• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Monday, September 12th, 2022

Astro Palmist Numerology Center

মাঙ্গলিক বিবাহ

মাঙ্গলিক বিবাহ

মাঙ্গলিক বিবাহ
ভালো লাগলে শেয়ার করতে পারেন। কপি করবেন না।

https://youtu.be/SEn_TM1bdbo

মঙ্গল দশা বা মাঙ্গলিক দশার কথা অল্প-বিস্তর জানেন সবাই। একে কুজ দশা, ভৌম দশা বা অঙ্গরাখা দশাও বলা হয় । জন্মকুণ্ডলীর প্রথম, দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম ও দ্বাদশ স্থানের মধ্যে যে কোনও একটিতে যদি মঙ্গল অবস্থান করে তবে সেই জাতক বা জাতিকাকে মাঙ্গলিক বলা হয়। এই দশা থাকলে বিবাহিত জীবনে নানা সমস্যা দেখা দেয় এবং বিবাহবিচ্ছেদের সম্ভাবনা প্রবল হয়

এছাড়া বলা হয় স্ত্রী যদি মাঙ্গলিক হন তবে স্বামীর পেশাগত জীবনে অবনতির সম্ভাবনা থাকে। তাছাড়া মঙ্গল দশার জন্য প্রবল অর্থক্ষয় হয় এবং জীবনে উন্নতির পথে বার বার বাধা আসতে থাকে। মঙ্গলের প্রভাবে দেখা যায়, স্বামী-স্ত্রী দু-জনেই নিজেদের মধ্যে মনোমালিন্যের কারণ খুঁজে পাচ্ছেন না, কিন্তু কোনও ভাবে মিলমিশও হচ্ছে না। এই অবস্থায় বিবাহিত জীবনে ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যেতে পারে। অন্যজন গুরুতর অসুখে ভুগতে পারেন, দুর্ঘটনার শিকার হতে পারেন। এমনকি মৃত্যু পর্যন্ত হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও স্বামী-স্ত্রী দু-জনেই মাঙ্গলিক হলে এই দোষ কেটে যায় বলে জ্যোতিষশাস্ত্রে বলা আছে।

মঙ্গলের প্রভাবে আর কী কী ক্ষতি হতে পারে -

* বিবাহিত জীবনে অশান্তি * মাঝেমধ্যে মাঙ্গলিক ব্যক্তি এমন আচরণ করতে পারেন, যার অর্থ তিনি নিজেই পরে খুঁজে পাবেন না।

* প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ব্যর্থতা

* কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই সমস্যা

* প্রজননে অক্ষমতা

* মহিলাদের ঋতু সমস্যা

* ভাই-এর সঙ্গে ভুল বোঝাবুঝি * দুর্ঘটনা * রক্ত জনিত অসুখ * সম্পত্তির ক্ষতি।

প্রতিকার

তবে ভৌম দোষ নিয়ে ভয় যেমন রয়েছে, তেমন তা কাটানোর নিদানও রয়েছে জ্যোতিষশাস্ত্রে -

১. যদি দু'জন মাঙ্গলিকের মধ্যে বিবাহ হয়, তবে দু'জনেরই এই দশা কেটে যায়।

২. কুম্ভবিবাহ নামের একটি রীতির মাধ্যমে বিয়ের আগে কাটানো হয় মঙ্গল দশা। এই রীতিতে মাঙ্গলিক জাতক বা জাতিকাকে হয় একটি কলাগাছ বা পিপুল গাছ অথবা ভগবান।

৩. নিয়ম করে প্রতি মঙ্গলবার উপবাস রাখলে এবং শুধুমাত্র অড়হর ডাল সেবন করলে আস্তে আস্তে কেটে যায় এই দশা।

৪. প্রতি মঙ্গলবার নবগ্রহ মন্ত্র উচ্চারণ করলে এই দোষ কেটে যায়। আবার প্রতিদিন ১০৮ বার গায়ত্রী মন্ত্র জপ করলে বা প্রতিদিন হনুমান চালিসা পাঠ করলেও কেটে যায় মঙ্গল দশা।

আজকে আমি মাঙ্গলিক বিবাহ বা কূজ বিবাহ বা কুম্ভ বিবাহ নিয়ে বলছি।

কূজ বিবাহ বা মাঙ্গলিক বিবাহ

কুম্ভবিবাহ নামের একটি রীতির মাধ্যমে বিয়ের আগে কাটানো হয় মঙ্গল দশা। এই রীতিতে মাঙ্গলিক জাতক বা জাতিকাকে হয় একটি কলাগাছ ,পিপুল গাছ এবং বটগাছ, ভগবান বিষ্ণুর একটি স্বর্ণ বা রৌপ্য মূর্তির সঙ্গে ও গঙ্গা মৃত্তিকা র শিব লিঙ্গ করে বিয়ে দেওয়া হয়। জাতকদের জন্য কলা, ও পিপুল গাছের সঙ্গে বিবাহ দেওয়া হয়। জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল গ্রহের অবস্থান অনুসারে বটগাছ, পূর্ণ কলস, নারায়ণ ও শিবের সঙ্গে বিবাহ দেওয়া হয়।

