• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Friday, June 5th, 2020

Astro Palmist Numerology Center

জোতিষ শ্রাস্ত্রে গোচরের ভূমিকা

জোতিষ শ্রাস্ত্রে  গোচরের ভূমিকা

সুপ্রভাত
. গ্ৰহদের গোচর (Transit)

মহাবিশ্বে গ্রহরা আপন কক্ষপথে সদায় ঘুরে চলেছে, কেউ থেমে নেই। ঠিক যে সময় আপনি জন্মগ্রহণ করেছিলেন সেই সময় গ্রহরা যে যেখানে ছিল তার একটি স্থির চিত্রই হল আপনার জন্মছক। তাই ছবি রুপ জন্মছকে গ্রহরা স্থির। এইবার বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রহরা বিভিন্ন রাশিতে প্রবেশ করছে আবার বেরিয়ে যাচ্ছে, এই চলমানতা কে বলা হয় গ্রহের গোচর বা ট্রানজিট। জন্মছকে বা কুষ্ঠিতে গ্রহরা কিন্তু স্থির,এদের বলে নেটাল গ্রহ। আপনার জীবনে প্রতি নিয়ত কি ঘটছে বা কি ঘটতে চলেছে তা কিন্তু নির্ভর করছে দুটি বিষয়ের ওপর, (এক) আপনার এখন কি দশা ও অন্তর দশা চলছে আর (দুই) এই ট্রানজিট গ্রহদের সাথে নেটাল গ্রহের স্বাক্ষাতে কি কি ঘটনার সৃষ্টি হচ্ছে।
সূর্য থেকে পৃথিবী পর্যন্ত এর মাঝে যে সকল গ্রহ আছে তাদের কে বলা হয় ইনার প্ল্যানেট, ট্রানজিটে এদের ভূমিকা খুব কম, এরা হল বুধ, শুক্র, চন্দ্র।
যারা পৃথিবীর কক্ষপথের বাইরের দিকে আছে, তাদের বলা হয় আউটার প্ল্যানেট। এরা হল মঙ্গল, বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু। তবে শেষের চারটেই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
(একমাত্র দেশের আবহাওয়া,অবস্থা,জলবায়ু বা যুদ্ধ পরিস্থিতি বিচারে ইউরেনাস নেপচুন আর প্লুটো কেও ধরা হয়।)

গোচর দিয়ে মুলত জানা যায় আপনার সময় কেমন যাবে।

গোচর ফল বিচারে কিছু সাধারন সূত্র উদাহরণ সহ।।

গ্রহগুলি রাশিচক্রে ক্রমাগত ঘুরছে, ( জন্মকালীন ছকে, গ্রহ কিন্তু স্থির থাকে, তাদের রাশির ঘর বদলায় না) বিভিন্ন সময়ে এরা বিভিন্ন রাশিতে অবস্থান করে।

স্বভাবতই পরিক্রমা করার সময় গ্রহগুলি জন্মকালীন ছকে অবস্থিত গ্রহ গুলিকে দৃষ্টি দেয়, কখনো তাদের সঙ্গে কেন্দ্রে বা কোণে অবস্থান করে আবার কোনো কোনো সময়ে তাদের ওপর দিয়েও যায়।
গ্রহদের এই বিভিন্ন অবস্থান ও গতির ওপর নির্ভর কোরে বিভিন্ন ঘটনা ঘটার সম্ভাবনা তৈরী হয় বলে, শাস্ত্রে বলা আছে।

গড় হিসেবে চন্দ্র সূয়া দু দিনে, বুধ- ১৮ দিনে, শুক্র-২৮ দিনে, রবি ১মাসে, মঙ্গল- ৪৫ দিনে, বৃহস্পতি – ১ বছরে, শনি- আড়াই বছরে, রাহু এবং কেতু দেড় বছরে এক একটি রাশি অতিক্রম করে।

