• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Sunday, September 20th, 2020

Astro Palmist Numerology Center

দেবী চন্ডীর মন্ত্রে গ্ৰহপীড়া থেকে মুক্ত হউন ২য় পর্ব

দেবী চন্ডীর মন্ত্রে গ্ৰহপীড়া থেকে মুক্ত হউন  ২য়  পর্ব

শুভ রবিবার

রোগ ,শোক, ক্লেশ থেকে মানুষ মুক্ত হোক, মায়ের চরণে এই প্রার্থনায় ব্রত হয়ে, আমি দেবী চন্ডীর কিছু মন্ত্র বলছি ,আপনাদের ভালো লাগবে‌ ২য় পর্ব

বিভিন্ন কামনায় বিভিন্ন মন্ত্র পাঠ করার বিধান আছে,স্নান করে শুদ্ধাসনে বসে ধূপ প্রদীপ জ্বেলে ২৮ বার করে করবেন, যেমন:-

কাত্যায়নী তন্ত্রে আরও কতগুলি মন্ত্র পুটিত করার নির্দেশ আছে

১|| মন্ত্রসিদ্ধি কামনায় ‘ওঁ’ মন্ত্র পুটিত করতে হয়।

২|| সত্বর মন্ত্রসিদ্ধির জন্য আদিতে ওঁ ভূর্ভুবঃস্বঃ এবং অন্তে ‘ওঁ স্বঃ ভুবর্ভূরোম্’ পুটিত করে চণ্ডীপাঠ করতে হয়।

৩|| সমস্ত কার্যসিদ্ধি কামনায় পুটিত করার মন্ত্র:-
ওঁ জাতবেদসে সুনবাম সোমমরাতীযতো নিদহাতি বেদঃ। স নঃ পর্ষদতি দুর্গাণি বিশ্ব নাবেব সিন্ধুং দুরিতাত্যগ্নিঃ

৪|| অপমৃত্যু নিবারণ কামনায় পুটিত করার মন্ত্র -
ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্ উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যোর্মুক্ষীয় মামৃতাৎ।

- এইমন্ত্র চণ্ডীপাঠের আদিতে ও অন্তে একশত আট বার করে জপ করলেও উক্তফললাভ হয়।

অথবা

ওঁ শূলেন পাহি নো দেবি পাহি খড়্গনে চাম্বিকে।
ঘন্টাস্বনেন নঃ পাহি চাপজ্যা নিঃস্বনেন চ।।

এই মন্ত্রে পুটিত চণ্ডীপাঠে অথবা কেবল এইমন্ত্র লক্ষবার বা দশ হাজার বা একহাজার বা একশ বার জপেও উক্তফল পাওয়া যায়।

৬|| শীঘ্র কার্য সিদ্ধি কামনায় বিলোম ক্রমে প্রথমাবৃত্তি অর্থাৎ এয়োদশ অধ্যায় থেকে পাঠ শুরু করে দ্বাদশ একাদশ ক্রমে প্রথম অধ্যায় শেষে পড়তে হবে। দ্বিতীয়াবৃত্তি হবে অনুলোম ক্রমে অর্থাৎ প্রথম থেকে ত্রয়োদশ অধ্যায় পাঠ করতে হবে এবং তৃতীয়াবৃত্তি হবে আবার পূর্ববৎ বিলোম ক্রমে।

৭|| সকল বিপদ দূরীভূত হওয়ার কামনায় - প্রথম ‘দুর্গেস্মৃতা হরসি ভীতিমশেষ জন্তোঃ স্বস্থৈঃস্মৃতা মতিমতীব শুভাং দদাসি’। - এই অর্ধমন্ত্র তারপর ‘যদন্তিকে যচ্চদূরকে’ এই বৈদিকমন্ত্র এবং তারপর ‘দারিদ্র দুঃখ ভয় হারিণি কা তদন্যা সর্বোপকার করণায় সদার্দ্রচিত্তা’। - এই অর্ধমন্ত্রকে এইভাবে একসঙ্গে লক্ষ, অযুত, সহস্র বা শতবার জপ করতে হয়।