গ্ৰহার্চায্য বা পুরোহিত বর-কন্যার মিলিত হস্তদ্বয়ের উপর ত্রিপত্র( বট, যজ্ঞ ডুমুর ও অশথ্ব )ও তিলসংযুক্ত জল দিবেন। পরে বর—“ঔ স্বস্তি কন্তেয়ং প্রজাপতিদেবতাকা” বলিয়া মঙ্গল গ্ৰহএহের
বীজ মন্ত্র ২৮ বার গায়ত্রী মন্ত্র ১০ পাঠপূৰ্ব্বক
মন্ত্র- ওঁ হুং শ্রীং মঙ্গলায়ঃ। গায়ত্রী- ওঁ অঙ্গারকায় বিদ্মহে শক্তিহস্তায় ধীমহিঃ তন্নঃ ভৌম প্রচোদয়াৎ। হইয়া কামস্তুতি পাঠ করবেন, যথা— “ওঁ ক ইদং কস্মা আদাৎ কামঃ কামায়াদাৎ কামো দাতা কামঃ প্রতিগ্রহীতা কামঃ সমুদ্রমাবিশৎ কামেন ত্বা প্রতিগুহ্নামি কামৈতত্তে" ॥ পরে পুরোহিত এই মন্ত্র পাঠ করিয়া—“অদ্যেত্যাদি—অমুক গোত্রঃ শ্ৰীঅমুকদেবশৰ্ম্ম ক্লতৈতৎ সালঙ্কারকস্তাসম্প্রদানকৰ্ম্মণ: সাঙ্গতাৰ্থং দক্ষিণাং কাঞ্চনমূল্যং শ্ৰীবিষ্ণুদৈবতং অমুক গোত্রায় অমুকপ্রবরায় শ্ৰীঅমুকদেবশৰ্ম্মণে বরায় ব্রাহ্মণায় তুভ্যমহং সম্প্রদদে” কন্যাদানের এইরূপে দক্ষিণান্ত করিবেন । অনন্তর জামাতা—“ওঁ স্বস্তি” বলিবেন । এই সময় বরসজ্জা উৎসর্গ করিয়া দিবেন । পরে কোন পতিপুত্রবর্তী স্ত্রী বা পুরোহিত দম্পতীর হস্ত হইতে কুশার বন্ধন খুলিয়া দিয়া এবং সেই পাচফল-সমন্বিত বস্ত্রপণ্ডের দুই প্রান্ত দিয়া বর ও কন্যার উত্তরীয় বস্ত্র দুইখানির প্রান্তভাগে গাইটছড়া বাধিয়া দিবেন এবং এই সময় বরকন্যাকে কাপড় দিয়া ঢাকিয়া পরস্পরের মুখদর্শন করাইবেন । তৎপরে নাপিত “গেীগেীঃ” শব্দ উচ্চারণ করিলে, বর নিম্নলিখিত মন্ত্র পাঠ করিবেন,— “প্রজাপতিঋষিবৃহতীচ্ছন্দো গোঁদেবতা পূৰ্ব্ববদ্ধগবীমোক্ষণে বিনিয়োগঃ। ওঁ মুঞ্চ গাং বরুণপাশাদ দ্বিষন্তং মেইতিধেহি। তং জহমু্য, চোভয়োরুৎস্বজ, গামতু তৃণানি, পিবতুদকম্। প্রজাপতিঋষিক্সিটুপ ছন্দো গৌর্দেবতা গবায়ুমন্ত্রণে বিনিয়োগঃ। ওঁ মাতা রুদ্রাণাং দুহিতা বস্থনাং স্বসাদিত্যানামমৃতস্ত নাভিঃ । প্র কু বোচং চিকিতুষে জনায় মা গামনাগামদিতিং বধিষ্ট” ॥ অনস্তর অচ্ছিদ্রাবধারণ ও বৈগুণ্যসমাধান করিয়া সম্প্রদাতা, বর ও কন্যা সকলেই নারায়ণকে প্রণাম করিবেন ও মঙ্গল গ্রহের প্রনাম করিবে

প্রণাম- ওঁ ধরণীগর্ভসম্ভুতং বিদ্যুৎপুঞ্জসমপ্রভম্। কুমারং শক্তিহস্তঞ্চ হোহিতাঙ্গং নমাম্যহম্।।
দূর্গা প্রনাম করিবে।

