• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Friday, April 29th, 2022

Astro Palmist Numerology Center

**** গয়ায় পিন্ড দানে আত্মার শান্তি ও মুক্তি****

**** গয়ায় পিন্ড দানে আত্মার শান্তি ও মুক্তি****

নিজের পুত্র ও পরিজনদের কাছ থেকে অন্ন-জলের প্রত্যাশায় গয়ায় ফল্গু নদীর তীরে উপস্থিত হন পূর্বপুরুষরা। রামায়ণের সময় থেকেই শ্রাদ্ধ ও পিণ্ডদানের জন্য গয়াকে সর্বশ্রেষ্ঠ ক্ষেত্র মনে করা হয়। মনে করা হয় গয়ায় যে কোনও সময় পিণ্ডদান করা যায়। এখানে কোনও কালই নিষিদ্ধ নয়। এমনকি অধিকমাস, জন্মদিন, বৃহস্পতি ও শুক্র অস্ত হলে, বৃহস্পতি সিংহ রাশিতে থাকলেও গয়ায় পিণ্ডদান করা যায়।

তবে গয়ায় পিণ্ডদানের ক্ষেত্রে সেই ৬টি মাসের বিশেষ গুরুত্ব রয়েছে, যখন সূর্য মেষ, কন্যা, ধনু, মকর, কুম্ভ ও মীন রাশিতে থাকে অথাৎ বৈশাখ মাস, ,আশ্বিন, পৌষ,মাঘ,ও ফ্লাগ মাস এই সময় ত্রিলোকে বসবাসকারীদের জন্য পিণ্ডদানের অধিক গুরুত্ব থাকে। প্রতিবছর ভাদ্র পূর্ণিমা থেকে আশ্বিন অমাবস্যা পর্যন্ত পিতৃপক্ষ হয়। পিতৃপক্ষের সম্পূর্ণ অনুষ্ঠানের জন্য গয়া প্রসিদ্ধ।

মৃত্যুর পর থেকে জন্মের আগে পর্যন্ত মানুষের তরণ-তারণ যে তিনটি কর্মের মাধ্যমে হয়, সেগুলি হল শ্রাদ্ধ, পিণ্ডদান ও তর্পণ। ভারতের নানান তীর্থস্থান ও নদী তীরে পিণ্ডদান করা হলেও শাস্ত্র মতে, গয়াই পিণ্ডদানের জন্য সর্বশ্রেষ্ঠ স্থান।

গরুড় পুরাণে বর্ণিত আছে যে, পৃথিবীর সমস্ত তীর্থের মধ্যে গয়া সর্বোত্তম। আবার বায়ু পুরাণ মতে গয়ায় এমন কোনও স্থান নেই যা তীর্থ নয়। মৎস্য পুরাণে গয়াকে পিতৃতীর্থ বলা হয়। গয়ায় যেখানে যেখানে পূর্বপুরুষদের স্মৃতিতে পিণ্ড অর্পণ করা হয়, তাকে পিণ্ডবেদী বলা হয়ে থাকে। প্রচলিত আছে যে, প্রথমে গয়া শ্রাদ্ধে ৩৬৫টি পিণ্ডবেদী ছিল। তবে বর্তমানে এর সংখ্যা দাঁড়িয়েছে ৫০-এ। এর মধ্যে শ্রী বিষ্ণুপদ, ফল্গু নদী ও অক্ষয়বটকে বিশেষ মনে করা হয়। গয়া তীর্থের মোট পরিমাপ ৫ ক্রোশ বা প্রায় ১৬ কিলোমিটার। এই পরিসীমার মধ্যেই গয়ার পিণ্ডবেদী বিরাজমান। গয়ায় শ্রাদ্ধ করলে সমস্ত মহাপাতক নষ্ট হয়ে যায়। গয়ায় শ্রাদ্ধের ফলে ১০১ কুল ও সাত প্রজন্ম তৃপ্ত হয়। তাই শ্রাত্র মতে প্রত্যেক ছেলে মেয়েদের উচিত মা বাবা ও গুরুজনদের ছাড়া ও বন্ধু বান্ধব, ও সকল জীবের মুক্তি র জন্য অবশ্যই গয়ায় পিন্ড দান করা উচিত।

অন্য দিকে নানান পুরাণে উল্লিখিত আছে যে, গয়ায় এলেই ব্যক্তি পিতৃঋণ থেকে মুক্ত হয়ে যায়। গরুড় পুরাণ অনুযায়ী পিতৃপক্ষের দিনে সমস্ত জ্ঞাত-অজ্ঞাত পূর্বপুরুষ নিজ নিজ পরিজন, বিশেষত পুত্রের কাছ থেকে অন্ন-জলের প্রত্যাশায় ফল্গুর তীরে এসে উপস্থিত হন এবং আপনজনদের আশীর্বাদ দেন। দেবতারাও গয়ায় পিণ্ডদান করেছেন। এখানেই দশরথের পিণ্ডদান করেন রাম।

শ্রীমদ্দেবী ভাগবত অনুযায়ী তিন প্রকারে পুত্রের পুত্রতা সিদ্ধ হয়- জীবন্ত অবস্থায় বাবার আজ্ঞা পালন, মৃত্যুর পর তাঁর শ্রাদ্ধে প্রচুর ভোজন করানো ও গয়ায় পিণ্ডজান করা। ব্যক্তি যেখানেই শ্রাদ্ধ করুক না-কেন, তাঁদের সংকল্প হয়-‘গয়ায়াং দত্তমক্ষয়্যমস্তু’ অর্থাৎ, এটি গয়ায় দেওয়া হয়েছে বলে মনে করুন। নানান অর্থে গয়াকে মধ্য ক্ষেত্রের মহাধাম বলা হয়েছে, অর্থাৎ যা চার দিকের ধামের কেন্দ্রে শোভা পায়।

