব এখানে সংখ্যা তত্ত্বটি প্রাধান্য পেয়েছে।
এখন আমি সংখ্যা তত্ত্ব নিয়ে বলছি ,ভালো লাগলে comment ও sare করবেন ।
গণিত বিষয়ের আদিপুরুষ হিসেবে খ্যাত পীথাগোরাস গণিতকে সুপ্রতিষ্ঠিত করায় অনন্য অবদান রেখেছেন। দর্শন, ধর্ম, বিজ্ঞানে তার যশ ছিল অসামান্য। তবে তার সংখ্যাতত্ত্ব সম্পর্কে আমরা খুব কমই জানি।
পীথাগোরাস বিশ্বাস করতেন বিশ্বের সকল বস্তু সংখ্যা দ্বারা ব্যাখ্যা করা সম্ভব। সংখ্যা সম্বন্ধে তার দুর্বলতা ছিল অসীম।
কোন বিন্দুকে একহিসেবে ধরে পর পর বিন্দু বসালে একটি রেখা সৃষ্ট হবে। এজন্য রেখাকে ২ বিবেচনা করা হত। দৈর্ঘ্য, প্রস্থের ক্ষেএফল ধরা হত ৩ এবং বস্তুর ঘনত্বের পরিমান ৪। ঐ যুগে মানুষ শুধুমাত্র ১০ অবধি গণনা করতে পারত।
সংখ্যাগুলোকে তিনি ব্যাখ্যা করতেন এভাবে, ১ সমস্ত সংখ্যার আদি, একারণে ১ দ্বারা ঈশ্বর বোঝানো হয়েছে, ২ সংখ্যাটি নারীর প্রতীক, ৩ পুরুষের প্রতীক, ২(নারী)+৩(পুরুষ)=৫ যা বিবাহের সংখ্যা, ৪ ন্যায়ের প্রতীক এবং ১০ হচ্ছে জাদু সং হবে। দুটি সংখ্যা হতে সেই দুটো সংখ্যাকে আবার যোগ করে একটি একক সংখ্যা বের করতে হবে। এখানে আমি হিব্রোলিক থিয়োরী অনুযায়ী বোঝাতে চেষ্টা করব। ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ.এগুলো কে১২৩৪৫৬৭৮৯ নীচে নীচে লিখলে প্রত্যেক অক্ষরের মান পাওয়া যাব,তাতে যেকোন নামের একটি সংখ্যা পাওয়া যাবে।ঐ সংখ্যা কে একক সংখ্যয় পরিনত করলে প্রতিটি গ্ৰহের ও সব কিছু নামের সংখ্যা পাওয়া যাবে।
-
১ = AJS
২ = BKT
৩ = CLU
৪ = DMV
৫ = ENW
৬ = FOX
৭ = GPY
৮ = HQZ
9)=IR
এবার এই একক সংখ্যার উপর
১৬ = ১ + ৬ = ৭
২৭ = ২ + ৭ = ৯
১৭ = ১ + ৭ = ৮
২৮ = ২ + ৮ = ১০ = ১ + ০ = ১
১৮ = ১ + ৮ = ৯
২৯ = ২ + ৯ = ১১ = ১ + ১ = ২
১৯ = ১ + ৯ = ১০ = ১ + ০ = ১
৩০ = ৩ + ০ = ৩
২০ = ২ + ০ = ২
৩১ = ৩ + ১ = ৪
এখন প্রথ্যেকটি গ্ৰহের সংখ্যা:রবি-১,চন্দ্র২,বৃহস্পতি-৩,রাহূ -৪,বুধ-৫ শুক্র ৬,কেতু -৭,শনি-৮,মঙ্গল -৯.