গোচর ফল বিচারে কিছু সূত্র

*রাশি এবং লগ্ন থেকে গোচর ফল বিচারে
রাশি বেশি গুরত্ব পাবে।

*দশা দেখেই গোচর ফল বলা সংগত।

*ধিরগামী গ্রহ মুখ্য ঘটনার সুচক।
* দ্রুতগামী গ্রহ গৌন ঘটনার সুচক।
* গোচরে ধিরগামী গ্রহগন অবস্থান ও দৃষ্টি দ্বারা যে ফল সুচনা করে তা কোন মাস বা তারিখে ঘটবে তা বলবে দ্রুতগামী গ্রহগন।

*Natal chart এ যে ভাব দূর্বল সে ভাব দশা এবং গোচর অনুযায়ী বিনষ্ট হলে সে ভাবের বিচার এর বিশয়সমুহের ক্ষতি হবে।

* পাপ গ্রহ গুলো ৩,৬,১১ শে অবস্থান শুভ
তবে দৃষ্টি স্থান কিছুটা অশুভ ।
*শুভ গ্রহ গুলো ২,৪,৫,৭,৯,১০,১১ শে অবস্থান শুভ।
* শুভ গ্রহ গুলো ৩,৬,৮,১২শে অবস্থান অশুভ হলেও দৃষ্টি স্থান শুভ।

ধরি কারো ১০ মে রাহু Natal chart এ আছে বা দৃষ্টি আছে। যদি জাতক উপযুক্ত বয়সে চাকুরীজিবি হয় সাথে রাহুর দশা থাকে তবে উক্ত দশার ১৮ বছরকার মধ্যে
১০ মে রাহুর অবস্থান দৃষ্টি স্থান হবে তখন ১০ ম ভাবের বিচার এর বিশয়সমুহের কিছু ক্ষতি হবে বেশি হবে না ।তবে এ সম্পকে ভাব বিচার এর নিয়মানুযায়ী ১০ পতি দুস্থান গত, নিচস্থ,শত্রু ক্ষেত্রস্থ হয়ে শত্রু যুক্ত বা দৃষ্ট হলে এবং বৃ ও শু এর সাথে সম্পক হীন হলে। তবে ওই রাহুর দশায় গোচরে যখনি ১০ মে রাহুর অবস্থান দৃষ্টি স্থান হবে তখন জাতকের কর্মচ্যুতি, demotion, transfer , Departmental charge, বাবার বিষয় জনিত মারাত্মক অশুভ ফল দিবে।

কিন্তু যদি ১০ পতি দুস্থান গত না হয়ে
তুঙ্গে, নিজ ক্ষেত্রে, মিত্র ক্ষেত্রস্থ হয়ে মিত্র যুক্ত বা দৃষ্ট হলে এবং বৃ ও শু এর সাথে সম্পক যুক্ত হলে উপরোক্ত ফল মারাত্মক অশুভ ফল দিবে না। কর্মচ্যুতি, demotion, transfer , Departmental charge হবে না।

গোচরে গ্ৰহদের ফল

রবি ঃ জন্ম রাশি তে স্থাননাশ দ্বিতিয়ে ভয় তৃতীয়ে ঐশ্বরজ চতুর্থে মান হানি পঞ্চমে দীনতা ষষ্ঠে শত্রুহানি সপ্তমে অর্থহানি অষ্টমে পীড়া নবমে কান্তিক্ষয় দশমে কর্ম উন্নতি একাদশে ধন লাভ দ্বাদশ বিত্ত নাশ বিপদ ।

চন্দ্র জন্ম রাশি তে অর্থ লাভ দ্বিতিয়ে বিত্ত নাশ তৃতীয়ে দ্রব্য নাশ চতুর্থে চক্ষু পীড়া পঞ্চমে কাজ হানি ষষ্ঠ তে বিত্ত নাশ সপ্তমে বিত্ত সহ স্ত্রী লাভ অষ্টমে মৃত্যু নবমে রাজ ভয় দশমে মহা সুখ একাদশে বিবিধ ধন বৃদ্ধি দ্বাদশে ধন নাশ ।

