কথিত আছে যে শনিদেব সবসময় দুর্বল ও দরিদ্রদের সাহায্য করেন। অতএব, দুর্বল, অসহায় এবং দরিদ্র ব্যক্তিকে কখনও ভুল করেও হয়রানি করবেন না। অন্যথায় আপনি শনিদেবের বক্র দৃষ্টির কোপে পড়বেন।
যে সব মানুষ পশু-পাখি, বিশেষ করে কাক, মহিষ, হাতি, কুকুর ইত্যাদির উপর অত্যাচার করে, তাদের শনিদেবের বাঁকা দৃষ্টি থেকে রক্ষা করা যায় না।
যারা মদ পান করেন বা অন্য কোন নেশা গ্রহণ করেন তাদের শনির মহাদশায় বড় ধরনের সমস্যা ও কষ্টের মধ্যে পড়তে হতে পারে।
যে ব্যক্তি মহিলাদের সম্মান করে না, তাদের প্রতি খারাপ অনুভূতি থাকে, পরস্ত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি করে বা করার চেষ্টা করে, এই ধরনের ব্যক্তিরা শনিদেবের প্রচণ্ড শাস্তির মুখে পড়তে হয়।
যারা জুয়া বা সাট্টা খেলে, তাদের উপর শনিদেবের দৃষ্টি বক্রই থাকে। এই ধরনের লোকদের শনিদেবের মহাদশার মুখোমুখি হতে হবে। অতএব এই ধরনের কর্ম করা উচিত নয়।
যে সব মানুষ তাদের পিতামাতা, পূর্বপুরুষ, গুরু এবং দেবতা বা উপাসনালয়কে সম্মান করে না, তাদের শনিদেবের রোষের সম্মুখীন হতে হয়। এই কারণে এই ধরনের জিনিস নিয়ে পরিহার করা উচিত নয়।
যারা অনৈতিক কাজ করে যেমন মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া বা অনৈতিক আচরণ, অপ্রয়োজনীয় ঝগড়া মারামারি করা, ইত্যাদি তারা শনিদেবের দণ্ড ভোগ করে।
KUSH MUKHERJEE
7001608953