• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Tuesday, March 2nd, 2021

Astro Palmist Numerology Center

বাস্তুতন্ত্রের অপরিহার্য কয়েকটি দিক

বাস্তুতন্ত্রের অপরিহার্য কয়েকটি দিক

. সুপ্রভাত
বাস্তূ ৩য় অংশ
ঘরের উত্তর দিকের দেওয়ালে বাস্তু মতে নীল রঙ করুন৷ লাল বা কমলা রঙের শেড ওই দিকের দেওয়াল থেকে এড়িয়ে চলাই ভালো৷ উত্তর দিকে বাথরুম বা রান্নাঘরও করা উচিত নয় বাস্তু মতে৷ এমন কি ডাস্টবিন, ওয়াসিং মেশিন মিক্সিও রাখবেন না ঘরের উত্তরে৷ আপনার ঘরের উত্তর দিকে রান্নাঘর হলে সেই দিক আগুনের ইঙ্গিত দেয় যা আপনার উন্নতিতে ক্ষতিকর হতে পারে৷

২. ঘরের উত্তর দিকে একটি সবুজ টবে মানি প্ল্যান্ট গাছ রাখতে পারেন৷ অথবা একটি প্রশস্ত সবুজ মাঠের ছবি লাগাতে পারেন ওই দিকের দেওয়ালে৷ এতে আপনার কর্মক্ষেত্রে ও আর্থিক অবস্থার উন্নতি হবে৷

৩. ঘরের প্রবেশপথকে প্রশস্ত করুন৷ ঘরে ঢোকার পথে কোনও বাধা যেন না থাকে৷ বাড়িতে প্রবেশ পথে কোনও ঢাল থাকলে তা আপনার জীবনে বাধা দেবে৷ আপনার বাড়ির প্রবেশপথ হওয়া উচিত উত্তর দিকে৷ বাস্তু মতে এই দিকে বাড়িতে ঢোকার প্রবেশ পথ হলে আপনর আর্থিক উন্নতির সহায়ক হবে এটি৷

৪. আপনার রান্নাঘরের অবস্থান বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে হলে ভালো হয়৷ রান্নাঘরের দেওয়ালে লাল, গোলাপি বা কমলার কোনও শেড দিতে পারেন৷ এবং বাড়ির উত্তর দিকে রাখুন পড়ার টেবিল, বসার সোফা এইসব৷ এতে আপনার সংসারে অর্থ লাভ হবে৷

আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??

তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১০০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE

Contact with me :www.apnc.co.in

https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks

UTUBE LINK :
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q

যে কোন শুভ কাজে যেতে কি করবেন:
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q

৫. বাড়ির পশ্চিমে রঙ হওয়া উচিত সাদা বা হলুদ৷ পশ্চিম দিক পৃথিবীর ইঙ্গিতবাহী৷ তাই পশ্চিমে রাখুন গোলাকৃতির কোনও বস্তু৷ দক্ষিণ পশ্চিম দিক হল সঞ্চয়ের দিক৷ তাই ঘরের এই দিকটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন৷



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20210302065339