• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Friday, November 13th, 2020

Astro Palmist Numerology Center

ধনতেরস ২০২০

ধনতেরস ২০২০

শুভ শুক্রবার

ধনতেরস ২০২০

https://youtu.be/Q8EzQWZFA6A

২০২০ সালের ধনতেরস পড়েছে ১৩ নভেম্বর শুক্রবার। শাস্ত্র অনুযায়ী এই ধনত্রয়োদশীর দিন যদি ঘরে ধনসম্পত্তি কিনে রাখা যায়, তাহলে তা লাভজনক প্রমাণিত হয়। এমন দিনে ধনবন্ত্রী দেবতাকে পুজো করা হয়। অনেকেই এমন দিনে লক্ষ্মী পুজো করে ঘরে পুজোর প্রদীপ সারা রাত জ্বালিয়ে রাখেন।

শাস্ত্র মতে ধনতেরাসের সময় ১৩ নভেম্বর শুক্রবার বিকেল ৪:৪৮ মিনিটে পড়বে। আর তা শেষ হবে ৫:৫৯ মিনিটে।
সোনা, রপা,তামা ,পিতল ও ব্রোঞ্জ কেনার শুভ সময় সকাল ১১.২০-দুপুর ০৩.০৫ পর্যন্ত।

ধনতেরস উপলক্ষে বিশেষ প্রতিবেদন, সকল কে সেয়ার করুন।
ধনতেরস কী?রাশি অনুযায়ী কি ধাতু কিনবেন?

আগামী সপ্তাহেই আলোর রোশনাইয়ে সেজে উঠবে দেশের প্রতিটি কোণ। এদেশের বিভিন্ন জায়গায় দীপাবলী উপলক্ষ্যে আয়োজিত হবে বিশেষ লক্ষ্মীপুজোর। আর সেই পুজোর অঙ্গ হিসাবে পালিত হবে ধনতেরসও। ধনতেরসের দিন বিভিন্ন ধাতুর সামগ্রী কেনবার রীতি এদেশে প্রচলিত। এই ধনতেরস ঘিরে কয়েকটি তথ্য দেখে নেওয়া যাক।

ধনতেরস কবে?
আগামী ১৩ নভেম্বর ২০২০পালিত হতে চলেছে ধনতেরস। শাস্ত্র মতে মনে করা হয়, এমন দিনে সোনা, রূপা কেনাকাটা করলে তা পরিবারে সুখ , শান্তি, সমৃদ্ধি নিয়ে আসে।

ধনতেরসে কেন কেনা হয় মূল্যবান ধাতু?
কথিত রয়েছে, রাজা হিমার পুত্রবধূ তাঁর স্বামীকে বাঁচিয়ে ছিলেন যমরাজের কোপ দৃষ্টি থেকে। যে ঘরে তাঁর স্বামী ছিলেন তার দরজার কাছে সোনা, রূপা, প্রদীপ ইত্যাদি সাজিয়ে রেখে ঘরটিতে উজ্জ্বল করে তোলেন। আর ঘরের উজ্জ্বলতা দেখে ফিরে যান যমরাজ। আর সেই ঘটনা ঘটে ধনতেরসের দিনই। সেই ঘটনা ঘিরেই ধনতেরসের সোনা , রূপা কেনবার প্রচলন রয়েছে।

ধনতেরসের পুজোর সময়
এই বছর ধনতেরসের পুজোর মুহূর্ত হল ১৩ নভেম্বর বিকাল ৪.৪৮ থেকে রাত৫.৫৯ পর্যন্ত। ১ ঘণ্টা ১১ মিনিট ধরে থাকবে এই মুহূর্ত। ত্রয়োদশীর তিথি শুরু হবে ১২নভেম্বর রাত ৯.৩১মিনিট থেকে চলবে ১৩ নভেম্ব বিকাল ৫.৫৯ মিনিট পর্যন্ত।