এবার বলি কালকের বিষয়:এই মহামারী তে যে যে গ্ৰহ দ্ধায়ী সেগুলোর হলো শনি,মঙ্গল,রাহু,কেতু ও চন্দ্র ।বৃহস্পতি নীচভঙ্গ রাজযোগ করে অনেক মারকত্ব কমিয়েছে।
কাল 05/04/2020=. 5+4 =9 মঙ্গল ,2020=2+0+2+0=4 রাহু
তার মানে 5,4,9 কে পেলাম অর্থাৎ মঙ্গল,রাহু ও বুধ কে পেলাম।
এরপর রাত্রি ৯টা প্রদীপ ,মোমবাতি, টর্চ, মোবাইল এর লাইট জ্বালা এখানে ও ঐ মঙ্গল,৯ মি পর্যন্ত ঘরের লাইট নিভিয়ে ঐ প্রদীপের আর মোমবাতি র আলোয় নিজ নিজ ইশ্বর কে ডাকি।এখানে ও 9+9=18=9 মঙ্গল।।বৈদিক উপিচারে আছে অন্ধকারে প্রদীপের ,মোমবাতি আলোয় অশুভত্ব দূর হয়।যে কোন পূজা ,শ্রাদ্ধ,গ্ৰহপূজা,শান্তি সস্তায়নে প্রদীপ ও মোমবাতি জ্বালানোর প্রয়োজন হয়।এখন তিন বার 9 ব্যাবহার হয়েছে।অর্থাৎ 3×9=27 মানে ২ ও ৭ চন্দ্র ও কেতু কেউ পেলাম।এখানে পেলাম না।শনি কে মানে৮ কে।
এবার আমি বলছি ৯মীঃ ঔঁ হ্রীং বীজমন্ত্র করবেন।এবং যেহেতু শনি কেউ তুষ্ট করার প্রয়োজন আছে তাই ৯.৫৩ মিঃ নীল পোশাক পরে মহামৃত্যুজ্ঞয় জপ করবেন ১৮ রার ।তাহলে ঐ গ্ৰহ রা তুষ্ট হবে এবং ফল মঙ্গল জনক হবে।সকলের মঙ্গল কামনা করছি ।আপনারা সকলেই সরকারি সমস্ত নির্দেশ পালন করবেন।
ওঁ ত্রম্ব্যকং যজামহে
সুগন্ধি পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব
বন্ধনান্মৃত্যোর্মুক্ষীয় মাহ্মৃতাত্।।১৮ বার
ওঁ তত্পুরুষায় বিদ্মহে
মহাদেবায় ধীমহি
তন্নো রুদ্রঃ প্রচোদয়াত ওঁ।। ১০ বার
এবার আসুন নিজ নিজ নামের সংখ্যা অনুযায়ী আপনাদের চরিত্র, ব্যক্তিত্ব,স্বভাব ও কর্ম কেমন এবং ২০২০ কেমন যাবে তা বল্লাম।
আদিসংখ্যা ‘০১’ এর ভাগ্য
--------------------------
‘০১’ সংখ্যা সূর্যের প্রতিনিধিত্ব করে। ‘০১’ হচ্ছে আদিসংখ্যা, যার থেকে বাকি ‘০৯’-টি সংখ্যার সৃষ্টি হয়েছে। যে ব্যক্তির জন্ম ০১, ১০, ১৯, ২৮ তারিখে হয়েছে, তার আদি সংখ্যা হচ্ছে ‘০১’। এমন ব্যক্তি নিজে নিজেই সবকিছু বুঝে নেবে, নিজের কার্যক্ষেত্রে নতুন নতুন আবিষ্কার করবে আর কড়া মেজাজেরও হবে। তার স্বভাবে জেদ আর আত্মাভিমান থাকবে। এমন ব্যক্তি যে কাজই হাতে নিক না কেন, তাকে পূর্ণ করতে সর্বদা সচেষ্ট হয়ে থাকবে। ‘০১’ সংখ্যা দ্বারা প্রভাবিত ব্যক্তি উচ্চাভিলাষী হয়। কারো নিয়ন্ত্রণ পছন্দ করে না। যে কার্যক্ষেত্রেই পা রাখুক না কেন, সেখানেই প্রথম স্থান অধিকার করে নেয়। সংখ্যা ‘০১’ এর ব্যক্তিদের উচিত গুরুত্বপূর্ণ প্ল্যান আর কাজ যে কোনো মাসের ০১, ১০, ১৯, ২৮ তারিখে শুরু করা। আর ২১ মার্চ থেকে ১৯ এপ্রিলের ভেতরে এই সংখ্যার ব্যক্তিদের বিশেষ উপলব্ধি প্রাপ্ত হয়। রবি আর সোমবার সৌভাগ্যবর্ধক দিন। এই সাল ততটা ভালো যাবে না। এই বছরে জীবিকা এবং কাজকর্মে যথেষ্ট ওঠানামা আর সংঘর্ষের মুখোমুখি হতে হবে। দাম্পত্য সম্পর্কেও চাপ থাকবে। একের পর এক সমস্যা আসবে। যদিও স্বাস্থ্যকে কেন্দ্র করে পরিস্থিতি সন্তুষ্টিজনক হয়ে থাকবে। সন্তানকে কেন্দ্র করে কিছুটা চাপের সৃষ্টি হবে। প্রেমের ব্যাপারে সাবধান। গোপন প্রেম-সম্পর্ক ফাঁস হয়ে পড়ায় সমস্যা দেখা দিতে পারে। প্রতিযোগিতায় সফলতা পাবেন।
