• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Tuesday, June 13th, 2023

Astro Palmist Numerology Center

শাস্ত্র মতে শনিবার নির্দিষ্ট কিছু জিনিস কিনলে শনি রেগে যান

শাস্ত্র মতে শনিবার নির্দিষ্ট কিছু জিনিস কিনলে শনি রেগে যান

শাস্ত্র মতে শনিবার নির্দিষ্ট কিছু জিনিস কিনলে শনি রেগে যান। এর ফলে তাঁর অশুভ দৃষ্টির মুখোমুখি হতে হয়। এখানে এমন সাতটি জিনিসের উল্লেখ করা হল, যা ভুলেও শনিবার কিনবেন না।

১. সর্ষের তেল

শাস্ত্র মতে শনিবার ভুলেও সর্ষের তেল কেনা উচিত নয়। মনে করা হয় এমন করলে জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় ব্যক্তি, পাশাপাশি নানান সমস্যায় তাঁদের জীবন ঘিরে যায়। এর প্রভাবে রোগভোগ লেগেই থাকবে। পাশাপাশি শনিবার কাউকে তেল দেবেন না। জ্যোতিষ অনুযায়ী শনির দশা থেকে মুক্তির জন্য সর্ষের তেলে তৈরি হালুয়া কালো কুকুরকে খাওয়ান। এ ছাড়াও শনিকে তেল নিবেদন করুন ও সর্ষের তেলের প্রদীপ জ্বেলে দিন

২. লোহা

লোহা শনির ধাতু। এই দিনে লোহার তৈরি জিনিস কেনা উচিত নয়। মনে করা হয় শনিবার লোহার জিনিস কিনলে শনি রেগে যান। তবে এ দিন লোহা দান করতে পারেন। লোহা দান করলে শনি ক্ষুব্ধ হন না এবং ব্যক্তির ওপর নিজের আশীর্বাদ বজায় রাখেন। শনিবার লোহা দান করলে চাকরি ও ব্যবসায় উন্নতি হয় এবং দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়।

৩. বিউলির ডাল

শনিবার ভুলেও গোটা বিউলির ডাল কিনবেন না। এই দিনে বিউলি ডাল কেনার পরিবর্তে দান করা অত্যধিক শুভ। শনিবার বিউলির ডাল দান করার ইচ্ছা থাকলে একদিন আগেই তা কিনে নিতে হবে।

৪. কয়লা

এই দিনে কয়লা কেনাও অত্যন্ত অশুভ। প্রচলিত ধারণা অনুযায়ী এ দিন কয়লা কিনলে শনির দোষ লাগে। পাশাপাশি উন্নতির পথে বাধা সৃষ্টি হয়। শনিবার ছাড়া যে কোনও দিন কয়লা কিনতে পারেন।

৫. কাজল

কয়লা ছাড়াও কাজল শনিবার কেনা উচিত নয়। এর ফলে শনি রেগে যান। শাস্ত্র মতে মহিলারা শনিবার কাজল কিনলে তাঁদের দাম্পত্য জীবনে সমস্যা দেখা যায়।

৬. কালো পোশাক

শাস্ত্র মতে শনিবার কখনও কালো কাপড় কিনবেন না। আবার এ দিন কালো পোশাক ফেলাও উচিত নয়। তবে শনিবার কালো কাপড় পরা শুভ। মনে করা হয় শনিবার কালো পোশাক পরলে ব্যক্তি কুনজর থেকে রক্ষা পায়। এর ফলে শনি প্রসন্ন থাকেন। এই তিথিতে কালো পোশাক দান করতে পারেন। এক দিন আগেই তা কিনে রাখবেন।

৭. নুন

শনিবার নুন কিনলে পরিবারের ঋণের বোঝা বাড়তে থাকে। পাশাপাশি ব্যক্তির আর্থিক পরিস্থিতি দুর্বল হয়ে পড়ে। পাশাপাশি পরিবারে নানান ধরনের অসুস্থতার জন্ম হতে পারে। শনিবার ছাড়া অন্য যে কোনও দিন নুন কিনতে পারেন।
Kush Mukherjee
7001608953



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20230613070936