৮|| লক্ষ্মী বা সকল ঐশ্বর্যপ্রাপ্তি কামনায় - ওঁ কাং সোস্মিতাং হিরণ্যপ্রাকারামাদ্রাং জ্বলন্তীং তৃপ্তাং তর্পয়ন্তীম্। পদ্মেস্থিতাং পদ্মবর্ণা তামিহোপহ্বয়ে শ্রিয়ম্ ।। শ্রী. সূ. মন্ত্র পুটিত করে পাঠ করতে হয়।

৯|| ঋণনাশ কামনায় - ওঁ অনৃণা অস্মিন্ননৃণা পরস্মিং স্তৃতীয়ে লোকে অনৃণা স্যাম্। যে দেবযানাঃ পিতৃযানাশ্চ লোকাঃ, সর্বান্ পথো অনৃণা অক্ষিয়েম। (অথর্ব ৬ কা. ১২/১১৭/৩)
ওঁ বৈদিক মন্ত্রটি পুটিত করে পাঠ করতে হয়।

১০|| বিদ্যালাভ ও জিহ্বার জড়তা নাশের কামনায় - ওঁ ইত্যুক্তা সা তদা দেবী গম্ভীরান্তঃস্মিতা জগৌ।
দুর্গা ভগবতী ভদ্রা যয়েদ্ং ধার্যতে জগৎ।। ৫/১১৬

এই মন্ত্রটি পুটিত করে পাঠ অথবা স্বতন্ত্র এই মন্ত্রটি লক্ষ বা অযুত বার জপ করলে উক্ত ফললাভ হয়।

১১|| সর্ববিঘ্ন নাশ ও সর্বকামনা প্রাপ্তির জন্য - ‘ওঁ ভগবত্যা কৃতং সর্বং ন কিঞ্চিদবশিষ্যতে।’
- এই মন্ত্রটি ১১২ বার জপ করতে হয়।

১২|| সর্বকামনাসিদ্ধ্যর্থে - কামবীজ ‘ক্লীং’ মন্ত্র পুটিত করে ৪১ (একচল্লিশ) দিন প্রত্যহ তিনবার করে পাঠ করতে হয়।

১৩|| সকলকে বশীকরণ কামনায় - ‘ক্লীং’ মন্ত্র পুটিত করে প্রত্যহ (বারো) বার করে একুশ দিন পাঠ করতে হয়।

১৪|| উচাটনার্থে - ‘হ্রীং ফট্ স্বাহা’ মন্ত্রটি পুটিত করে প্রত্যহ ১৩ (তেরো) বার করে সাতদিন পাঠ করতে হয়।

১৫|| লক্ষ্মীলাভার্থে - ‘শ্রীং’ বীজ পুটিত করে প্রত্যেক দিন ১৫ (পনের) বার করে ঊনপঞ্চাশ দিন পাঠ করতে হয়।

১৬|| বিদ্যালাভার্থে - ‘ঐং’ বীজ পুটিত চণ্ডী শতবার পাঠ করতে হয়।

১৭|| সর্বাভীষ্ট সিদ্ধি কামনায় এবং অবশ্য কর্তব্য হিসাবে পুটিত বা অপুটিত চণ্ডী পাঠে আদিতে অর্থাৎ ‘মার্কণ্ডেয় উবাচ’ বাক্যটির পূর্বে এবং অন্তে অর্থাৎ ‘দেবীমাহাত্ম্যং সমাপ্তং বলার পর নবার্ণমন্ত্র-ওঁ ঐঁ হ্রীঁ ক্লীঁ হ্লীঁ হ্রীঁ ক্লীঁ নমঃ’ অথবা ওঁ ‘ঐঁ হ্রীঁ ক্লীঁ চামুণ্ডায়ৈ বিচ্চে’ - ১০৮ বার করে জপ করতে হবে।

সুপ্রভাত সকল বন্ধুরা
আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??

তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১০০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE

Contact with me :www.apnc.co.in

https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks

UTUBE LINK :
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q

যে কোন শুভ কাজে যেতে কি করবেন:
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20200920171539