• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Monday, July 6th, 2020

Astro Palmist Numerology Center

বাস্তু মেনে ঋনমুক্তি

বাস্তু মেনে ঋনমুক্তি

শুভ সোমবার

বাস্তু শাস্ত্র অনুযায়ী এই নিয়ম গুলি মেনে চললেই হবে ঋণ মুক্ত

জীবনে সুখ শান্তি পাওয়া সকলেরই কাম্য। কিন্তু এটা সকলকেই বুঝতে হবে যে, সুখ শান্তি নিজে থেকে আসে না। সকাল থেকে সারাদিন কিছু নিয়মের মাধ্যমে সংসারে সুখ আনতে হয়। যদি সংসারে আর্থিক সমস্যা থাকে বা ঋণের বোঝা অতিরিক্ত হয়, তা হলে এই সকল বাস্তু নিয়মগুলো মেনে চলতে হবে। এর থেকেই হবে ঋণ মুক্তি। অতিরিক্ত ঋণ মানুষের জীবনে অভিশাপের মতো

জন্ম ছকে রবি ও শুক্র কাছাকাছি ডিগ্রিতে একত্রে অবস্থান করলে দারিদ্র যোগ তৈরি হয়। জাতককে সারা জীবন দারিদ্র যন্ত্রনায় ভুগতে হয়।এ ছাড়া লগ্নের দশমে, রবির একাদশে, চন্দ্র্রেও অষ্টমে কোনো গ্রহ না থাকলে ও দ্ররিদ্র ওঋন যোগ হয়।

ঋণ মুক্তির সহজ কিছু নিয়ম—

• প্রথমেই মনে রাখতে হবে, যদি রাশি চক্রে ঋণ যোগ বা দারিদ্র যোগ থাকে, তা হলে খুব তাড়াতাড়ি প্রতিকারের বিশেষ প্রয়োজন।

১)বাড়িঘর নিয়মিত পরিষ্কার পরিছন্ন করতে হবে

২)শাস্ত্র অনুযায়ী মনে করা হয়, যিনি নিজেকে ও ঘরবাড়ি নিয়মিত পরিষ্কার করেন, সৌভাগ্য সব সময় তাঁর সঙ্গে থাকে।

৩)সূর্যাস্ত হওয়ার পর ঘরবাড়ি পরিষ্কার করা উচিত নয়। এতে আর্থিক পরিস্থিতি খারাপ হয় ও নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায়।

৪)অনেক মহিলাই সব কাজ কর্ম করার পর স্নান করেন। এই নিয়ম একেবারে বাস্তু বিরুদ্ধ। মহিলাদের সকালবেলায় স্নান সেরে নেওয়া উচিত। এতে সংসারে শীঘ্র উন্নতি হয়।

৫)সারা বছর অন্তত যে কোনও একটি পূর্ণিমায় নারায়ণ পুজো করা আবশ্যক।

৬)বাড়ির পূর্বদিকে সুগন্ধী ফুল গাছ লাগাতে হবে।

৭)সংসারে জগরা বিবাদ করা বন্ধ করতে হবে।

৮)বুঝে খরচ করার সঙ্গে সঙ্গে এই নিয়মগুলো মেনে চললে সংসার হবে মঙ্গলময় এবং সংসারে আর্থিক উন্নতি ও ঋণ মুক্তি ঘটবে খুব তাড়াতাড়ি।

৯)স্বামী - স্ত্রী-সন্তানের সঙ্গে একটা মধুর বন্ধন প্রয়োজন‌।
১০)ম্লেচ্ছ তা সংসারের অভিশাপ ,এতে দূর করতে পারলে অবশ্যই আর্থিক উন্নতি হবেই হবে।

প্রতিবিধান :

সূর্য্য
মন্ত্র – ওঁ হ্রীং হ্রীং সূর্য্যায়। জপ সংখ্যা – ৬০০০ বার।
গায়ত্রী– ওঁ ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহিঃ তন্নঃ সূর্যঃ প্রচোদয়াৎ।
প্রণাম– ওঁ জবাকুসুমসংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম্। ধ্বান্ত্যারিং সর্বপাপঘ্নং প্রণতোঽস্মি দিবাকরম্॥
ইষ্টদেবতা – মাতঙ্গী।
ধারণরত্ন – চুনী, ধূপ – গুগগুল, বার – রবিবার, প্রশস্ত সময় – সকাল৬.০৪- ১০ টা পর্যন্ত।

আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??

তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১০০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20200706090055