আদিসংখ্যা ‘০২’ এর ভাগ্য
--------------------------
সংখ্যা ‘০২’ দ্বারা প্রভাবিত ব্যক্তি স্বভাবের দিক থেকে বিনম্র, কল্পনাশীল আর ভাবুক। সংখ্যা ‘০২’ দ্বারা প্রভাবিত ব্যক্তিদের নিজেদের মানসিক চাপের হাত থেকে মুক্তি পাবার চেষ্টা করা উচিত। এই দুর্বলতার জন্যই তাদের নানান রকমের বাধার মুখোমুখি হতে হয়। তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখতে পাওয়া যায়। ০২, ১১, ২০ অথবা ২৯ তারিখ আর বিশেষ করে ২১ জুন থেকে ২২ জুলাইয়ের মধ্যে সময়টা এদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবিবার, সোমবার আর শুক্রবার শুভ হয়। এই সাল ব্যবসায়িক দৃষ্টিতে আর কাজকর্মের দৃষ্টিতে ভালোই কাটবে। কাজকর্মে নতুন নতুন লক্ষ্য নির্ধারিত হবে। স্বাস্থ্যে ওঠানামা লেগে থাকবে। তবে ক্যারিয়ারের ক্ষেত্রে এগিয়ে চলার সুযোগ মিলবে। চারদিক থেকে এই বছরে ধনলাভ হতে থাকবে। চাকরিতে প্রোমোশন আর ভাগ্যোন্নতির সুযোগ এই বছরে ভালোই আসবে।
আদিসংখ্যা ‘০৩’ এর ভাগ্য
--------------------------
‘০৩’ সংখ্যার প্রতিনিধি গ্রহ হচ্ছে বৃহস্পতি। ‘০৩’ সংখ্যার ব্যক্তি হচ্ছে তারা যাদের জন্ম যে কোনো মাসের ০৩, ১২, ২১ অথবা ৩০ তারিখে হয়। ‘০৩’ সংখ্যার জাতক নিশ্চিতভাবে উচ্চাকাক্সক্ষী হয়। কোনো অধীনস্থ পদে এরা সন্তুষ্ট হতে পারে না। তাদের দৃষ্টি সর্বদা উঁচুতে ওঠার দিকেই থাকে। এরা অনুশাসনপ্রিয় হয়, কঠোরও হয়। এরা যে কোনো ক্ষেত্রে সর্বোচ্চ স্থানে ঠিকই পৌঁছে যায়। এদের দুর্বলতা এদের মধ্যে একনায়ক হয়ে ওঠার প্রবৃত্তি কখনো কখনো বড় হয়ে পড়ে। সংখ্যা ‘০৩’ দ্বারা প্রভাবিত ব্যক্তিরা অত্যন্ত আত্মাভিমানী হয় এবং এরা অন্যের উপকার গ্রহণ করতে চায় না। স্বাধীন স্বভাবের হয় আর কোনো প্রকারের নিয়ন্ত্রণ সহ্য করতে পারে না। সংখ্যা ‘০৩’ এর ব্যক্তিদের নিজের প্ল্যান আর কোনো নতুন কাজ যে কোনো মাসের ০৩, ১২, ২১ বা ৩০ তারিখে শুরু করা উচিত, বিশেষত ১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ অথবা ২২ নভেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে করা উচিত। ‘০৩’ সংখ্যার ব্যক্তিদের জন্য সবচেয়ে শুভ দিন হলো মঙ্গলবার, বৃহস্পতিবার আর শুক্রবার। এই সাল শুভ ফলপ্রদ নয়। কাজ শেষ হতে হতে মাঝপথে আটকে যাবে। ব্যবসার পরিস্থিতিও যথেষ্ট ক্ষতিকারক হয়ে থাকবে। ভেবেচিন্তে কাজ না করলে পরিণাম অত্যন্ত বিপজ্জনক হতে পারে। বিদ্যার্থীরা অনুকূল ফল পাবে।
আদিসংখ্যা ‘০৪’ এর ভাগ্য
--------------------------
