রাশিচক্রে দ্বাদশ ঘরে কোন ভাবে শনি থাকলে এই কাজ করবেন না
১. প্রথম স্থানে শনি থাকলে কাউকে প্রতাড়িত করবেন না। ঝগড়াটে স্বভাবের ব্যক্তিরা এই প্রবৃত্তি ত্যাগ করুন।
২. কোষ্ঠির দ্বিতীয় স্থানে শনি বিরাজ করলে জুয়া, বেটিং, লটারি ইত্যাদিতে জড়াবেন না। বৈরাগ্য ভাবও রাখবেন না।
৩. তৃতীয় স্থানে শনি উপস্থিত থাকলে পূর্ব বা দক্ষিণ দিকে বাড়ির প্রবেশদ্বার তৈরি না-করাই ভালো। লক্ষ্য রাখবেন দরজার পাশে যাতে পাথর রাখা না-থাকে।
৪. কোনও ব্যক্তির কোষ্ঠির চতুর্থ স্থানে শনি থাকলে পরস্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়াবেন না। এই কক্ষে শনি থাকলে, সেই জাতকদের রাতে দুধ পান করা উচিত নয়।
৫. পঞ্চম স্থানে শনির উপস্থিতি থাকলে বাড়ি বানাবেন না। বরং তৈরি ফ্ল্যাট বা বাড়ি কিনে নিন। আবার জুয়া, বেটিং, মদ, পতিতার সঙ্গে সম্পর্ক, সুদের ব্যবসা শনির দৃষ্টিতে কুকাজ। তাই যে জাতকের কোষ্ঠির পঞ্চম কক্ষে শনি বিরাজ করে, তাঁরা এই সমস্ত কুকাজ করা থেকে দূরত্ব রেখে চলুন।
৬. ষষ্ঠ কক্ষে শনি থাকলেও বাড়ি বানাবেন না। মদ্যপানের অভ্যাস থাকলে তা ত্যাগ করুন।
৭. সপ্তম স্থানে শনি বিরাজ করলে পরস্ত্রীর মোহে জড়াবেন না।
৮. শনির দৃষ্টিতে যেগুলি কুকাজ, যেমন- জুয়া, বেটিং, মদ, পতিতার সঙ্গে সম্পর্ক, সুদের ব্যবসা ইত্যাদি সেই সমস্ত জাতকরা করবেন না, যাঁদের কোষ্ঠির অষ্টম স্থানে শনি বিরাজ করছে।
৯. কোষ্ঠির নবম কক্ষে শনি বিরাজ করলে দুটির বেশি বাড়ি নির্মাণ করবেন না। আবার অন্ধকার কুঠুরিতে আলো প্রবেশ করার কোনও পথ তৈরি করা থেকে বিরত থাকুন।
১০. দশম স্থানে শনি থাকলে অন্যের হিতের কথা নিয়ে বিশেষ চিন্তাভাবনা করবেন না। মদ্যপান থেকে দূরে থাকুন।
১১. একাদশ স্থানে শনির উপস্থিতি হলে কাউকে ঋণ দেবেন না।
১২. কোনও ব্যক্তির দ্বাদশ স্থানে শনি থাকলে এবং তাঁরা যদি নিজের বাড়ি নির্মাণ করছেন, তা হলে যেমন বাড়ি তৈরি হচ্ছে, তা হতে দিন। তাতে অহেতুক নিজের বুদ্ধি লাগাবেন না আবার সেই বাড়ির নির্মাণ বন্ধ করবেন না।
কুশ মুখার্জী
৭০০১১৬০৮৯৫৩