। রাত্রি ময় জগৎ।
০১. মহারাত্রি - চান্দ্র ফাল্গুন কৃষ্ণা একাদশী (দেবী কালীকার আবির্ভাব তিথি)।
০২. ক্রোধরাত্রি - চৈত্র শুক্লানবমী (দেবী তারার আবির্ভাব তিথি)।
০৩. দিব্যরাত্রি - জ্যৈষ্ঠ দশহরা শুক্রবার (ষোড়শী দেবীর আবির্ভাব তিথি)।
০৪. সিদ্ধরাত্রি - চৈত্র সংক্রান্তি যুক্ত অষ্টমী তিথি (ভুবনেশ্বরী দেবীর আবির্ভাব তিথি)।
০৫. বীররাত্রি - মাঘী রটন্তী চতুর্দশী মঙ্গলবার (ছিন্নমস্তা দেবীর আবির্ভাব তিথি)।
০৬. কালরাত্রি - দীপান্বিতা চতুর্দশী অমাবস্যা যোগে (ভৈরবী দেবীর আবির্ভাব তিথি)।
০৭. দারুনরাত্রি - বৈশাখী শুক্লা অক্ষয় তৃতীয়া (ধমাবতী দেবীর আবির্ভাব তিথি)।
০৮. বীররাত্রি - মাঘী রটন্তীচতুর্দশী অমাবস্যা যোগে (পীতাম্বরী বগলামুখী দেবীর আবির্ভাব তিথি )।
০৯. মোহরাত্রি - ভাদ্র জন্মাষ্টমী (মাতঙ্গী দেবীর আবির্ভাব তিথি)।
১০. মহারাত্রি - ফাল্গুন কৃষ্ণা একাদশী (কমলা দেবীর আবির্ভাব তিথি)।
১১. পূর্ণারাত্রি - অগ্রহায়ণ শুক্লা সপ্তমী (অন্নপূর্ণা দেবীর আবির্ভাব তিথি)।
১২. কুহুরাত্রি - অগ্রায়ন অমাবস্যা মঙ্গলবার (ত্রিপুটা দেবীর আবির্ভাব তিথি)।
১৩. অক্ষয়রাত্রি - কার্তিক শুক্লা নবমী (জয়দুর্গা দেবীর আবির্ভাব তিথি)।
১৪. গণপতি রাত্রি - মাঘী শুক্লা চতুর্থী (গৌরীপুত্র গণেশের আবির্ভাব তিথি)।
১৫. শিবরাত্রি - ফাল্গুন কৃষ্ণা চতুর্দশী ( চন্দ্রমৌলি দেবের আবির্ভাব তিথি)।
১৬. ঘোররাত্রি - অগ্রায়ন কৃষ্ণা অষ্টমী (মহাকাল ভৈরবের আবির্ভাব তিথি)।
১৭. অঘোররাত্রি - ভদ্র কৃষ্ণা চতুর্দশী (মহামৃত্যুঞ্জয় শিবের আবির্ভাব তিথি)।
১৮. ঋদ্ধরাত্রি - আশ্বিন কৃষ্ণা অষ্টমী (কামাক্ষা বাসিনী বালা ভৈরবী দেবীর আবির্ভাব তিথি)।
১৯. তারারাত্রি - মাঘী পূর্ণিমা (নিত্যা দেবী আবির্ভাব তিথি)।
২০. জয়ন্তীরাত্রি - বৈশাখ শুক্লাষ্টমী (বাগবাদিনি দেবীর আবির্ভাব তিথি)
২১. অবলারাত্রি - আশ্বিন শুক্লা মহাষ্টমী (দেবী মহিষাসুরমর্দিনী দুর্গার আবির্ভাব তিথি)
।। সংগৃহীত ।।