• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Tuesday, August 11th, 2020

Astro Palmist Numerology Center

জন্ম অষ্টমী ও জোতিষ

জন্ম অষ্টমী ও জোতিষ

সুপ্রভাত
জন্ম অষ্টমীর সূচি ও কৃষ্ণকথা

জন্মাষ্টমী বা কৃষ্ণজন্মাষ্টমী একটি হিন্দু উৎসব। এটি বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয়। এর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণজয়ন্তী ইত্যাদি। হিন্দু পঞ্জিকা মতে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়।
হয়।

আমার মতে, ১১ অগস্ট মঙ্গলবার সকাল ৯টা ৬ মিনিট থেকে শুরু করে ১২ অগস্ট সকাল ১১টা ১৬ মিনিট পর্যন্ত জন্মাষ্টমী তিথি থাকবে। অন্য দিকে ১৩ অগস্ট ভোর ৩টা ২৭ মিনিট থেকে শুরু করে ১৪ অগস্ট সকাল ৫টা ২২ মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্র থাকবে। এমতাবস্থায় জন্মাষ্টমীর জন্য ১২ অগস্টের মুহূর্তকেই শুভ বলা হচ্ছে।

জন্মাষ্টমী পুজোর জন্য ৪৩ মিনিটের সময় পাওয়া যাবে। আমার মতে রাত ১২টা ০৫ মিনিট থেকে শুরু করে ১২টা ৪৭ মিনিট পর্যন্ত কৃষ্ণ পূজা করা যেতে পারে। জন্মাষ্টমীকে কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, কৃষ্ণ জয়ন্তীও বলা হয়।

কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত বাংলার হিন্দুসমাজের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ ব্রত। বাংলার বাঙালি হিন্দুঘরের প্রধানত বৈষ্ণব মতাবলম্বী পুরুষ ও মহিলারা জাগতিক মঙ্গলকামনায় এবং অশুভ-অকল্যাণ দূর করতে এই ব্রত পালন করেন। এটি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে জন্মাষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের পূজার অঙ্গ হিসাবে পালন করা হয়।

জন্মাষ্টমী হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্সব। ভক্তরা জন্মাষ্টমীর উপবাস রাখেন এবং শ্রীকৃষ্ণের উপাসনাও করেন। এই দিনে মন্দিরগুলি সারাদেশে সজ্জিত। জন্মাষ্টমী ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ ফুল, আতপ চাল, ফলের নৈবেদ্য, ফুল, তুলসীপাতা, দূর্বা, ধূপ, দীপ, পঞ্চগব্য, পঞ্চগুড়ি, পাট, বালি, পঞ্চবর্ণের গুড়ো, মধু পর্কের বাটি, আসন-অঙ্গুরী ব্যবহার করতে হয়। ব্রতের সারাদিন উপবাসী থেকে উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। ব্রতভঙ্গের পর নিরামিষ আহার গ্রহণ করতে হয়। এই দিনে কিছু বিশেষ নিয়ম পালন করলে শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যায়। এই ব্যবস্থাগুলি জন্মাষ্টমিতে মেনে চললে মিলবে সুফল দূর হবে সমস্যা।

শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অবতার এবং ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পারিজাত ফুল খুব পছন্দ। তাই পারিজাত ফুল অবশ্যই জন্মাষ্টমীর পূজায় ব্যবহার করুন।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে রূপোর বাঁশি অর্পণ করা উচিত। পূজার পরে এই বাঁশিটি আপনার পার্স বা অর্থ রাখার জায়গায় রাখতে হবে।
জন্মাষ্টমীর দিন কৃষ্ণকে অবশ্যই ময়ূরের পালক সরবরাহ করবেন। শ্রীকৃষ্ণের কাছে ময়ূর খুব প্রিয়। ভগবান কৃষ্ণ সর্বদা তাঁর মাথায় ময়ূরের পালক বহন করেন।
জন্মাষ্টমীর দিন উচিত শ্রীকৃষ্ণ এবং তাঁর ভাই শ্রী বলরামের হাতে রাখি বাঁধা।
জন্মাষ্টমী উপলক্ষে শঙ্খের খোলায় দুধ দিয়ে শ্রীকৃষ্ণের গোলাপ অবতারকে অভিষেক করা উচিত।
জন্মাষ্টমীতে বাড়িতে গরু-বাছুরের একটি ছোট মূর্তি আনলে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয়।