সিঁদুর পড়ানোর মন্ত্র :
.
ওঁ শিরোভূষণ সিন্দুরং ভর্তারায়ু বিবর্ধনং।
সর্বারত্নাকরং দিব্যং সিন্দুরং পতিগৃহ্যতাম্।।
.
শাঁখা পড়ানোর মন্ত্র :
.
ওঁ শঙ্খালঙ্কারং বিবিধং চিত্রং বাহুনাঞ্চ বিভূষণম্।
মহোদধিসম্ভূতাঃ সর্বদেবীপ্রিয়া সদা।
শঙ্খ বলয় কন্যাভূষণানাং সদুত্তমম্।।
.
মাঙ্গলিক হোমাদি-হেমাদি ।

সম্প্রদান সমাধা হইলে, বর মাতা পিতা ও বন্ধু সহ আবৃতস্থানে আসিয়া কুশণ্ডিকোজ্ঞ বিধিতে “যোজক” নামক অগ্নি স্থাপন করিয়া ত্রিমুখী বা চর্তুরমুখী হোম করবে।
কুম্ভ বিবাহের জন্য যে যজ্ঞ হয় তার নাম মাঙ্গলিক হোম। এই ব্যাবহার করা হয় বেলকাঠ, নব গ্ৰহ কাঠ, কাঠাল কাঠ ও অশথ্ব কাঠ, নিখুঁত বেলপাতা (৫৬+২৮+২৮) =১১২ টি , দূর্বা ২৮ টি ও আতব বা করবি ফুল ২৮ টি।

মঙ্গল লগ্নে, চতুর্থে, দ্বাদশ থাকলে ত্রিমুখী হোম হবে। পূর্ব দিকে উপবিষ্ট গ্ৰহার্চায্য ৫৬ টি বেলপাতা সহ ঘৃতাহূতী হবে মন্ত্র দূর্গা র, মন্ত্র দূং দূর্গে দূর্গে রক্ষনী স্বাহা হ্রীং দূর্গায় অগ্নয়ে স্বাহা। দক্ষীন দিকে উপবিষ্ট পুরোহিত ২৮ টি বেলপাতা সহ ঘৃতাহূতী হবে মন্ত্র
ওঁ ত্রম্ব্যকং যজামহে
সুগন্ধি পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব
বন্ধনান্মৃত্যোর্মুক্ষীয় মাহ্মৃতাত্।।
ঔঁ জূসঃ স্বাহা
উত্তর দিকে উপবিষ্ট পুরোহিত ২৮ টি দূর্বা ও ২৮ টি আতব চাল সহ ঘৃতাহূতী করবেন মন্ত্র ঔ৺ নমঃ নারায়ণঃ শ্রী বিষ্ণ বে অগ্নয়ে স্বাহা।

মঙ্গল সপ্তমে, বা অষ্টমে থাকলে চর্তুমুখী হোম হবে। পূর্ব দিকে উপবিষ্ট গ্ৰহার্চায্য ৫৬ টি বেলপাতা সহ ঘৃতাহূতী হবে মন্ত্র দূর্গা র, মন্ত্র দূং দূর্গে দূর্গে রক্ষনী স্বাহা হ্রীং দূর্গায় অগ্নয়ে স্বাহা। দক্ষীন দিকে উপবিষ্ট পুরোহিত ২৮ টি বেলপাতা সহ ঘৃতাহূতী হবে মন্ত্র
ওঁ ত্রম্ব্যকং যজামহে
সুগন্ধি পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব
বন্ধনান্মৃত্যোর্মুক্ষীয় মাহ্মৃতাত্।।
ঔঁ জূসঃ স্বাহা
উত্তর দিকে উপবিষ্ট পুরোহিত ২৮ টি করবি ফুল ও ২৮ টি দূর্বা সহ ঘৃতাহূতী করবেন মন্ত্র ঔ৺ নমঃ নারায়ণঃ শ্রী বিষ্ণ বে অগ্নয়ে স্বাহা।পশ্চিমে উপবৃষ্ট পুরোহিত২৮ টি বেলপাতা সহ ঘৃতাহূতী করবে মা বগলার বীজ
মন্ত্র: 'নমঃ হ্লীং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং স্তম্ভয়ঃ জিহ্বাং কীলয় কীলয় পর বুদ্ধিং নাশয় নাশয় নমঃ হ্লীং বগলামুখী দেবীং স্বাহা'।
পরে হমে অংশ গ্ৰহনকারি চারজন ই একত্রে মঙ্গলের গায়েত্রী সহ পূর্ণাহূতী করবেন। ও দূধ দিয়ে হোম নেভাবেন।

আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??

তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১০০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE

Contact with me :www.apnc.co.in

https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks

UTUBE LINK :
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q

যে কোন শুভ কাজে যেতে কি করবেন:
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20220912225255