• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Saturday, September 3rd, 2022

Astro Palmist Numerology Center

রাধা অষ্টমীর মাহাত্ম্য

 রাধা অষ্টমীর মাহাত্ম্য

সুপ্রভাত

রাধা অষ্টমীর মাহাত্ম্য :

সময় ও নির্ঘন্ট :তারিখ- ৪ সেপ্টেম্বর ২০২২

অষ্টমী তিথি শুরু- ৩ সেপ্টেম্বর ২০২২, শনিবার, দুপুর ১২টা ২৫ মিনিটে।

অষ্টমী তিথি সমাপ্ত- ৪ সেপ্টেম্বর ২০২২, রবিবার সকাল ১০টা ৪০ মিনিট পর্যন্ত। উদয়া তিথি অনুযায়ী রাধাষ্টমী ৪ তারিখ পালিত হবে।

1. শ্রীমতি রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্ন কালে জন্মগ্রহণ করেছিলেন। সেইজন্য ভক্তবৃন্দ প্রতিবছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই দিনটিকে রাধাষ্টমী হিসেবে পালন করেন। কেউ যদি একবার রাধাষ্টমী ব্রত পালন করেন তাহলে তার জন্মজন্মান্তরের যে অর্জিত পাপরাশি আছে তা বিনষ্ট হবে।

2. শাস্ত্রে বলা হয়েছে এক রাধাষ্টমী ব্রত হচ্ছে লক্ষাধিক একাদশী ব্রতের সমান।

3. শাস্ত্রে আরো বলা হয়েছে একবার রাধাষ্টমী পালন করলে, সমস্ত নদীতে স্নান করলে যে পূন্য পাওয়া যায় তার সমান পূন্য লাভ করবেন।

4. এক পর্বতসমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হতে পারে রাধাষ্টমী ব্রত পালন করলে আপনি সেই পরিমাণ ফল লাভ করবেন।

5. রাধা হলেন কৃষ্ণের পরম প্রেয়সী। শ্রীকৃষ্ণ রাধারানীর দ্বারা আকর্ষিত হন। রাধারানীর আরেক নাম মদনমোহন মোহিনী। রাধার দেহ নির্গত ঘ্রাণ দ্বারা শ্রীকৃষ্ণ আকৃষ্ট হয়েছেন। শাস্ত্রে আছে কেউ যদি কৃষ্ণের পরম প্রেম লাভ করতে চান, তো অবশ্যই রাধারাণী কে সন্তুষ্ট করতে হবে।

6. রাধারানীর জন্ম যেহেতু মধ্যাহ্নে। তাই এই ব্রতটি বারোটা পর্যন্ত হয়ে থাকে। বারোটা পর্যন্ত উপবাস করে তারপরে ভোগ নিবেদন করতে হয়।

7. এর পরে রাধারানীর উপরে শ্লোক ভজন গান গেয়ে রাধারাণী কে সন্তুষ্ট করবেন। প্রসাদ হিসাবে দুধের উপাদান দিলে ভালো হয়। প্রসাদ দেওয়ার পরে প্রসাদ এর উপরে অবশ্যই তুলসীপাতা রাখবেন।

আজকের দিনে হিন্দু বাঙ্গালীদের ঘরে ঘরে এবং মায়াপুরের ইসকন মন্দির সেজে উঠবে রাধাষ্টমী পূজা পালনে। ভজন গান এবং রাধাকৃষ্ণের পুজোয় ভরে উঠবে পুরো ইসকন মন্দির।জন্মাষ্টমী যেরকম ভাবে পালিত হয় রাধাষ্টমী অনুরূপভাবেই পালন করা হয়। পুরুষ-নারী তিলক কেটে ঢোল বাজিয়ে তারা সংকীর্তন করেন।
মন্ত্র:
ওম হ্নীং শ্রী রাধিকায়ৈ নমঃ। এবং,
ওম হ্নীং শ্রী শ্রীরাধায়ৈ স্বাহা।

একরে সর্ব কার্যসিদ্ধি মন্ত্র মনে করা হয়। ১লক্ষ বার এই মন্ত্র জপ করলে ভক্তরা সমস্ত কাজে সাফল্য লাভ করতে পারেন।

শ্রীরাধায়ৈ স্বাহা

এই মন্ত্র ধর্ম, অর্থ ইত্যাদিকে প্রকাশি করে। রাধাষ্টমীতে ১০৮ বার এই মন্ত্র জপ করলে তাঁর বিশেষ আশীর্বাদ পাওয়া যাবে।

. ব্রহ্মা-বিষ্ণু দ্বারা রাধার বন্দনা

নমস্ত্রৈলোক্যজননি প্রসীদ করুণার্ণবে।
ব্রহ্মবিষ্ণবাদিভির্দেবৈর্বন্ধমান পদম্বুজে

জয় রাধা রানী কি জয়

আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??

তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১৫০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE

Contact with me :www.apnc.co.in

https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks

UTUBE LINK :
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q

যে কোন শুভ কাজে যেতে কি করবেন:
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20220903054747