সংখ্যা ‘০৪’ দ্বারা প্রভাবিত ব্যক্তিদের স্বভাব চরিত্র বিচিত্র হয়। এরা সব কিছুকে উল্টে বা বিপরীত দৃষ্টিকোণ থেকে দেখে। চার সংখ্যার ব্যক্তি হচ্ছে তারা, যাদের জন্ম যে কোনো মাসের ০৪, ১৩, ২২ বা ৩১ তারিখে হয়েছে। ‘০৪’ সংখ্যার ব্যক্তিদের গুরুত্বপূর্ণ কাজ যে কোনো মাসের ০৪, ১৩, ২২ আর ৩১ তারিখে শুরু করা উচিত তবে সবচেয়ে ভালো হয় যদি কাজ শুরু করা হয় ২১ জুন থেকে ৩১ আগস্টের মধ্যে। ‘০৪’ সংখ্যার ব্যক্তিদের শুভ দিন হলো শনিবার, রবিবার এবং সোমবার। এই বছরটা ক্যারিয়ার আর চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ প্রদান করবে। এই বছরে অধ্যয়নরত বিদ্যার্থীদের সফলতা আসবে। দাম্পত্য জীবন আর পারিবারিক জীবনে কিছুটা তারতম্যতার অভাব থাকবে। পরস্পরের ইগো সমস্যার কারণ হয়ে উঠবে। রাজনীতির ক্ষেত্রে প্রভাব-প্রতিপত্তি আর পরাক্রম বৃদ্ধি পাবে। এই বছরে উদ্যম নিয়ে কাজ শুরু করলে সফলতা নিশ্চিত। ধৈর্যহারা হবার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে সতর্ক থাকা উচিত।
আদিসংখ্যা ‘০৫’ এর ভাগ্য
--------------------------
সংখ্যা ‘০৫’ এর অধিষ্ঠাতা গ্রহ হচ্ছে বুধ। ‘০৫’ সংখ্যার ব্যক্তিদের জন্ম মাসের ০৫, ১৪, ২৩ তারিখে হয়। ‘০৫’ সংখ্যার ব্যক্তিদের পক্ষে শুভ দিন হলো বুধবার আর শুক্রবার। ‘০৫’ সংখ্যার ব্যক্তিদের সবচেয়ে বড় দুর্বলতা হলো এরা নিজেদের স্নায়বিক শক্তির ব্যয় করে ফেলে। যার ফলে দুর্বলতার শিকার হতে হয়। স্বভাব খিটখিটে হয়ে পড়ে। এই সাল মিশ্র ফল আনবে। পরিবারের কোনো বয়স্ক সদস্যের স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে। বিশেষ করে মৌসুমি রোগের প্রকোপ বজায় থাকবে। চাকরি ক্ষেত্রেও কাজকর্মের প্রতি বসদের সন্তুষ্টি বজায় রাখাটা মুশকিল হয়ে উঠবে। বেশি পরিশ্রম করতে হবে। সব মিলিয়ে ২০১৩ সাল সংঘর্ষ আর চ্যালেঞ্জে পরিপূর্ণ বছর হয়ে থাকবে। ব্যবসাতে বৃদ্ধি ঘটবে। নতুন প্রযুক্তির ব্যাপারে যা কিছু ভাবনাচিন্তা চলছে সেদিকে কিছুটা উন্নতি হবে, তবে কোনো ভালো নাও আসতে পারে। এই বছরে কাজ আর পরিবারÑ দুটোর মধ্যে সমন্বয় বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে।
আদিসংখ্যা ‘০৭’ এর ভাগ্য
--------------------------
যেসব ব্যক্তির জন্ম যে কোনো মাসের ০৭, ১৬ অথবা ২৫ তারিখে হয়েছে, তাদের আদিসংখ্যা ‘০৭’ হয়। ‘০৭’ সংখ্যা দ্বারা প্রভাবিত জাতক উগ্র স্বভাবের হয়। এদের মধ্যে মৌলিকতা থাকে। ব্যক্তিত্বও অন্যদের থেকে আলাদা হয়। এরা কিছুটা অস্থির স্বভাবের হয়।
‘০৭’ সংখ্যার ব্যক্তিরা সফল লেখক, চিত্রকার আর কবি হয়ে ওঠে। এরা যে কোনো কার্যক্ষেত্রেই আগ্রহ দেখাক, তাতেই এরা সিদ্ধহস্ত হয়ে ওঠে। ‘০৭’ সংখ্যার ব্যক্তিদের উচিত নিজেদের যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যে কোনো মাসের ০৭, ১৬ বা ২৫ তারিখে করা। রবিবার আর সোমবার হচ্ছে শুভ। এই বছরটা সমস্যাই নিয়ে আসবে। চাকরিজীবী হলে ইচ্ছার বিপরীত স্থানে ট্রান্সফার হতে পারে। ষড়যন্ত্রের মুখে পড়তে পারে। এই সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করে চলতে হবে। ব্যবসার পরিস্থিতি স্বাভাবিকই থাকবে। কিন্তু ছুটোছুটি অত্যন্ত বেশি করতে হবে। শরীর-স্বাস্থ্যের ওপরে সজাগ দৃষ্টি রাখা দরকার। বিদ্যার্থীরা এই বছরে তেমন একটা সাফল্য পাবে না।
