• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Thursday, June 4th, 2020

Astro Palmist Numerology Center

জোতিষ শ্রাস্ত্রে কর্মে সফলতার জন্য কিছু প্রয়াস

জোতিষ শ্রাস্ত্রে কর্মে সফলতার জন্য কিছু প্রয়াস

সুপ্রভাত

কর্ম জীবনে সাফল্য লাভকরতে মেনে চলুন এই জ্যোতিষিক প্রয়াস কর্মে সাফল্য পেতে সিদ্ধিদাতা গনেশের ১০৮ নাম করবেন, যা নিচে দেওয়া আছে।

মানুষ বিভিন্ন উপায়ে উপার্জন দ্বারা নিজের বা পরিবারের জীবন ধারন করে। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই মানুষকে প্রতিযোগিতার সন্মূখীন হতে হয়। এই প্রতিযোগিতায় জিততে হলে ভালো একজন গুরু বা জ্যোতিষিক পরামর্শ বিষেশ আবশ্যক হয়।


ভালো জ্যোতিষ মানুষের সময়ের পরিস্থিতি বিচারকরে সৎ পরামর্শ দিয়ে মানুষকে সাংসারিক অনাটন বা বিপদগ্রস্থ হইতে শান্তির আলো দেখাতে পারে। কিন্তু অনেকে আছেন যারা নিজের জন্ম তারিখ ও সময় জানেন না। এর জন্য আমরা উক্ত ব্যাক্তিদের পেশা বা ব্যাবসায়ায় মাধ্যমে কিছুটা উন্নতি সাধনের পরামর্শ উল্লেখ করলাম। আশা করি আমার এই প্রয়াসে নিশ্চই অনেকটা লাভবান হবেন।

চাকরিতে প্রমোশন

বহুব্যাক্তি আছেন যারা নিজের কর্মক্ষেত্রে খুবই দায়িত্ব অনুসারে কাজ করার পরেও কর্মক্ষেত্রে বিশেষ পদোন্নতি করতে পারছেন না। বা বেতন বৃদ্ধি হচ্ছেনা। তার জন্য কী করবেন ?

১। ডান হাতের অনামিকা আঙ্গুলিতে বার্মিস চুনী ৪/৬ রতি ধারণ করবেন।

২। প্রতিদিন তামার ঘটিতে জল নিয়ে সূর্য্যদেবকে উৎসর্গ করে প্রনাম করবেন।বীজমন্ত্র ঔঁ হ্রীং হ্রীং সূর্যায়

ডাক্তারী

যে ব্যাক্তিরা ডাক্তারী পেশায় রয়েছেন, কিন্তু ভালো ডাক্তার হওয়া সত্বেও পেশায় সে রকম সুবিধা পাচ্ছেন না তারা কী করবেন ?


২। ডান হাতের কনিষ্ঠাতে পান্না ৫/৬ রতি ধারণ করবেন।

বীজমন্ত্র : ঔঁ স্ত্রীং শ্রীং বুধায় ১০৮ বার স্নান করে।

ওকালতি

যারা ওকালতি পেশায় কোন রকম সুবিধা করতে পারছেন না। তারা কী করবেন ?

১। ডান হাতের কনিষ্ঠায় ৬/৭ রতি পান্না বা পেরিডট ধারণ করবেন।

২। প্রতি বুধবারে কলাগাছে জল দেবেন। সঙ্গে প্রতি বুধবারে সবুজ সুতা হাতের কব্জিতে ধারণ করবেন।
বীজমন্ত্র : শ্রীং লক্ষী দেবৈই নমঃ ১০৮ বার।

খাদ্যদ্রব্য ব্যবসায়ী

যে সকল ব্যাক্তিরা খাদ্যদ্রব্যের ব্যবসা করেন যেমন মুদিখানা, বেকারি প্রভৃতি ব্যবসা করেন কিন্তু ব্যবসায়ে বিশেষ উন্নতি হচ্ছেনা তারা কী করবেন ?


১। ডান হাতের তর্জনীতে পীতপোখরাজ ৪/৫ রতি অথবা গোল্ডেন টোপাজ ১৫/১৬ রতি ধারণ করবেন।

২। প্রতি বৃহস্পতিবারে কলা গাছে জল দেবেন এবং গুড় ও ছোলা কোন লাল রঙের গরুকে খাওয়াবেন।

বীজমন্ত্র : ঔঁ গাং গনেশায় নমঃ ১৮ বার।

বস্ত্রব্যবসায়ী

যে সব ব্যাক্তিরা বিভিন্ন বস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত। অথচ ব্যবসায়ে বিশেষ উন্নতি করতে পারছেন না তারা কী করবেন ?