শ্রীকৃষ্ণের জন্মদিনে ,তার সমন্ধে কিছু জেনে নেওয়া যাক।
★পিতাঃ--বসুদেব
★মাতাঃ---দেবকি
★জন্মগ্রহণঃ--আনুমানিক ৫০০০ বৎসর পূর্বে,অনেকেই বলেন খ্রীষ্টপূর্বাব্দ৩২২৮,১৮ইবা২১জুলাই,মথুরায়।
★বংশঃ--যদু
★বর্ণঃ---ক্ষত্রিয়
★পদবীঃ--ধর্ম্মের গ্লানিহেতু বিলুপ্ত।
★ধর্ম্মঃ---আর্য্য
★গোএঃ--বর্তমানে পুস্তকে পাওয়া যায় না।
★তিনি মাতা দেবকীর কততম গর্ভের সন্তান ছিলেন ?
উওরঃ---বিষ্ণু পুরাণ মতে ৮ জন এর মধ্যে ৬ জনকে নিজ মামা কংস হত্যা করে ৭ম জন গর্ভে মারা যায় এবং অষ্টম গর্ভে কারাগারের মধ্যে তিনি জন্মগ্রহণ করেন।
★বাল্যকালে তিনি কি করতেন?
উওরঃ--গোপালন করেছিলেন।
★শোনা যায় তিনি বাল্যকালে পুতনা বধ করেছিলেন, এই পুতনা কি?
উওরঃ--রোগ বিশেষ।(সূত্রঃ--ঋষি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়)
★তিনি কোন অবাধ্য জাতিকে তাঁর বশে এনেছিলেন?
উওরঃ--নাগ নামে জাতিকে।
★তিনি কেমন স্বভাবের ছিলেন?
উওরঃ--খুবই চঞ্চল প্রকৃতির।
★তিনি কত বছর বয়সে দীক্ষা গ্রহণ করেছিলেন?
উওরঃ--১২ বৎসর বয়সের মধ্যে(সন্দীপন মুনির কাছ থেকে।)
★দীক্ষাগ্রহান্তে তাঁর গুরুদেব তাঁকে কি বলে আর্শীবাদ করেছিলেন?
উওরঃ--অচ্যুত ভব।
★তিনি কত বছর বয়সে উপনয়ন ব্রত গ্রহন করেন?
উওরঃ--- ১৫ বৎসর বয়সের মধ্যে।
★বলরাম ও সুভদ্রার সাথে তাঁর সম্পর্ক কি ধরনের?
উওরঃ--জৈষ্ঠ্য ভ্রাতা এবং বোন।
★তাঁর দেহের গড়ন কেমন ছিলো?
উওরঃ--দীর্ঘকায় নাক লম্বা, কপাল চওড়া, চোখের নীচে কানের অবস্থান সর্বোপরি ৩২ লক্ষণ পরিলক্ষিত।
★রামচন্দ্রের দেহত্যাগের কতবছর পরে তাঁর আর্বিভাব হয়?
উওর---৩০/৪০ বৎসর(প্রমাণ রামভক্ত হনুমান বৃদ্ধ বয়সে এসে শ্রীকৃষ্ণের কাছে দীক্ষা গ্রহন করেন)
★তিনি সৃষ্টির কততম স্তর থেকে নাম নিয়ে এসেছিলেন?
উওরঃ---চতুর্দ্দশ।
★তিনি কি বীজ নাম নিয়ে এসেছিলেন?
উওরঃ--ধর্ম্মের গ্লানিহেতু বর্তমান পৃথিবীতে সে বীজনাম বিলুপ্ত।
★বহিরঙ্গ নাম "হরে কৃষ্ণ হরে রাম" কার দেওয়া নাম?
উওরঃ--ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু এটাকে পুনশ্চরণ করে নতুনভাবে তবে, কলিসন্তরন উপনিষদে এর কিছুটা আভাস পাওয়া যায়।
★তিনি কি প্রার্থনা মন্ত্রের বিধান দিয়েছিলেন?
উওরঃ--হ্যাঁ মহাভারতের বনপর্ব অনুযায়ী তিনি দ্বাপর যুগের মানুষের জন্য প্রার্থনা মন্ত্রের বিধান দিয়েছিলেন।তিনি প্রত্যহ সায়ংসন্ধ্যা ও প্রাতঃসন্ধ্যা প্রার্থনা করতেন।বর্তমানে ধর্ম্মের গ্লানি হেতু সে প্রার্থনা মন্ত্র বিলুপ্ত।