মঙ্গল ঃ জন্ম রাশিতে শত্রু ভয় দ্বিতীয়ে ধন নাশ তৃতীয়ে অর্থ লাভ চতুর্থে শত্রু ভয় পঞ্চমে প্রাণনাশ ষষ্ঠে বিত্ত লাভ সপ্তমে শোক অষ্টমে অস্ত্রঘাত নবমে নবমে কাজ হানি দশমে শুভ একাদশে ভুমি লাভ দ্বাদশে রোগ অনর্থ ।

বুধঃ জন্ম রাশিতে বন্ধন দ্বিতীয়ে ধন লাভ তৃতীয়ে বধ , শত্রু ভয় চতুর্থে অর্থ লাভ পঞ্চম অশান্তি ষষ্ঠে স্থান লাভ সপ্তমে শরীর পীড়া অষ্টমে ধন লাভ নবমে মহা পীড়া দশমে শুভ একাদশে অর্থ লাভ দ্বাদশে বিত্ত নাশ

বৃহস্পতি ঃ জন্ম রাশিতে ভয় দ্বিতীয়ে প্রচুর অর্থ লাভ তৃতীয়ে শারীরিক ক্লেশ চতুর্থে অর্থ সঙ্কট পঞ্চমে শুভ ষষ্ঠে অশুভ সপ্তমে রাজ পুজ্য অষ্টমে ধন নাশ নবমে ধন বৃদ্ধি দশমে প্রীতি ভঙ্গ একাদশে স্থান ও ধন লাভ দ্বাদশে শারীরিক ও মানসিক পীড়া ।

শুক্র ঃ জন্ম রাশি তে শত্রু নাশ , দ্বিতীয়ে ধন লাভ তৃতীয়ে শুভকর চতুর্থে ধন লাভ পঞ্চম পুত্র লাভ ষষ্ঠে শত্রু বৃদ্ধি সপ্তমে শোক অষ্টমে অর্থ লাভ নবমে বিবিধ বস্তু লাভ দশমে অশুভ একাদশে বহু প্রকার ধন লাভ দ্বাদশে ধনাগমন ।

শনি ঃ জন্ম রাশিতে বিত্ত নাশ দ্বিতীয়ে চিত্ত ক্লেশ তৃতীয়ে শত্রু নাশ জন্য বিত্ত লাভ চতুর্থে শত্রু বৃদ্ধি পঞ্চমে অর্থ , পুত্র , বিত্ত নাশ ষষ্ঠে অর্থ নাশ সপ্তমে অনিষ্টপাত অষ্টমে দেহ পীড়া নবমে ধন ক্ষয় দশমে মানসিক উদ্ববেগ একাদশে বিত্ত লাভ দ্বাদশে অনর্থ ।

রাহু ঃ জন্ম রাশি দ্বিতীয় চতুর্থ পঞ্চম সপ্তম অষ্টম নবম বা দ্বাদশ রাশি অর্থ ক্ষয় শত্রু ভয় কাজ হানি রোগ প্রবাস অগ্নি ভয় ও মৃত্যু ।

কেতু ঃ জন্ম রাশি তৃতীয় ষষ্ঠ দশম কিম্বা একাদশ ভাবে সন্মান রাজ পুজ্য সুখ ও অর্থ লাভ হয় । আজ্ঞা কারি পুরুষ স্ত্রী ও পুন্য সঞ্চয় ।

