• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Saturday, June 12th, 2021

Astro Palmist Numerology Center

ফলহারিনী অমাবস্যা

ফলহারিনী অমাবস্যা

শুভ অপরান্থ
ফলহারিনী অমাবস‍্যা।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে—

অমাবস্যা তিথি আরম্ভ–

বাংলা- ২৫ জ্যৈষ্ঠ, বুধবার।

ইংরেজি– ৯ জুন, বুধবার।

সময়– দুপুর ২টো।

অমাবস্যা তিথি শেষ–

বাংলা– ২৬ জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার।

ইংরেজি– ১০ জুন, বৃহস্পতিবার।

সময়– বিকেল ৪টে ২৩ মিনিট

অমাবস্যার তিথিতেই মা কালীর পূজার বিধান। মা কালীকে সচ্চিদানন্দ ব্রহ্মরূপা নির্গুণা বলা হয়েছে । ষোড়োশী রূপে রয়েছে পূরন্তা, প্রজ্ঞা, সৌন্দর্য। সাধারণত মা ষোড়শীর পূজার বিধান পূর্ণিমা রাত্রে। কিন্তু ঠাকুর ফলহারিনী অমাবস্যা তিথিতে রাত্রে ষোড়শী পূজা করলেন। কেন? বেদে রাত্রিসূক্তে রাত্রিকে জ্যোতি স্বরূপ বলা হয়েছে। রাত্রি বলতে শুধু অন্ধকারকে বোঝায় না । এক নিত্য জ্যোতি রাত্রে বিরাজমান কিন্তু তা অনভিব্যক্তরূপে থাকে। এই জ্যোতির বিনাশ নেই। দেবী কালীর মধ্যে এই জ্যোতি অনভিব্যক্তরূপে থাকে।

“কৃষ্ণস্তু ভগবান স্বয়ম্” বলে ঘোষোনা করা হয়েছে শ্রীমদ্ভাগবতে। তেমনি ত্রিপুরাসুন্দরী দেবীকেও বলা হয়- “কদাচিৎ আদ্যা ললিতা পুংরূপা কৃষ্ণবিগ্রহঃ।” সেই দেবী ললিতা কৃষ্ণ বিগ্রহের মতোই পূর্ণ বিকাশের প্রতীক। ত্রিপুরাসুন্দরী দেবীর দ্বার দেশে রতি ও কামদেবের পূজা করা হয়। দেবী এই স্থূল কাম ভোগের ঊর্ধ্বে বিরাজ করেন ।

১২৮০ সালের ১৩ই জৈষ্ঠ্য ফলহারিনী কালী- পূজার দিন ঠাকুর শ্রীশ্রীমাকে সাক্ষাৎ ষোড়শী জ্ঞানে পূজা করেন। যেভাবে সমাধিস্থ হইয়া মা সেই মহাপূজা গ্রহণ করিয়াছিলেন তাহা হইতেই তিনি যে কত বড় মহাশক্তির আধার কিছুটা অনুমান করা যাইতে পারে। ঘটনা এইরূপঃ

ঠাকুর অন্তরের এক অপূর্ব প্রেরনায় চালিত হইয়া নিজের ঘরে জগন্মাতার বিশেষ পূজা করিতে মনস্থ করিলেন । ভাগিনেয় হৃদয় ও দীনু পূজারীর সাহায্যে দেবীর রহস্যপূজার সর্বাঙ্গসুন্দর আয়োজন করিতে করিতে রাত্রি নয়টা বাজিয়া গেল। শ্রীশ্রীমাকে পূজাকালে উপস্থিত থাকিতে ঠাকুর পূর্বেই বলিয়া রাখিয়াছিলেন। এই সময় তিনি আসিয়া উপস্থিত হইলেন ও ঠাকুর পূজায় বসিলেন

পূজার পূর্বকৃত্যসকল দর্শন করিতে করিতে মা অর্ধবাহ্যদশা প্রাপ্ত হইলেন; এবং ঠাকুরের ইঙ্গিতে , পূর্বমুখে উপবিষ্ট পূজকের দক্ষিণভাগে আলিম্পনভূষিত পীঠে উত্তরাস্য হইয়া উপবেশন করিলেন । সম্মুখস্থ কলসের মন্ত্রপূত বারি দ্বারা ঠাকুর বারংবার শ্রীশ্রীমাকে যথাবিধানে অভিষিক্তা করিলেন। অনন্তর মন্ত্র শ্রবন করাইয়া তিনি এখন প্রার্থনামন্ত্র উচ্চারণ করিলেন,-“হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতঃ ত্রিপুরাসুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত কর; ইঁহার( শ্রীমায়ের) শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন কর!”

