• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Thursday, June 17th, 2021

Astro Palmist Numerology Center

জোতিষ শ্রাস্ত্রে ভগবান গনেশের ভূমিকা

জোতিষ শ্রাস্ত্রে ভগবান গনেশের ভূমিকা

শুভ বৃহস্পতিবার
https://youtu.be/QVufPlaudms
গণেশের দ্বাদশ নামাক্ষর জপে দূর হবে বাধা-বিপত্তি
গণেশের আর এক নাম একদন্ত। এটি ব্রহ্মের একরূপতার প্রতীক।
গণেশের আর এক নাম একদন্ত। এটি ব্রহ্মের একরূপতার প্রতীক।
গণেশের দ্বাদশ নামাক্ষর জপে দূর হবে বাধা-বিপত্তি

সুমুখ, একদন্ত, কপিল, গজকর্ণ, লম্বোদর, বিকট, বিঘ্ননাশক, বিনায়ক, ধূম্রকেতু, গণাধ্যক্ষ, ভালচন্দন
শুক্লা পক্ষের চতুর্থীতে গণেশের পুজো করলে ব্যক্তির জীবনের বাধা-বিঘ্ন দূর হয়। গণেশের শ্রেষ্ঠ মন্ত্রে দ্বাদশনামাক্ষরের চর্চা সবচেয়ে বেশি হয়, তা হল—

সুমুখশ্চৈকন্দতশ্চ কপিলো গজকর্ণক:। লম্বোদরশ্চ বিকটো বিঘ্ননাশো বিনায়ক:।ধূমকেতুর্গণাধ্যক্ষো ভালচন্দ্রো গজানন:। দ্বাদশৈতানি নামানি য: পঠেচ্ছৃণুযাদপি।বিধ্যাংরভে বিবাহে চ প্রবেশ নির্গম তথা। সংগ্রামে সংকটে চৈব বিঘ্নস্তস্য ন জায়তে।।

অর্থাৎ, সুমুখ, একদন্ত, কপিল, গজকর্ণ, লম্বোদর, বিকট, বিঘ্ননাশক, বিনায়ক, ধূম্রকেতু, গণাধ্যক্ষ, ভালচন্দ্র তথা গজানন। যাঁরা বিদ্যা শুরুর পূর্বে, বিবাহ, গৃহ প্রবেশ, সংগ্রাম বা সংকটের সময় গণেশের এই ১২টি নাম জপ বা পাঠ করেন, তাঁদের জীবনে কোনও ধরণের বিঘ্ন আসে না। গণেশের এই ১২টি নামের সংক্ষিপ্ত গুরুত্ব হল—

সুমুখ- গণেশের মুখে কোটি কোটি সূর্যের তেজ ও চন্দ্রের সম্পূর্ণ কলা বিদ্যমান। তাই তাঁর মুখের শোভার মূর্তিমান নাম সুমুখ।

একদন্ত- একাধিক পৌরাণিক কাহিনী রয়েছে এই নামের পিছনে। যার মধ্যে অন্যতম হল পরশুরামের সঙ্গে সংঘর্ষের কাহিনী। পরশুরাম নিজের পরশুর প্রহারে তাঁর একটি দাঁতের বিচ্ছেদ ঘটান। এর ফলে তাঁর নাম হয় একদন্ত। এটি ব্রহ্মের একরূপতার প্রতীক।

কপিল- কপিলা গোরুর একটি রঙের প্রতীক এটি। গোরুর মধ্যে ৩৩ কোটি দেবী-দেবতাদের বাস। শাস্ত্র মতে, তাঁর এই নামের উচ্চারণ করলে সমস্ত দেব-দেবীর স্তূতি হয়।

গজকর্ণ- অর্থাৎ যাঁর কান হাতির কনের মতো। এর তাৎপর্য অতি ধীর গম্ভীর ও সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন, সবার কথা শোনেন যিনি। গণেশের পুজো করলে ব্যক্তির মধ্যে এই গুণের সঞ্চার হয়।

লম্বোদর- গণেশের পঞ্চম নাম লম্বোদর। যাঁর অর্থ, অন্যের বলা কটূ কথা নিজের মধ্যেই সমাহিত করতে পারেন যিনি, তা সার্বজনিক করেন না। না-হলে ব্যক্তি উপহাসের পাত্র হয়ে উঠতে পারে।

বিকট- এর অর্থ ভয়ঙ্কর। এই নাম থেকে এই শিক্ষাগ্রহণ করা যায় যে, দুষ্ট প্রবৃত্তির ব্যক্তির সঙ্গে তেমনই ব্যবহার করা উচিত। গণেশ নিজের ভক্তদের বরদান ও দুষ্টদের দণ্ড দেন।