১। যদি শাড়ি / হোসিয়ারী / শিশুদের পোষাক বিক্রতা হন তবে ডান হাতের তর্জনীতে ৪ - ৬ রতি পীত পোখরাজ ধারন করবেন। অথবা গোল্ডেন টোপাজ ১৫/ ১৬ রতি ধারণ করবেন।

২। যদি পুরুষ/ মহিলাদের পোশাকের রেডিমেড ব্যবসায়ী হন তবে হলুদ জারকণ ৫/৬ রতি মাধ্যমাতে ধারণীয়।

৩। যদি সূতা বা থান ব্যবসায়ী হন তবে ডান হাতের তর্জনীতে ৪/৫ রতি পীত পোখরাজ অথবা ১৫/১৬ রতি গোল্ডেন টোপাজ সঙ্গে ১০/১২ রতি মুক্তা বিশেষ ফল দায়ক।
বীজমন্ত্র : ঔঁ বক্রতুন্ডায় হূং।

গৃহ নির্মান ব্যবসায়ী

যে ব্যক্তিরা গৃহনির্মান কাজে যুক্ত আছেন কিন্তু ব্যবসায়ে কোন উন্নতি করতে পারছেন না তারা কী করবেন ?

১। যে ব্যাক্তিরা গৃহনির্মান কাজে যুক্ত বা গৃহ নির্মান সামগ্রী বিক্রয় করেন তারা ১০/ ১২ রতি রক্ত প্রবাল ধারণ করবেন।

২। যারা হার্ডওয়ার স‍্যানেটারি বা ফিটিং সংক্রান্ত ব্যবসা করেন তারা ৩/৪ রতি নীলা ধারণ করবেন।

৩। যারা বাড়ি / জমির দালালী করেন তারা ৮/১০ রতি রক্ত প্রবাল ধারণ করবেন।
বীজমন্ত্র : ঔঁ হ্রীং ক্লীং হূং বৃহস্পতয়ে।

দালালী ব্যবসা

বহু লোক আছেন ক্রেতা ও বিক্রতার মধ্যে সমন্ময়ে সাধন করে, এবং বিনিময়ে একটা লভ্যাংশ পান এই ধরণের ব্যাবসায়ীদের দালাল বা broker বলে। যারা এই ব্যাবসা করছেন কিন্তু কোন ভালো ফল পাচ্ছেনা তারা কী করবেন?

১। এই দালালী ব্যবসা করা ব্যাক্তিগণ ডান হাতের কনিষ্ঠাতে পান্না ৪-৬ রতি ব্যাবহার করবেন।

২। প্রতি বুধবারে শ্রীশ্রী গনেশ পূজা করবেন।
বীজমন্ত্র : ঔঁ ঐং ক্লীং সোমায় ১০৮ সন্ধ্যায়।

বিউটি পার্লার /সেলুন ব্যবসা

যে সকল মহিলারা বিউটি পার্লার চালান বা যেসকল পুরুষরা সেলুন বা বিউটি পার্লার ব্যবসা করেন অথচ ব্যবসা ভালো ভাবে চলছেনা তারা কি করবেন ?

১। যিনি সেলুন বিউটি পার্লারের মালিক তিনি ডানহাতের অনামিকাতে ১০-১২ রতি ওজনের মুক্তা ধারণ করবেন।

২। যিনি মহিলা বিউটিসিয়ান তিনি ডান হাতের মধ্যমাতে একটি সাদা জারকন ৪-৬ রতি এবং বাম হাতের অনামিকাতে ১০-১২ রতির মুক্তা ধারণ করবেন।
বীজমন্ত্র: ঔঁ শাং মাতা ভূবনেশ্বরী ১০৮ বার স্নান করে।

গাড়ী ব্যাবসায়ী

আমাদের সমাজে দুইরকম গাড়ি ব্যবসায়ী আছে। একপ্রকারের নিজের গাড়ির ব্যবসা। আর এক প্রকার অন্যের গাড়ি ভাড়াতে চালিয়ে ব্যবসা করেন। যেমন ট্রাভেলার্স বা ট্রান্সপোর্ট মালিক। এই সব ব্যবসায়ী লোক অন্যের গাড়িও ভাড়াতে খাটান। এই ব্যাবসায় লাভবান না হলে কী করবেন?

