• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Friday, May 14th, 2021

Astro Palmist Numerology Center

আজকের বিষয় শুভ অক্ষয় তৃতীয়া ও জোতিষ

আজকের বিষয় শুভ অক্ষয় তৃতীয়া ও জোতিষ

সুপ্রভাত
আমার অসুস্থতার কারণে আমাদের দৈনিক প্রতিবেদনে বিলম্ব হচ্ছে।

https://youtu.be/Ilo35FMf71c
ভিডিও টি দেখুন ভালো লাগলে সকলের মঙ্গলের জন্য শেয়ার করুন।প্রতিবেদন টি কেউ কপি করবেন না।
*****আজকের বিষয় শুভ অক্ষয় তৃতীয়া ও জোতিষ
হয়।
আজ ১৪ই মে শুক্রবার, শুভ অক্ষয় তৃতীয়া মহোৎসব।

জানা প্রয়োজন অক্ষয় তৃতীয়া কি, অক্ষয় তৃতীয়া শুভ কেন এবং কেন তা গুরুত্বপূর্ণ---

অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাসানুসারে এই পবিত্র তিথিতে কোন শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। যদি ভালো কাজ করা হয় তার জন্যে আমাদের লাভ হয় অক্ষয় পূণ্য আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ। আর এদিন পূজা, জপ, ধ্যান, দান, অপরের মনে আনন্দ দেয়ার মত কাজ করা উচিত। যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় থাকে তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে। এদিনটা ভালোভাবে কাটানোর অর্থ সাধনজগতের অনেকটা পথ একদিনে চলে ফেলা। এবারের অক্ষয়তৃতীয়া সবার ভালো কাটুক-এই কামনায় করি।এদিন যেসকল তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল।

১) এদিনই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভুত হন পৃথিবীতে।

২) এদিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্ত্যে নিয়ে এসেছিলেন।

৩) এদিনই গণপতি গনেশ বেদব্যাসের মুখনিঃসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন।

৪) এদিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে।

৫) এদিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়।

৬) এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাঁকে অতুল ঐশ্বর্য প্রদান করেন।
এদিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব-লক্ষ্মীর পূজা করা হয়।

৭) এদিনই ভক্তরাজ সুদামা শ্রী কৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তাঁর থেকে সামান্য চালভাজা নিয়ে শ্রী কৃষ্ণ তাঁর সকল দুঃখ মোচন করেন।

৮) এদিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং সখী কৃষ্ণাকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ। শরনাগতের পরিত্রাতা রূপে এদিন শ্রী কৃষ্ণা দ্রৌপদীকে রক্ষা করেন।

৯) এদিনে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে রথ নির্মাণ শুরু হয়।

১০) কেদার বদরী গঙ্গোত্রী যমুনত্রীর যে মন্দির ছয়মাস বন্ধ থাকে এইদিনেই তার দ্বার উদঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয়দীপ যা ছয়মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল।

******অক্ষয় তৃতীয়ার শুভ ক্ষন*******
৩০ শে বৈশাখ,১৪ই মে ২০২১, শুক্রবার, মৃগশিরা নক্ষত্র, পূজার শুভ সময় সকাল ৭.৩৫-১১.৫৬ মিঃ পর্যন্ত।

***** শুভক্ষণেকি করবেন*****

আজ থেকে শুভ অক্ষয় তৃতীয়ার শুভক্ষণ শুরু হয়েছে। অক্ষয় তৃতীয়ায় যা কিছু ধনসম্পত্তি বৃদ্ধি করার জন্য যা করণীয় সেগুলো করলে সারা বৎসর ওই বিষয় সম্পত্তি অর্থ মান যশ এগুলো অক্ষুণ্ন থাকে এবার আসি এই শুভ অক্ষয় তৃতীয়ায় কি করবেন গঙ্গা স্নান করতে পারেন 5 ফুল দিয়ে গঙ্গা দেবীকে পুজো করতে পারেন, বাড়িতে এসে লাল বস্ত্র পরে লক্ষ্মী গণেশের পুজো করতে পারেন লক্ষ্মী গণেশ এর সামনে নতুন ঘট প্রতিষ্ঠা করে সুগন্ধি ধূপ জ্বেলে লক্ষ্মী গণেশের আরাধনা করলে সঙ্গে অবশ্যই কুবের ও ইন্দ্রের আরাধনা করবে যদি সম্ভব হয় তাহলে শ্রী যন্ত্র ব্যবহার করবেন দেখবেন আপনার ঘরে ধনধান্যে পরিপূর্ণ হয়েছে
এই বীজমন্ত্র গুলি করবেন

১)শ্রীং লক্ষী দেবৈই নমঃ ১০ বার।
২)লাং ইন্দ্রায় নমঃ ১০ বার।
৩)ইং কুবেরায় নমঃ ১০ বার।
৪) গাং গনশায় নমঃ ১৮ বার।
৫)ঔঁ নমঃ নারায়নঃ শ্রীবিষ্ণবে নমঃ ১০ বার।

আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??

তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১০০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE

Contact with me :www.apnc.co.in

https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks

UTUBE LINK :
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q

যে কোন শুভ কাজে যেতে কি করবেন:
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20210514171541