• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Saturday, September 17th, 2022

Astro Palmist Numerology Center

বিশ্বকর্মা পূজা পদ্বতি

বিশ্বকর্মা পূজা পদ্বতি

শুভ রাত্রি
সকলকে জানাই বিশ্বকর্মা পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।

বিশ্বকর্মা পূজা পদ্বতি

১) আচমন : অনামিকা আঙ্গুরে গঙ্গা জল স্পর্শ করে মুখে তিন বার ছিটিয়ে মন্ত্র ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু।

২) বিষ্ণু স্মরণ :- কর্ণদ্বয়, কপাল, দুই বাহু, হৃদয় ও নাভী স্পর্শকরে মন্ত্র বলতে হবে। ওঁ তদ্বোবিষ্ণু পরম পদং সদা পশ্যন্তি সুরোয় দিবীব চক্ষুরততম ।
এবার হাত জোর করে। ওঁ অপবিত্র পবিত্র বা গতহোপিবা। যৎস্মরেৎ পুণ্ডরীকাক্ষং স্ব বাহ্য অভ্যান্তর শুচি। সর্ব মঙ্গল্য মঙ্গলং বরেদং বরেনং শুভম। নারায়ণ নমস্কৃতং সর্ব কর্ম কারয়েত। প্রারম্ভে সর্ব কর্মে বিপ্র পুণ্ডরীকং স্মরদ্ধরিম। মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি। স্মরন্তি সাধব সর্ব কার্যেসূ মাধবম। ওঁ মাধবম ওঁ মাধবম ওঁ মাধবম ।

৩)স্বত্ত্বি বাচন :- ওঁ কর্ত্তব্যহোস্মিন ভাদ্র মাসে সংক্রান্তি তিথৌ সর্ব সিদ্ধি কামনার্থায় বিশ্ব কর্মা পূজা কর্মানি ওঁ পূন্যাহম ভব্রন্তু ব্রুবন্তু, ওঁ পূন্যাহম ভবন্তু ব্রুবন্তু, ওঁ পূন্যাহম ভবন্তু ব্রুবন্তু । ওঁ পূন্যাহম, ওঁ পূন্যাহম, ওঁ পূন্যাহম। ওঁ কর্ত্তব্যহোস্মিন ভাদ্র মাসে সংক্রান্তি তিথৌ সর্ব সিদ্ধি কামনার্থায় বিশ্ব কর্মা পূজা কর্মানি ওঁ স্বত্ত্বি ভব্রন্তু ব্রুবন্তু, ওঁ স্বত্ত্বি ভব্রন্তু ব্রুবন্তু । ওঁ স্বত্ত্বি ভব্রন্তু ব্রুবন্তু । ওঁ স্বত্ত্বি, ওঁ স্বত্ত্বি, ওঁ স্বত্ত্বি। ওঁ কর্ত্তব্যহোস্মিন ভাদ্র মাসে সংক্রান্তি তিথৌ সর্ব সিদ্ধি কামনার্থায় বিশ্বকর্মা পূজা কর্মানি ওঁ ঋদ্ধতাম ভব্রন্তু ব্রুবন্তু । ওঁ ঋদ্ধতাম ভব্রন্তু ব্রুবন্তু । ওঁ ঋদ্ধতাম ভব্রন্তু ব্রুবন্তু । ওঁ ঋদ্ধতাম ওঁ ঋদ্ধতাম ওঁ ঋদ্ধতাম ।
কুশিতে আপত চাল ছড়াতে ছড়াতে, ৪) স্বত্ত্বি সূক্ত :- ওঁ সোমং রাজনং বরুণাগ্নিম্বারভামহে । আদিত্যং বিষ্ণু সূর্য ব্রহ্মনাঞ্চ বৃহস্পতিম। ওঁ স্বত্ত্বি ওঁ স্বত্তি ওঁ স্বত্তি ।
( স্বত্ত্বি বাচন তিন বেদে আছে, উপরের স্বত্তি বাচন সাম বেদীয়, এখানে বেশির ভাগ মন্ত্র সাম বেদীয় অর্থাৎ সনাতনি সুরে বলা ভালো। কেবল সংকল্প সুক্ত ও হোমের মন্ত্র যযুর্বেদীয়)

