শুভ অপরান্থ
বৃহস্পতি-শুক্রের যুতি ফলে রাজযোগ
ভিডিও টি দেখুন ও নিজের নিজের রাশিফল জেনে নিন।
https://youtu.be/w4KwICBzBGU
জ্যোতিষ অনুযায়ী বৃহস্পতি স্বরাশিতে উপস্থিত হয়ে হংস রাজযোগ নির্মাণ করছে। আবার নিজের উচ্চ রাশি মীনে প্রবেশ করে মালব্য রাজযোগ তৈরি করছে শুক্র। জ্যোতিষ শাস্ত্রে এই দুই রাজযোগই অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যোতিষ অনুযায়ী যে ব্যক্তি বৃহস্পতি ও শুক্রের যুতিতে জন্মগ্রহণ করে, তাঁরা গুণী, বেদ-বেদান্তের জ্ঞানী হয়ে থাকে। পাশাপাশি এঁরা সাহিত্য ও শিল্পে নিপুণ থাকেন।
বৃহস্পতি-শুক্রের যুতির সময়কালীন গ্রহ গোচর
১৮ ফেব্রুয়ারি থেকে মীন রাশিতে এই যুতি হয়েছে ১৫ মার্চ পর্যন্ত যা বজায় থাকবে। এই গ্রহ গোচরের সময়ে দেবগুরু বৃহস্পতি কর্তরী যোগে পীড়িত থাকবেন। দেবগুরুর মীনের আগের রাশি কুম্ভে শনি বিরাজ করছে আবার পরের রাশি মেষে রাহু বিরাজমান।
ষড়াষ্টক যোগ
শুক্র ও বৃহস্পতির যুতির ফলে কেতুর ষড়াষ্টক যোগ নির্মিত হবে। জ্যোতিষ শাস্ত্রে একে অশুভ যোগ মনে করা হয়। এই দুই গ্রহের যুতি হলে ষড়াষ্টক গ্রহের অশুভ প্রভাব দেখা যাবে।
কোন রাশির লাভ?
প্রায় ১২ বছর পর গড়ে ওঠা এই যুতি একাধিক রাশির জীবনকে প্রভাবিত করবে। কোনও কোনও রাশির জন্য় এই যুতি অশুভ, আবার কোনও কোনও রাশির এর দ্বারা লাভ হবে। বৃহস্পতি ও শুক্রের যুতি মিথুন, কর্কট ও কন্যা রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। এই রাশির জাতকরা সরকারি চাকরির পরীক্ষায় শুভ ফলাফল লাভ করবেন। ব্যবসায় মুনাফা হবে। ব্যবসা বিস্তারের প্রবল সম্ভাবনা রয়েছে। কন্যা রাশির জাতকদের জন্য় এই যুতি অত্যন্ত অনুকূল।