গোচরে গ্ৰহ রা কদিন ফল দেয়।

রবি ঃ এক রাশিতে একমাস তার মধ্যে প্রথম ৫ দিন ফল দেয় ।

চন্দ্র ঃ আড়াই দিন তার মধ্যে শেষ ৩ ঘণ্টা তে ফল দেয় ।

মঙ্গল ঃ এক রাশি তে ৪৫ দিন তার মধ্যে প্রথম ৮ দিন ফল দেয় ।

বুধ ঃ এক রাশিতে এক মাস , প্রত্যেক দিন ফল দেয় ।

বৃহস্পতি এক রাশি তে ১৩ মাস তার মধ্যে দুই মাস ফল দেয় ।

শুক্র ঃ এক রাশি তে এক মাস মধ্যে ৭ দিন ফল দেয় ।

শনি ঃ এক রাশি তে ৩০ মাস শেষ ৬ মাসে ফল দেয় ।

রাহু ঃ কেতু ঃ এক রাশিতে ১৮ মাস শেষ দুই মাসে ফল দেয় ।

গোচরে রাশি সঞ্চারের ফল গুলি জেনে নিন

গোচর বিচার সকল রাশির সকল জাতক-জাতিকার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। জন্মরাশিকে সর্বদা প্রথম স্থান ধরে গণনা করে দেখে নিন আপনার রাশিচক্রে রবির অবস্থানকালের ফলাফল —

১। জন্মরাশি - জন্মরাশিতে রবির অবস্থানকালে অশুভ পরিবর্তন, রোগ, শোক, অবনতি প্রভৃতি অশুভ ফল লাভ হয়ে থাকে।
২। দ্বিতীয় স্থানে – চক্ষুরোগ ও হতাশা সূচিত হয় এবং অর্থোপার্জন হ্রাস পায়।
৩। তৃতীয় স্থানে – আয় বৃদ্ধি, ভাগ্যোন্নতি এবং স্বাস্থ্যোন্নতি হয়ে থাকে।
৪। চতুর্থ স্থানে — উদ্যম বা প্রচেষ্টায় বিলম্ব বা ব্যর্থতা, পারিবারিক অশান্তি এবং স্বাস্থ্যের অবনতি প্রভৃতি সূচিত হয়ে থাকে।
৫। পঞ্চম স্থানে — দুশ্চিন্তা, স্বাস্থ্যহানি এবং দণ্ডিত হওয়ার সম্ভাবনা থাকে।
৬। ষষ্ঠ স্থানে — জীবন মানের উন্নতি, আয় বৃদ্ধি, সন্তুষ্টি, কর্মে বা প্রচেষ্টায় সাফল্য প্রভৃতি শুভ ফল লাভ হয়ে থাকে।
৭। সপ্তম স্থানে — রোগ, হঠাৎ পরিবর্তন এবং আর্থিক সমস্যা সূচিত হয়ে থাকে।
৮। অষ্টম স্থানে — ভুল বোঝাবুঝি, দুঃখ, দুর্ঘটনা, শোক এবং পরিপাক যন্ত্রের গোলমাল প্রভৃতি অশুভ ফল লাভ হয়ে থাকে।
৯। নবম স্থানে — শত্রুতা জনিত কারণে বিপদ বা ক্ষতি, হতাশা, ক্ষতি এবং স্বাস্থ্যহানি প্রভৃতি অশুভ ফল লাভ হয়ে থাকে।
১০। দশম স্থানে - উচ্চস্তরের নর-নারীর সান্নিধ্য লাভ এবং উদ্যমে বা প্রচেষ্টায় সাফল্য লাভ হয়ে থাকে।
১১। একাদশ স্থানে - সৌভাগ্য বৃদ্ধি, সম্মানলাভ, স্বাস্থ্যোন্নতি, ব্যবসায়ে লাভ, লটারি এবং জুয়া প্রভৃতিতে লাভ হয়ে থাকে।
১২। দ্বাদশ স্থানে - অযথা ভ্রমণ, হতাশা, জ্বর, দুশ্চিন্তা প্রভৃতি অশুভ ফল লাভ হয়ে থাকে।

দুটি উদাহরণ:

১) গোচরে শনি প্রথম যখন জন্মছকের শুক্রের উপর দৃষ্টি দেয় বা সেখানে প্রবেশ করে,জাতক বা জাতিকা তখন চাকুরি পায়। বা কর্ম জগতে প্রবেশ করে।
২) আর ওপরে বর্ণিত একই রকম ভাবে, শনি না হয়ে বৃহস্পতি হলে, জাতক বা জাতিকার বিবাহ হয়।

আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??

তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১০০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20200605095754