বিঘ্ননাশক- নিজের ভক্তদের জীবনের সমস্ত বাধা এবং বিঘ্নের নাশ করেন।

বিনায়ক- অর্থাৎ সমস্ত নায়কদের অধিপতি। বিনায়কের আশীর্বাদে ব্যক্তি সমাজের সর্বোচ্চ পদে অধিষ্ঠীত হন। শিব গণেশের এই নামকরণ করার সময় বলেছিলেন, হে পাবতী! এই কুমার আমার মতো নায়ক ছাড়াই পুত্র রূপে উৎপন্ন হয়েছে, অতএব এর নাম বিনায়কই সংসারে বিখ্যাত হবে।

ধূম্রকেতু- এই নামের অর্থ সাফল্যের ধ্বজাধারী। গণেশের ধূম্রকেতু নামের স্মরণ মাত্রের ফলে ব্যক্তি নিজের সাফল্যের শিখড়ে পৌঁছয়।

গনেশ মন্ত্রে সমস্যা থেকে মুক্তি লাভ...
* ধ্যান মন্ত্র -
ওঁ ধ্যায়েন্নিত্যং গনপতিং বিদ্যুদ্বর্ণং গজাননং ।
শ্বেতাম্বরং সিতাব্জস্থং স্বর্ণমুকুট শোভিতম্ ।।
শ্বেতমূষিক পৃষ্ঠন্যস্তবামচরনং সিদ্ধিদং ।
বামজান্বারোপিতদক্ষিনপদং চতুর্ভুজম্ ।।

অর্থাৎ যিনি বিদ্যুবর্ণ, গজানন, শ্বেতবস্ত্র পরিহিত, শ্বেতপদ্মে অবস্থিত, মাথায় স্বর্ণমুকুট শোভাস্থিত, যাহার বামচরন শ্বেতমূষিকের পৃষ্ঠে রাখা এবং বাম পা হাটুর ওপর অবস্থিত । যিনি সিদ্ধিদাতা ও চতুর্ভুজ , বাম দিকের দুই হাতে শঙ্খ ও চক্র, ডান দুই হাতে পুস্তক ও লেখনী ধারনকারী সেই সিদ্ধিদাতা শ্রীগনেশকে আরাধনা করি ।

* প্রনাম মন্ত্র -
ওঁ সর্ব্ববিঘ্ন বিনাশয় সর্ব্বকল্যান হেতবে ।
পার্ব্বতী প্রিয় পুত্রায় গনেশায় নমো নমঃ ।।

প্রনাম ২:
একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম।
বিঘ্নবিনাশকং দেবং হেরম্বং পনমাম্যহম।।
অর্থাৎ, “যিনি একদন্ত, মহাকায়, লম্বোদর, গজানন এবং বিঘ্ননাশকারী সেই হেরম্বদেবকে আমি প্রণাম করি।”
এছাড়াও ভগবান শ্রীগনেশের ভিন্ন ভিন্ন ক্ষেত্রে শুভ ও দ্রুত ফল প্রদানকারী মন্ত্র নিচে দেওয়া হল, সাধ্যমতে শুদ্ধচারে জপ করলে অবশ্যই মনমতো ফল পাওয়া যায় ।

১. বিদ্যায় সফলতার জন্য - ওঁ গং গনপতেয় নমঃ
প্রতিদিন ২৮ বার করে জপ করতে হবে।
২. তন্ত্র- মন্ত্রের বিপরীত ক্রিয়া থেকে মুক্তি লাভের জন্য- ওঁ হস্থিপিশাচিনিখে স্বাহাঃ ।
(এই মন্ত্র চলাফেরার সময় বা বসে জপ করা যেতে পারে। এঁটো মুখে জপ করলে বেশি তাড়াতাড়ি কাজ দেয় ।
৩. আর্থিক উন্নতির জন্য - ওঁ বক্রতুন্ডায় হুং ।
(প্রতিদিন ১০৮ বার করে জপ )
৪. ঋনমুক্তির জন্য - ওঁ গনেশ ঋনং ছিন্দিং বরেন্যং হুং ফট্ নমঃ ।
( প্রতিদিন ধুপ জ্বেলে ১০৮ বার করে জপ )
৫. সর্ব্ব বশীকরনের জন্য- " ওঁ শ্রীং হ্রীং ক্লীং গং গনপতয়ে বর বরদ সর্ব্বজনং মে বশ মানায় স্বাহা "
(প্রতিদিন ১০৮ বার করে জপ )

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE
Contact with me :www.apnc.co.in
https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20210617201617