ধন্বন্তরী-ত্রয়োদশী, সংক্ষেপে ধনতেরাস। কার্তিক মাসের শুক্লপক্ষের এয়োদশী তিথিতে হয় ধনতেরাস ৷ ধনতেরাসের শুভ লগ্নে সমৃদ্ধি কামনায় গৃহস্থ বাড়িতে কেনা হয় মূল্যবান ধাতু ৷ বলা হয় যে, আজকের দিনে মূল্যবান ধাতুর জৌলুসে আকৃষ্ট হয়ে মা লক্ষী স্বয়ং আসেন গৃহস্থের বাড়িতে। আর সমৃদ্ধি লাভের জন্যই ধাতু কেনার প্রচল এই সময় ৷ কিন্তু ধনতেরাস মানেই কী সোনা কিনতে হবে? শাস্ত্রমতে, এই সময় নিজের ক্ষমতা অনুযায়ী, যেকোনও শুদ্ধ ধাতুই কেনাই মঙ্গলজনক ৷

তবে জ্যোতিষ শাস্ত্রমতে, বিভিন্ন রাশির জন্য বিভিন্ন ধাতু কেনা উচিত ৷তবেই ধনতেরাস হয়ে উঠবে মঙ্গলজনক ৷ আসবে সমৃদ্ধি ৷

মেষ রাশি : মেষরাশি পক্ষে এই সময়টা একটু সচেতন থাকা উচিত ৷ অর্থনৈতিক দিক থেকে সমস্যা আসতে পারে ৷ তাই ধনতেরাসে এবার অল্প ওজনের হলেও সোনা কিনুন ৷ কালীপুজোর আগের রাতে, ঠাকুর ঘরে কেনা সোনা রাখুন লক্ষ্মীর সামনে ৷

মিথুন রাশি : মিথুন রাশির পক্ষেও সময়টা শুভ ৷ দেরিতে হলেও, আটকে যাওয়া কাজগুলো হবে ৷ ধন সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৷ ধনতেরাসে অল্প ওজনের সোনা কিনতে পারেন ৷ নইলে কিনুন রুপো ৷

কর্কট রাশি : কর্কট রাশিরা একটু সাবধান থাকুন ৷ অর্থ অপচয় হতে পারে ৷ ধনতেরাসে কিনুন পিতল ৷

সিংহ রাশি : সিংহ রাশিদের জন্য সময়টা মোটামুটি ভালোই যাবে৷ সমৃদ্ধি আনতে হলুদ ধাতু কিনুন ৷ তা সোনা হোক বা পিতল ৷

কন্যা রাশি : কন্যা রাশিদের পক্ষে সময়টা শুভ ৷ তবে চাকরির ক্ষেত্রে সমস্যা আসতে পারে ৷ সৌভাগ্য ধরে রাখতে ধনতেরাসে সোনার কয়েন কিনতে পারেন ৷ সোনার কয়েনটি রাখুন ঠাকুর ঘরে লক্ষ্মী ঠাকুরের পায়ের সামনে ৷

তুলা রাশি : তুলা রাশির মানুষেরা নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার জন্য সময়টা শুভ৷ সৌভাগ্য ধরে রাখতে সোনার বা রুপোর কয়েন কিনুন {

বৃশ্চিক রাশি : বৃশ্চিক রাশিদের পক্ষে বছরের শেষটা একটু ঝামেলায় কাটবে ৷ তবে নতুন বছর থেকে সৌভাগ্য শুরু ৷ ধনেতেরাসে কিনুন, পিতল

ধনু রাশি : নতুন কাজের সুযোগ আসতে পারে ৷ নতুন বাড়ি বা গাড়ি কেনার সুযোগ রয়েছে ৷ ধনতেরাসে কিনুন রুপোর কয়েন ৷

মকর রাশি : মকর রাশির পক্ষে সময়টা সুযোগ ৷ বিবাহ যোগ রয়েছে ৷ সৌভাগ্য ধরে রাখতে ধনতেরাসে কিনুন রুপোর কয়েন ৷ রাখুন ঠাকুর ঘরে লক্ষ্মী ঠাকুরের পায়ের কাছে৷