গয়ায় পিতৃকর্ম করলে পূর্বপুরুষদের অক্ষয় তৃপ্তি লাভ হয়।

ওঁ দেবতাভ্যঃ পিতৃভ্যশ্চ মহাদোগিভ্য এব চ। নমঃ স্বধায়ৈ স্বাহায়ৈ নিত্যমেব তবস্থিতি” এই মন্ত্র তিনবার পাঠ করিবে । “ওঁ বাজে বাজেইবত বাজিনো নো ধনেষু বিপ্রা অমৃতা ঋতজ্ঞাঃ । অস্ত মধ্বঃ পিবত মাদয়ধ্বং তৃপ্ত যাত পথিভিদেবযানৈঃ ” এই মন্ত্র পড়িয়া তিনগাছি কুশদ্বারা ব্রাহ্মণস্থ পিতৃপুরুষগণকে বিসর্জন করিয়া উপবীতী হইয়া, ঐ মন্ত্রে ব্রাহ্মণস্থ দেবগণকে বিসর্জন করিবে, “ওঁ আ মা বাজস্য প্রসবো জগম্যাদিমে দ্যাবাপৃথিবী বিশ্বরূপে। আ মা গস্তং পিতরা মাতর যুবমা মা সোমোহনৃতত্বায় গম্যাৎ,” এই মন্ত্রে দক্ষিণাবর্তক্রমে জলধারা দ্বারা ব্রাহ্মণ বেষ্টন করিয়া প্রণাম করিবে । "এতে গন্ধপুষ্পে ওঁ জলনারায়ণায় নমঃ’ বলিয়া জলে একটি গন্ধপুষ্প দিয়া “ওঁ যেষাং শ্রাদ্ধং কৃতমিদং তেষামক্ষয়ায়ৈ তৃপ্তয়ে ত্বয়ি জলে পাত্ৰীয়ান্নাদিকং সমপিতম্” এই মন্ত্র পাঠ করিয়া পিতা ও মাতামহপাত্রের কিঞ্চিৎ কিঞ্চিৎ অন্ন জলে দিবে। এবং “ওঁ যয়োঃ শ্ৰাদ্ধং কৃতমিদং তয়োরক্ষয়ায়ৈ তৃপ্তয়ে ত্বয়ি জলে পাত্ৰীয়ান্নাদিকং সমৰ্পিতম্” এই মন্ত্র পড়িয়া দৈবপাত্রের কিঞ্চিৎ অন্ন জলে দিবে। পিণ্ডসকল তুলিয়া স্বত্র ফেলিয়া পরিষ্কার করিয়া গরু ছাগ বা ব্রাহ্মণকে দিবে অথবা অগ্নি কিম্বা জলে নিক্ষেপ করিবে । পরে শান্তি আশীৰ্ব্বাদ করিবে —যথ উপবীতী হইয়া পুষ্পের সহিত জল নিয়া, ব্রাহ্মণগুলির গ্রস্থি খুলিয়া “ওঁ মহাবামদেব্য ঋষিৰ্বিরাড, গায়ন্ত্রীচ্ছন্দ ইন্দ্রো দেবতা শান্তিকৰ্ম্মণি জপে বিনিয়োগঃ ! ওঁ কয় নশ্চিত্র আ ভুবদূতী সদাৰ্বংঃ সখা । কয়া শচিষ্ঠয়া বৃতা। ওঁ কত্ত্বা সত্যো মদীনাং মংহিষ্ঠো মৎসদগ্ধসঃ । দৃঢ়া চিদারুজে বসু। ওঁ অভীষুণ সখীনামবিতা জরিত,ণাং। শতং ভবাস্থ্যতয়ে,” এই মন্ত্র তিনবার পাঠ করিয়া “ওঁ স্বস্তি ন ইন্দ্রো ইত্যাদি ওঁ স্বস্তি, ওঁ স্বস্তি, ওঁ স্বস্তি," এই মন্ত্র তিনবার পাড়য়া পুরোহিত মাথায় জলের প্রেক্ষিণ দিয়া আশীৰ্ব্বাদ করিবেন । অচ্ছিদ্রাবধারণ যথা—দক্ষিণহস্তদ্বারাপ্রদীপ আচ্ছাদন করিয়া, হস্তদ্বয় প্রক্ষালনপূৰ্ব্বক আচমন করিয়া জল হাতে লইয়া “কৃতৈতৎ পাৰ্ব্বণবিধিক শ্রাদ্ধ কৰ্ম্মাচ্ছিদ্রমস্ত” বলিয়া জল ত্যাগ করিবে । পরে বৈগুণ্যসমাধান, যথা—বিষ্ণুরোম্ তৎসদদ্য অমুকে মাসি অমুকে পক্ষে অমুকতিথেী অমুকগোত্ৰঃ শ্ৰীঅমুকদেবশৰ্মা কৃতৈভৎ পাৰ্ব্বণবিধিক শ্রাদ্ধকৰ্ম্মণি যদ যদ্বৈগুণ্যং জাতং তদোষপ্রশমনায় ঐবিষ্ণুস্বরণমহং করিয়ে,” বলিয়া “ওঁ তৰিকোঃ" ইত্যাদি মন্ত্র পাঠ করিয়া "ওঁ বিষ্ণু” দশবার জপ করবে। ” : * , সামবেদীয় পাৰ্ব্বণশ্রাদ্ধবিধি সমাপ্ত

আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??

তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১০০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE

Contact with me :www.apnc.co.in

https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks

UTUBE LINK :
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q

যে কোন শুভ কাজে যেতে কি করবেন:
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20220429121534