আদিসংখ্যা ‘০৮’ এর ভাগ্য
--------------------------
এই সংখ্যার প্রভাব সেই সব ব্যক্তির ওপরে পড়ে, যাদের জন্ম যে কোনো মাসের ০৮, ১৭ বা ২৬ তারিখে হয়। ‘০৮’ সংখ্যার ব্যক্তিরা নিজেদের জীবনকালে ভুল বোঝাবুঝির শিকার হয়ে পড়ে। সম্ভবত এই কারণেই এরা একাকীত্ব অনুভব করে। এরা কট্টরপন্থি হয় আর নিজেদের বিচারধারার বিরোধিতা এরা সহ্য করে না, যার ফলে এদের বেশ কিছু শত্রুও তৈরি হয়। ‘০৮’ সংখ্যার ব্যক্তিদের উচিত, নিজেদের যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যেন যে কোনো মাসের ০৮, ১৭ বা ২৬ তারিখে শুরু করা হয়। শনিবার হচ্ছে এই সংখ্যার জাতকদের পক্ষে শুভ দিন। এই বছরটা উন্নতির সংকেত প্রদান করছে। সময় অত্যন্ত অনুকূল সেটার ভরপুর লাভ ওঠান। ব্যবসাতে এই সময় কিছু গুরুত্বপূর্ণ বিনিয়োগ করলে মুনাফা বাড়বে। চাকরির ক্ষেত্রে চারদিকেই প্রশংসা হবে। কাজকর্মে নতুন পদ্ধতি গ্রহণ করবেন, যেটা সবার দ্বারাই প্রশংসিত হবে। ইন্টারভিউ, প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও সফলতা আসবে। তবে শত্রুপক্ষ ঈর্ষা আর দ্বেষ পালন করবে, কিন্তু তাতে কোনো ক্ষতিই হবে না।
আদিসংখ্যা ‘০৯’ এর ভাগ্য
--------------------------
যে সব ব্যক্তির জন্ম যে কোনো মাসের ০৯, ১৮ বা ২৭ তারিখে হয়, বিশেষ করে যাদের জন্ম তারিখ মঙ্গলের অবস্থানকাল অর্থাৎ ২১ মার্চ থেকে ১৯ এপ্রিল আর ২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বরের মধ্যে পড়ে, তখন আদিসংখ্যা ‘০৯’ বিশেষ প্রভাবশালী হয়। ‘০৯’ সংখ্যার ব্যক্তিরা যা কিছু পায়, তার জন্য ওদের কঠিন সংঘর্ষ করতে হয়। নিজেদের জীবনের শুরুতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। নিজেদের কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের মাধ্যমে জীবনে সফলতা আসে। নিজেদের ওপরে অন্য কারো প্রভুত্ব মেনে নিতে পারে না। শত্রুদের বিষয়ে সতর্ক থাকতে হবে। আপন লোকেরাই এই বছরে পিঠে ছোরা বসিয়ে দিতে পারে। আপন-পর পরীক্ষা করে প্রতিটি পদক্ষেপ নিতে হবে। আমদানি কম হবে আর খরচ হবে বেশি। ব্যবসাতে কোনো বড় অর্ডার বা কন্ট্রাক্ট হাত থেকে চলে যেতে পারে। সংযম আর ধৈর্য ধরে কাজ করুন। এই বছরে উতলা ভাব আর তাড়াহুড়ো করাটা বিপজ্জনক প্রমাণিত হতে পারে।
আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??
তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১০০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।
ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks