• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Friday, May 29th, 2020

Astro Palmist Numerology Center

মহামারি ও দূঃভীক্ষ থেকে মুক্র হতে দুটি বিশেষ বীজমন্ত্র

GOOD MORNING

. গোচর রহস্য (Transit)

মহাবিশ্বে গ্রহরা আপন কক্ষপথে সদায় ঘুরে চলেছে, কেউ থেমে নেই। ঠিক যে সময় আপনি জন্মগ্রহণ করেছিলেন সেই সময় গ্রহরা যে যেখানে ছিল তার একটি স্থির চিত্রই হল আপনার জন্মছক। তাই ছবি রুপ জন্মছকে গ্রহরা স্থির। এইবার বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রহরা বিভিন্ন রাশিতে প্রবেশ করছে আবার বেরিয়ে যাচ্ছে, এই চলমানতা কে বলা হয় গ্রহের গোচর বা ট্রানজিট। জন্মছকে বা কুষ্ঠিতে গ্রহরা কিন্তু স্থির,এদের বলে নেটাল গ্রহ। আপনার জীবনে প্রতি নিয়ত কি ঘটছে বা কি ঘটতে চলেছে তা কিন্তু নির্ভর করছে দুটি বিষয়ের ওপর, (এক) আপনার এখন কি দশা চলছে আর (দুই) এই ট্রানজিট গ্রহদের সাথে নেটাল গ্রহের স্বাক্ষাতে কি কি ঘটনার সৃষ্টি হচ্ছে। দশা নিয়ে পরে আলোচনা করবো। আজ বরং বলি ট্রানজিট নিয়ে।

যারা অফিসে বসে ছিল মানে স্টাফেরা, তারা হলেন আপনার জন্মছকে বসে থাকা স্থির গ্রহ বা নেটাল প্ল্যানেট। তারা আপনাকে কাজ দেবে, কিন্তু তাদের মর্জি মতন সময় হলে। তাই কেউ কাজ করছে আর কেউ গল্পে ব্যাস্ত! মানে ধরুন আপনার বিবাহের যোগ আছে, তা বলে কি বিবাহ কারক গ্রহ আপনাকে প্রতিবছর বিবাহ দেবে? নাকি জন্মছকে যদি লটারি প্রাপ্তির যোগ থাকে তো সেই গ্রহ আপনাকে প্রতি বছর লটারি দেবে! তা তো হয় না, তবে মনে প্রশ্ন আসে,কখন তারা তাদের কাজ করবে? কখন তারা আপনাকে ফল দেবে?

উত্তর হল ট্রানজিট। অফিসে বেশ কিছু স্টাফ গল্পে মশগুল ছিল, কিন্তু যেই লিফ্ট থেকে তাদের বস রুমে ঢুকলেন সঙ্গে সঙ্গে তারা যে যার কাজে লেগে পড়লেন। এখানে বস হলেন সেই ট্রানজিট গ্রহদের মত, যে রাশিতে প্রবেশ করল বা যেন রাশির দিকে দেখলো সেই সেই রাশিতে বসে থাকা জন্মকালীন গ্রহরা তাদের নিজের নিজের কাজ speed এর সঙ্গে করতে লাগলো।
আচ্ছা, বস না এসে যদি অপর কেউ ওই ঘরে প্রবেশ করতো তবে কি হত? তাহলে কারোর কারোর কাজে পরিবর্তন আসতো হয়তো। তার মানে এটা দেখা যাচ্ছে যে ট্রানজিট গুরুত্বপূর্ণ তবে সব গ্রহের ট্রানজিট সমান গুরুত্ব পূর্ন নয়।

সূর্য থেকে পৃথিবী পর্যন্ত এর মাঝে যে সকল গ্রহ আছে তাদের কে বলা হয় ইনার প্ল্যানেট, ট্রানজিটে এদের ভূমিকা খুব কম, এরা হল বুধ, শুক্র, চন্দ্র।
যারা পৃথিবীর কক্ষপথের বাইরের দিকে আছে, তাদের বলা হয় আউটার প্ল্যানেট। এদের ট্রানজিট ওই বসের মত, খুব গুরুত্বপূর্ণ! এরা হল মঙ্গল, বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু। তবে শেষের চারটেই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
(একমাত্র দেশের আবহাওয়া,অবস্থা,জলবায়ু বা যুদ্ধ পরিস্থিতি বিচারে ইউরেনাস নেপচুন আর প্লুটো কেও ধরা হয়।)

এখন আর বেশি বলবো না, পরের পোষ্টে transit নিয়ে অনেক রহস্য উন্মোচন করবো, কথা দিলাম, তবে যেতে যেতে কিছু উদাহরণ দিয়েই যাই!

১) গোচরে শনি প্রথম যখন জন্মছকের শুক্রের উপর দৃষ্টি দেয় বা সেখানে প্রবেশ করে,জাতক বা জাতিকা তখন চাকুরি পায়। বা কর্ম জগতে প্রবেশ করে।
২) আর ওপরে বর্ণিত একই রকম ভাবে, শনি না হয়ে বৃহস্পতি হলে, জাতক বা জাতিকার বিবাহ হয়।
৩)বর্তমান গোচর খুব খারাপ ২ রা জূন থেকে আরো খারাপ।হবে এই মহামারি ও দূভিক্ষ।

তবে মনে রাখবেন, জন্মছকে যা নেই তা হাজার ট্রানজিটে মিলে গেলেও আপনি কখনোই পাবেন না।
শুধু দবী দূর্গা কে স্মরণ করুন।
বীজমন্ত্র ১) দূং দূর্গে দূর্গে রক্ষনী স্বাহা হ্রীং দূর্গায় নমঃ ১০৮ বার স্নান করে।
২) হূং হনুমতে রুদ্রাত্মকায় হূঁ ফট্ স্বাহা।১০৮ সন্ধ্যায় ভালো থাকবেন।

https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q

লিংকে ক্লিক করুন।ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20200529131928