শুভ অপরান্থ
দীর্ঘ ২৭ বৎসর পর চার রাশি মালামাল
বর্তমানে বৃহস্পতি মীন রাশিতে রয়েছে, শনি কুম্ভে রয়েছে সূর্যের সঙ্গে। এর ফলে সূর্য, বৃহস্পতি, শুক্র, শনি মিলিয়ে ২৭ বছর পর বিরল রাজযোগ সৃষ্টি হয়েছে। (এই নিয়ে প্রত্যেক টি রাশির কথা ইউটিউব এ দিয়েছি।) শশ, হংস, মালব্য রাজযোগ তৈয়ারি হয়েছে এই বছর। জ্যোতিষমতে, বিশেষ ৪ রাশিতে এর শুভ প্রভাব পড়তে চলেছে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশিতে এর সুপ্রভাব পড়বে।
সূতরাং আপনারা ২০২৩ এর বর্ষফল দেখতে ভূলবেন না।
বর্তমানে বৃহস্পতি মীন রাশিতে রয়েছে, শনি কুম্ভে রয়েছে সূর্যের সঙ্গে। এর ফলে সূর্য, বৃহস্পতি, শুক্র, শনি মিলিয়ে ২৭ বছর পর বিরল রাজযোগ পর পর আসতে চলেছে। শশ, হংস, মালব্য রাজযোগ দেখা যেতে চলেছে এই বছর। জ্যোতিষমতে, বিশেষ ৪ রাশিতে এর শুভ প্রভাব পড়তে চলেছে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশিতে এর সুপ্রভাব পড়বে।
কুম্ভ- আপনাদের রাশির জাতক জাতিকার ওপর শশ রাজযোগের সুপ্রভাব পড়তে তলেছে। স্বাস্থ্য আগের থেকে ভালো হবে। বাড়বে আত্মবিশ্বাস। এই সময় জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কে আসবে মাধুর্য। জীবনসঙ্গীর কোনও বিশেষ বিনিয়োগের ফলে লাভ আসতে থাকবে। কর্মক্ষেত্রে অফিসারদের সঙ্গে সম্পর্ক আগের চেয়ে ভালো হবে। ব্যবসায় আকস্মিক ধনলাভ হবে।
ধনু- মালব্য রাজযোগের দ্বারা আপনাদের রাশির জাতক জাতিকারা ধনবান হতে চলেছেন। এই সময় পার্থিব নানান সুখ পেতে পারেন আপনারা। এই সময় জমি ও গাড়ির প্রাপ্তি হতে পারে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন আপনারা। আর্থিক দিক থেকে আপনারা উন্নতি করতে চলেছেন খুব শিগগির। মায়ের স্বাস্থ্য ভালো কাটবে।
মিথুন- শুক্র আর বৃহস্পতির কৃপায় আপনার গোচর কোষ্ঠীতে মালব্য রাজযোগের ভালো প্রভাব পড়তে পারে। এই সময়ে কর্মক্ষেত্রে পাবেন সাফল্য। কর্মসংস্থানের জন্য যাঁরা খোঁজ করছেন, তাঁরা পাবেন নতুন চাকরির প্রস্তাব। ভবিষ্যতের কোনও যোজনায় কাজ করতে পারেন। ব্যবসায়ীদের ভালো ধনলাভ হতে পারে। চাকরিরতরা পাবেন প্রোমোশন।
কন্যা- মালব্য রাজযোগ আপনাদের গোচর কুণ্ডলীর সপ্তম স্থানে হবে। কোনও পুরনো কাজের থেকে এই সময়ে পাবেন বিস্তর লাভ। আপনি আর্থিক দিক থেকে সৌভাগ্যের অধিকারী হবেন। আপনার বিবাহিত জীবন ভালো কাটতে চলেছে। অংশিদারির যেকোনও কাজে পাবেন সুখ।
আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
7001608953 নং এ