অতঃপর শ্রী শ্রীমার অঙ্গে মন্ত্রসকলের যথাবিধানে ন্যাস পূর্বক ঠাকুর সাক্ষাৎ দেবীজ্ঞানে তাঁহাকে পূজা করিলেন এবং ভোগ নিবেদন করিয়া নিবেদিত বস্তুসকলের কিয়দংশ স্বহস্তে তাঁহার মুখে প্রদান করিলেন। বাহ্যজ্ঞান তিরোহিত হইয়া শ্রীশ্রীমা সমাধিস্থা হইলেন। ঠাকুরও অর্ধবাহ্যদশায় মন্ত্রোচ্চারণ করিতে করিতে সম্পূর্ণ সমাধিমগ্ন হইলেন। সমাধিস্থ পূজক সমাধিস্থা দেবীর সহিত আত্মস্বরূপে পূর্ণভাবে মিলিত ও একীভূত হইলেন।

পূর্বপূর্ব সাধনকালে ব্যবহৃত বস্ত্র, আভরণ ও রুদ্রাক্ষের মালাদি সমূদয় দ্রব্য, সেই সকল সাধনার ফল এবং নিজেকে দেবী পাদপদ্মে সমর্পণ করিলেন ।

আজ থেকে একশ সাতচল্লিশ বছর আগে ( 1872 --- 5 জুন ) পৃথিবীর বুকে একটি মহাঘটনা ঘটে গেছে , সকলের অলক্ষে, নীরবে , নিভৃতে ।
সারদাদেবীকে দেবীজ্ঞানে শ্রীরামকৃষ্ণের পূজা । ঘটনাটি একটি মহাঘটনা !

✿ ঘটনাটির তাৎপর্য ----------------
নারীর নীরব সেবা পেতে অভ্যস্ত পুরুষ মনে করত এটা তার অধিকার , এটা তার প্রাপ্য । নারী যেন পুরুষের ক্রীতদাসী -- সে জননী ই হোক , জায়াই হোক , ভগিনী হোক অথবা কন্যাই হোক । নারীর মধ্যে এটা মেনে নেওয়ার প্রবণতা যেন মজ্জাগত ।
সভ্যতার যত অগ্রগতি হয়েছে ততই যেন নারীর মর্যাদাকে ভূলুণ্ঠিত করবার প্রবণতা ও প্রয়াস বৃদ্ধি পেয়েছে ।
শ্রীরামকৃষ্ণ যখন সারদাদেবীকে পূজা করলেন তখন মানুষের মানবিক ও আধ্যাত্মিক মানের ক্রমাগত অবনয়ন হচ্ছিল । শ্রীরামকৃষ্ণ নারীর প্রতি চুড়ান্ত অবিচার ও চরম অসম্মানের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন , তাঁর সহধর্মিণীকে দেবীজ্ঞানে পূজা করে ।
শ্রীরামকৃষ্ণ ভবতারিণীর পূজা করতেন ভাবের ঘোরে মন্ত্র অনুষ্ঠান করে নয় । কিন্তু তিনি সারদাদেবীর পূজা করলেন সমস্ত মন্ত্র এবং অনুষ্ঠান করে নিখঁুতভাবে ।
পুঁথিতে অক্ষয় কুমার সেন লিখেছেন :

" যেন পূজা শ্রীশ্রীমার , পরম চরম সার
পরিণাম সকলের শেষ। "

সারদানন্দ লিখলেন : " মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীর দেহাবলম্বনে ঈশ্বরীয় উপাসনাপূর্বক ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হইল । "

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20210612071629