৪) আসন শুদ্ধি ও গুরু পঙতি পাঠ :- আসনের নীচে জল দিয়ে একটা মণ্ডল এঁকে নিয়ে ঐ মণ্ডলের উপর ফুল দিয়ে পুজো করবেন। মন্ত্র :- ওঁ হ্রীং আধার শক্তয়ে কমল আসনায় নমঃ । ওঁ হ্রীং পৃথিবৈ কমলা আসনায় নমঃ। ওঁ হ্রীং কুর্ম্মায় কমলা আসনায় নমঃ। ওঁ হ্রীং অনন্তায় কমলা আসনায় নমঃ। এবার মণ্ডলের উপর আসন পেতে আসন ধরে বলতে হবে। অস্য আসন উপবেশন মন্ত্রস্য মেরু পৃষ্ঠ ঋষি সুতলুং ছন্দ কুর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগ। ওঁ পৃথ্বী তয়া ধৃতা লোকা দেবী ত্বং বিষ্ণু না ধৃতা। ত্বঞ্চ ধারয় মাং নিত্যং পবিত্র কু রুচ আসনম ।এবার গুরু পঙতি পাঠ :- বামে হাত জোর করে বলতে হবে। ওঁ গুরুবে নমঃ ।ওঁ পরম গুরুভে নমঃ। ওঁ পরমেষ্ঠি গুরুভে নমঃ । দক্ষিণে :- ওঁ গাং গনেশায় নমঃ । সন্মুখে :- ওঁ বিং বিশ্ব কর্মায় নমঃ ।

৫) সাক্ষ্য মন্ত্র :- ওঁ সোমং যমং কালং সন্ধ্যা ভূতানহক্ষপা, ব্রাহ্মণ শাসনমাস্থায় কল্পধিহম।

৬)সংকল্প :- (এই সংকল্প শুরুতে কুশিতে কালো তিল ফুল কুশ ত্রিপত্র এবং হরিতকি ফল নিয়ে দক্ষিণ জানু মাটিতে রেখে বাঁ হাতে কুশি কে ডান হাতে চাপা দিয়ে মন্ত্রববলতে হবে) ওঁ বিষ্ণুরোম তৎসদ্য ভাদ্র মাসে অমুক পক্ষে সংক্রান্তি তিথৌ অমুক গোত্র অমুক নাম্নে ( এখানে যযমানের গোত্র ও নাম) চতুর্থ বর্গ সিদ্ধি কামনার্থায় বিশ্বকর্মা পূজা কর্ম করিষ্যামি

৭)পঞ্চদেবতার পুজো পঞ্চদেবতার পুজোর ক্রম এইরূপ— (ক) গণেশ, (খ) সূর্য, (গ) বিষ্ণু (খ) শিব, (ঙ) দুর্গা।

প্রথমে শ্রীগণেশের পুজো করবেন।

এষ গন্ধঃ ওঁ গণেশায় নমঃ (তামার পাত্র অথবা শালগ্রামে চন্দন দিবেন)। এবং পুষ্প ও গণেশায় নমঃ (ঐভাবে ফুল দিবেন)। এষ ধূপঃ ওঁ গণেশায় নমঃ (ধূপকাঠি জ্বেলে আরতির মত)।

এষ দীপঃ ও গণেশায় নমঃ (প্রদীপে অল্প জলের ছিটা দিবেন)।

এতদ অক্ষত নৈবেদ্যং ও গণেশায় নমঃ (নৈবেদ্যে জলের ছিটা দিবেন অথবা তামার পাত্রের জলে আতপ চাল দিবেন)। এইভাবে পরপর অন্যান্য চার দেবতার পুজো করবেন।
ওঁ শ্রীসূর্যায় নমঃ, ওঁ শ্রীবিয়বে নমঃ, ওঁ শ্রীশিবায় নমঃ এবং ওঁ শ্রীদুর্গায়ৈ নমঃ প্রভৃতি বলবেন।

৮)আবাহন : ওঁ বিশ্বকর্মন্নিহাগচ্ছাগচ্ছ ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ অত্রাধিষ্ঠানং কুরু, মম পূজাং গৃহাণ। ওঁ বিশ্বকর্মন্নিহাগচ্ছ তুলাবদ্ধমলং কুরু।

৯) গায়েত্রী ও বীজমন্ত্র

বীজ মন্ত্র
- ওঁ বিং বিশ্ব কর্মায় নমঃ ১০বার
বিশ্বকর্মা গায়ত্রী : (দশবার জপুন)

ওঁ শিল্পাচার্যায় দেবায় নমস্তে বিশ্বকর্মণে স্বাহা।

১০) বিশ্বকর্মার ষোড়োশোপচারে পুজো :

(ক) রজতাসন ঃ একটি রূপোর ছোট পাত পাত্রের উপর রেখে বলুন ইদং রজতাসনং ও বিং বিশ্বকর্মণে নমঃ ।

(খ) স্বাগতম :

স্বাগতম ও বিং শ্রীবিশ্বকর্মণে স্বাগতং সুস্বাগতং কুশলং তে। অদ্য মে সফলং জন্ম অদ্য মে সফলা ক্রিয়া।

(গ) পাদ্য : এতৎ পাদ্যম ও বিং বিশ্বকৰ্মণে নমঃ ।

(ঘ) অর্ঘ্যম্ : ইদমর্য্যাম্ (যজুর্বেদী হলে বলবেন এযঃ অর্ঘ্যঃ) ও বিং বিশ্বকর্মণে নমঃ।