★তিনি তাঁর কথাকে প্রচার করার জন্য কি তৈরী করেছিলেন?
উওরঃ--মহাভারত অনুযায়ী ঋত্বিক সংঘ।বর্তমানে বিলুপ্ত।
★তিনি দ্বারকায় কি ছিলেন?
উওরঃ---রাজা
★তিনি সমগ্র জীবনে কতটি যুদ্ধ করেছিলেন?
উওরঃ--অানুমানিক ৭০ থেকে ৮০ টির অধিক।
★তিনি কয়টি বিবাহ করেছিলেন?
উওরঃ--বিষ্ণু পুরান ও ভাগবত মতে ৮/৯।
★তাঁর সহধর্মিনীগণের নামঃ--
১।মা রুক্ষনী দেবী
২।মা সত্যভামা
৩।মা জাম্ববতী
৪।মা কালিন্দী
৫।মা মিত্রবিন্দা
৬।নগ্নাজ্যোতি
৭।মা মুদ্রা
৮।মা লক্ষনা
★তাঁর কতজন সন্তান-সন্ততি ছিল?
উওরঃ--তথ্য মতে পাওয়া যায় ৪ জন পুত্র ও ১জন কন্যার নাম তবে এর থেকে বেশি।
★পুত্রগণঃ--১।প্রদুম্ন ২।শাম্ব ৩।অম্ব ৪।সাওকি
★মেয়েঃ--চরুমতি
★কার উচ্ছৃঙ্খল আচরণে তিনি সবচেয়ে বেশী কষ্ট পেয়েছিলেন?
উওরঃ--নিজ পুত্র প্রদুম্নের।
★শাম্ব কার কন্যাকে বিবাহ করেছিলো?
উওরঃ--দুর্যোধনের।
★মহাভারত কিসের ভিওিতে রচিত?
উওরঃ--কৌরব পান্ডবদের পারিবারিক যুদ্ধের ভিওিতে।
★কুরুক্ষেত্র যুদ্ধ কতদিন স্থায়ী ছিল?
উওরঃ--১৮ দিন
★মথুরা ছেড়ে দ্বারকায় তিনি কেন গিয়েছিলেন?
উওরঃ--কংস ও জরাসন্ধের অত্যাচারে।
★মহাভারতে শল্য পর্বে শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ে কেমন কৌশল অবলম্বন করতে বলেছিলেন?
উওরঃ--শত্রুসংখ্যা অধিক হইলে তাহাদিগকে কূটযুদ্ধে বিনাশ করিবে।
★অর্জুনকে তিনি পবিত্র গীতার বাণী কখন প্রদান করেছিলেন?
উওরঃ--কুরুক্ষেত্র যুদ্ধের প্রক্কালে।
★কিসের ভিওিতে তিনি পবিত্র গীতার বাণী প্রদান করা শুরু করেন?
উওরঃ--বর্ণোচিত কর্ম্মকে কেন্দ্র করে।
★কত বছর বয়সে তিনি অর্জুনকে গীতার বাণী প্রদান করেছিলেন?
উওরঃ--৪০ থেকে ৬০ বৎসর বয়সের মধ্যে।
★গীতার বিখ্যাত উক্তি কোনটা?
উওরঃ--যেখানে ধর্ম্মের গ্লানি হবে সেখানে তিনি নিজেকে নিজ সৃজন করে আসবেন।
★তিনি কত বছর বেঁচে ছিলেন?
উওরঃ--গবেষণামতে ৮০ থেকে ৮৫ বছর।
★তিনি কিভাবে দেহত্যাগ করেন?
উওরঃ--অশ্বথ বনে নিম গাছের ডালে বসে ছিলেন।এমন সময় জরা নামক ব্যাধের তীরের আঘাতে তিনি পড়ে যান এর কিছুক্ষণ পর তিনি দেহত্যাগ করে গোলকধামে পদার্পন করেন।
★তাঁর দেহের সৎকার কে করেন?
উওরঃ--মহাভারতের মোসল পর্ব অনুযায়ী ধনঞ্জয় ।
বীজমন্ত্রে সকলে বলো,
ক্লীং কৃষ্ণায় গোবিন্দায় নমঃ

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20200811062038