কুম্ভ রাশি : সময়টা শুভ ৷ বিদেশ সফর হতে পারে ৷ নতুন কাজের সুযোগও আসতে পারে৷ ধনেতেরাসে কিনুন পিতল ৷

মীন রাশি : শরীরের দিকে নজর রাখুন ৷ বছরের শেষে শরীর খারাপ হতে পারে ৷ তবে অন্যান্য দিক থাকবে ঠিক ৷ ধনেতেরাসে কিনুন রুপোর কিছু ৷ রাখুন ঠাকুর ঘরে ৷

ধনতেরসে কেন কেনা হয় মূল্যবান ধাতু?
কথিত রয়েছে, রাজা হিমার পুত্রবধূ তাঁর স্বামীকে বাঁচিয়ে ছিলেন যমরাজের কোপ দৃষ্টি থেকে। যে ঘরে তাঁর স্বামী ছিলেন তার দরজার কাছে সোনা, রূপা, প্রদীপ ইত্যাদি সাজিয়ে রেখে ঘরটিতে উজ্জ্বল করে তোলেন। আর ঘরের উজ্জ্বলতা দেখে ফিরে যান যমরাজ। আর সেই ঘটনা ঘটে ধনতেরসের দিনই। সেই ঘটনা ঘিরেই ধনতেরসের সোনা , রূপা কেনবার প্রচলন রয়েছে।

ব্যবসায় আয় বৃদ্ধি ও সংসারে আয় বৃদ্ধি- স্বচ্ছলতার একটি অপরিহার্য টোটকা-

ধনতেরাসের দিন সন্ধ্যা তে ৪.৪৮-৫.৫৯মিঃ একটি রুপার টাকা ( একদিকে গণেশ-লক্ষ্মী ও একদিকে স্বস্তিক চিহ্ন যেন থাকে), ৯টি হলুদ কড়ি,৯টি গোটা হলুদ ও কিছুটা হলুদ কাপড় কিনুন ,একটা হরিতকি।এবার বাড়ী বা ব্যবসার স্থানে এসে শুদ্ধ বস্ত্রে ,বস্ত্রটি লাল -হলুদ রঙের হলে ভালো,ওই হলুদ কাপড় টির একটি কোনে রুপার টাকা,হলুদ কড়ি ও গোটা হলুদ ও হরিতকি ইত‍্যাদিগুলি একসাথে রেখে বেঁধে দিন। এবার ঐ দ্রব্যগুলি সমেত কাপড়টি বাড়ীর ঘরের অথবা ব্যবসার জায়গার ঈশান কোনে রেখে দিন গোপন ভাবে যেন কারো চোখে না পড়ে। এবার প্রতিদিন সেখানে সন্ধ্যায় ধূপ প্রদীপ দেখিয়ে নিচের বীজমন্ত্র দুটি১৮ বার করে করবেন।এটি একটি গুপ্ত ও খুবই ফলদায়ী ক্রিয়া এটি করার কিছুদিনের মধ্যে ব্যবসায়ে আয় বৃদ্ধি ও সংসারে অর্থ বৃদ্ধি ও সমৃদ্ধি ঘটবে।

ঔঁ গাং গনেশায় নমঃ
ঔঁ শ্রীং লক্ষী দেবৈই নমঃ
লাং ইন্দ্রায় নমঃ
ইং কুবেরায় নমঃ

প্রিয় বন্ধুরা আমার প্রতিদিনের পোস্ট পড়তে যাদের ভাল লাগছে তারা প্লিজ আমাদের ফেসবুক পেজ ASTRO PLAMIST NEUMEROLOGY CENTER ,type @astropalmist1 এবং আমাদের website :www.apnc.co.inলাইক করতে এবং অন্যদেরও শেয়ার করতে ভুলবেন না যেন যাতে তারাও পড়ার সুযোগ পান এবং আপনার মত উপকৃত হন। আমি আরও ভালো কিছু লেখা পোস্ট করার অনুপ্রেরণা পাব। কিন্তু দয়া করে কেউ কপি করে এডিট করে নিজের page/group/website /timeline পোস্ট করে নিজেকে ছোট করবেন না।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20201113204231