(ঙ) আচমনীয় : ইদমাচনীয়ম্ ওঁ বিং বিশ্বকর্মণে স্বধা।

(চ) মধুপর্ক : এষঃ সাধারমধুপর্কঃ ওঁ বিং বিশ্বকর্মণে স্বধা।

(ছ) পুনরাচমনীয়ম্ : ইদং পুনরাচমনীয়ম্ ওঁ বিং বিশ্বকর্মণে স্বধা।

(জ) স্নানীয়ম্ ঃ (কুশীতে জল লইয়া) ইদং স্নানীয়োদকম্ ওঁ বিং বিশ্বকর্মণে

নিবেদয়ামি।

(ঝ) বস্ত্রম্ ঃ ইদং বস্ত্রম্ ওঁ বিং বিশ্বকর্মণে নিবেদয়ামি।

(ঞ) আভরণম্ : (রজতের অলংকার হাতে নিয়ে)

ইদং রজতাভরণম্ ওঁ বিং বিশ্বকর্মণে নিবেদয়ামি। (ট) গন্ধম : এষ গন্ধঃ ওঁ বিং বিশ্বকর্মণে নমঃ ।

(ঠ)পুষ্পম : এষ সচন্দন গন্ধপুষ্পম্ ওঁ বিং বিশ্বকর্মণে বৌষট্। (ড) পুষ্পমাল্য : ইদং মাল্যং ওঁ বিং বিশ্বকর্মণে নমঃ।

(ঢ) ধূপম : এষ ধূপঃ ওঁ বিং বিশ্বকর্মণে নমঃ।

এর পর একটি পুষ্প ঘণ্টায় দিয়ে ঘণ্টাপুজো করবেন। বলবেন “জয়ধ্বনি মন্ত্রমাতঃ স্বাহা” এবং ঘন্টা বাদ্য করবেন।

(ন) দীপম : এষ দীপঃ ওঁ বিং বিশ্বকর্মণে নমঃ।

(৩) নৈবেদ্যম্ ঃ ইদং নৈবেদ্যম ও বিং বিশ্বকর্মণে নিবেদয়ামি। (থ) পানীয়ম্ ঃ ইদং পানার্থোদকম্ ওঁ বিং বিশ্বকর্মণে নমঃ।

দ) পুনারচমনীয় : ইদং পুনরাচমনীয়ম্ ওঁ বিং বিশ্বকর্মণে নমঃ। (ধ) ভোগ ও মিষ্টান্ন ও পরমান্ন : ময়া নিবেদিতভোগ (অন্নং), পরমানং,

মিষ্টান্নং প্রতিগৃহ্যতাম্।

ইদং অন্নং, পরমান্নং মিষ্টান্নং ওঁ বিং বিশ্বকর্মাণে নমঃ । (ন) তাম্বুলং : ইদং ফলতাম্বুলং ও বিং বিশ্বকর্ষণে নমঃ।

(১১) এবারে পুষ্পাঞ্জলি (৩ বার)

পুষ্পাঞ্জলি মন্ত্ৰ : ওঁ শিল্পচার্যায় দেবায় নমস্তে বিশ্বকর্মণে স্বাহা।

এষ সচন্দন গন্ধপুষ্পাঞ্জলি ওঁ বিশ্বকর্মণে নমঃ ।।

(১২) প্রণাম :

ওঁ দেবশিল্পিন মহাভাগ দেবানাং কার্যসাধক।

বিশ্বকর্মন্ নমস্তুভ্যং সর্বাভীষ্টদায়ক৷

(১৩) হোম :বিশ্বকর্মার বীজ মন্ত্র সহ ঔ৺ অগ্নয়ে স্বাহা।

(১৪) বিসর্জন : ঘট স্পর্শ করে একটু নাড়িয়ে কড়জোড়ে ঔ৺ ক্ষমধ্বম্ বলিবেন

আপনি কি জানতে চান আপনার ভাগ্য ??
আপনার সুযোগ গুলি কি কি জানতে চান ??
আগামি বিপদ থেকে সবধান হতে চান ??

তাহলে এখুনি আপনার জন্ম তারিখ , জন্ম সময় , জন্ম স্থান এই website www.apnc co.in তে গিয়ে ১০০০টাকা দিয়ে registration করুন আপনা কে সমস্ত বিষয় সম্পর্কে জানানো হবে ..ও কুন্ডলী ও প্রতিকার প ঠানো হবে।

ACHARYA KUSH MUKHERJEE
RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B)
PIN NO 731224
GOLD MEDALIST
WHATSAPP NO 9233172388
CONTACT NO 7001608953
ONLINE PORISEVA DEWA HOI rs 1000/=
MY PAGE NAME IS ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER
PLEASE LIKE&SARE

Contact with me :www.apnc.co.in

https://m.facebook.com/Astro-Palmist-Neumerology-Center-1569956439973629/?ref=bookmarks

UTUBE LINK :
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q

যে কোন শুভ কাজে যেতে কি করবেন:
https://www.youtube.com/channel/UCLklBn1qgJDcEbzIlhI2o5Q



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20220917101417