১। নিজস্ব গাড়ি থাকা সত্বেও যদি লাভবান হতে না পারেন তাহলে ডান হাতের কনিষ্ঠাতে ৩/৪ রতির একটি ক্যাটসআই ধারণ করবেন। প্রতি শনিবারে শনিমন্দিরে আতপচাল কালো তিল লালবাতাসা দিয়ে পূজো করবেন।

২। দ্বিতীয় জন ট্রেভেলস বা ট্রেন্সপোর্টের ব্যবসা ভালো না চললে ডানহাতের অনামিকাতে ১০-১২ রতি মুক্তো এবং কনিষ্ঠাতে ৩/৪ রতির ক্যাটসআই ধারণ করবেন।

বীজমন্ত্র :ঔঁ ঐং হ্রীং রাহবে ১০৮ বার।

শ্রীগণেশের ১০৮ নাম
..............................
১) গণেশ ২) গণাধিপ ৩) গণ ৪) গণাগ্রহী ৫) গণাধ্যক্ষ ৬) গণেশ্বর ৭) গণনাথ ৮) গণদেবেশ্বর ৯) গণচলবাসী ১০) গণনায়ক ১১) গণরাজ ১২) গণকর্ত্তা ১৩) গণপতি ১৪) গজানন ১৫) গৌরীসুত ১৬) গজকর্ন ১৭) গজবক্ত্র ১৮) গজরাজ ১৯) গুহাগ্রজ ২০) গজমুখ ২১) সুমুখ ২২) বিঘ্নবিনাশন ২৩) বিঘ্নরাজ ২৪) বিঘ্নহারী ২৫) বিঘ্নবিনায়ক ২৬) বিঘ্নশাসক ২৭) লম্বকর্ণ ২৮) বিঘ্নেশ ২৯) বিঘ্নবিনাশক ৩০) বিঘ্নহর্ত্তা ৩১) মহাবল ৩২) হরপুত্র ৩৩) হেরম্ব ৩৪) স্থূলোদর ৩৫) মহোদর ৩৬) বিনায়ক ৩৭) মহাকায় ৩৮) প্রিয়ঙ্কর ৩৯) গণাধীশ ৪০) রুদ্রপ্রিয় ৪১) সুমুখ ৪২ ) কৃষ্ণপিঙ্গাক্ষ ৪৩) সুলেখক ৪৪) ভারতলেখক ৪৫) ভালচন্দ্র ৪৬) লম্বোদর ৪৭) মূষিকবাহন ৪৮) বজ্রতুণ্ড ৪৯) সদাদান ৫০) পাশহস্ত

৫১) শুভদাতা ৫২) সিদ্ধিপতি ৫৩) চতুর্ভুজ ৫৪) একদন্ত ৫৫) বিকট ৫৬) বুদ্ধিপতি ৫৭) সিদ্ধিসেনাগ্রজ ৫৮) সিদ্ধিদাতা ৫৯) সিদ্ধিবিনায়ক ৬০) সিদ্ধযোগী ৬১) হর্ষগ্রীবা ৬২) মহাবীর ৬৩) সিদ্ধিরূপ ৬৪) অপরাজিত ৬৪) বক্রতুণ্ড ৬৫) যজ্ঞসিদ্ধি ৬৬) বিঘ্নরাজেন্দ্র ৬৭) ধূম্রবর্ণ ৬৮) দিব্যাঙ্গ ৬৯) দানসিদ্ধি ৭০) কর্মসিদ্ধি ৭১) মোদকপ্রিয় ৭২) তপঃসিদ্ধি ৭৩) সর্ব্বসিদ্ধিদাতা ৭৪) সর্ব্বজ্ঞ ৭৫) স্বস্তিদ ৭৬) ঋদ্ধিদ ৭৭) ঋতজ্ঞান ৭৮) ঋতধাম ৭৯) ঋতম্ভরা ৮০) সত্যম ৮১) গুণাতীতম ৮২) পুরুষ ৮৩) ত্রিলোচন ৮৪) শুদ্ধাত্মা ৮৫) দ্বিমুখ ৮৬) ভক্তবৎসল ৮৭) শৈলসুতাসুত ৮৮) ঋতম ৮৯) অগ্রপূজ্য ৯০) বিশ্বনেত্র ৯১) শুভানন ৯২) সর্ব্বশুভঙ্কর ৯৩) বিকোটোদর ৯৪) দ্বৈমাতুর ৯৫) বরেণ্য ৯৬) ভর্গ ৯৭) অক্ষর ৯৮) বিরাটপতি ৯৯) ব্রহ্মবর্চ্চস ১০০) ব্রহ্মভূয়

১০১) ব্রহ্মযোগ ১০২) গণশ্রেষ্ঠ ১০৩) সুব্রক্ষণ্যাগ্রজ ১০৪) প্রণব ১০৫) অদ্বৈতস্বরূপ ১০৬) অষ্টবিনায়ক ১০৭) জ্যোর্তিস্বরূপ ও ১০৮) প্রমোদ ।

আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??

তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১০০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20200604131105