• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Sunday, July 30th, 2023

Astro Palmist Numerology Center

মঙ্গলের কন্যা তে গমন।

মঙ্গলের কন্যা তে গমন।


মঙ্গলের কন্যা তে গমন।
জ্যোতিষে মঙ্গলকে গ্রহের সেনাপতি আখ্যা দেওয়া হয়েছে। মঙ্গল পরাক্রম, সাহস, জমি, যুদ্ধ, রক্ত, ভাইয়ের কারক গ্রহ। মঙ্গল এক রাশি থেকে বেরিয়ে অন্য রাশিতে গোচর করলে এই সমস্ত ক্ষেত্র প্রভাবিত হয়। বর্তমানে মঙ্গল সিংহ রাশিতে গোচর করছে। এর পর অগাস্ট মাসে কন্যা রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। ১৮ অগাস্ট কন্য়ায় আসার পর সমস্ত রাশির জীবন প্রভাবিত হবে। তবে এর মধ্যে তিন রাশির জাতকদের ভালো সময়ের আশীর্বাদ দেবে এই গ্রহ। এই তিন রাশির জাতরা সম্পত্তি ও অর্থ লাভ করতে পারেন। অগাস্টে কোন তিন রাশির ভাগ্য চমকাবে মঙ্গল জেনে নিন।

সিংহ রাশি (Leo Zodiac)

জ্যোতিষ অনুযায়ী আপনাদের জন্য মঙ্গল গ্রহের রাশি পরিবর্তন শুভ প্রমাণিত হবে। কারণ মঙ্গল আপনার রাশির অর্থ স্থানে গোচর করবে। পাশাপাশি আপনাদের আকস্মিক ধন লাভ হতে পারে। আবার আপনাদের আটকে থাকা কাজ এ সময়ে পূর্ণ হতে পারে। পাশাপাশি কর্মক্ষেত্রে আপনাদের প্রভাব বৃদ্ধি পাবে। এর ফলে সকলে আপনার সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করবেন। আপনার বাণী প্রভাব পরিলক্ষিত হবে। সিংহ রাশির যে জাতকরা মিডিয়া, মার্কেটিং, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার সঙ্গে জড়িত তাঁদের জন্য সপ্তাহ অসাধারণ কাটবে।

বৃশ্চিক রাশি (Scorpio Zodiac)


আপনাদের জন্য মঙ্গল গ্রহের রাশি পরিবর্তন অনুকূল প্রমাণিত হবে। কারণ আপনার রাশি আয় স্থানে এই গোচর হবে। অন্য দিকে লাল গ্রহ আপনার লগ্ন ও ষষ্ঠ স্থানের অধিপতি। জ্যোতিষ গণনা অনুযায়ী অগাস্টে আপনাদের আয় বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি আয়ের নতুন উৎস পাবেন। আবার আপনাদের আয় বৃদ্ধি হবে। পুরনো লগ্নি দ্বারা লাভ সম্ভব। সম্পত্তির ক্রয়-বিক্রয়ের ফলে লাভের যোগ রয়েছে।


মকর রাশি (Capricorn Zodiac)

কন্যা রাশিতে মঙ্গলের গোচর মকর রাশির জাতকদের জন্য লাভপ্রদ প্রমাণিত হবে। কারণ মঙ্গল আপনার গোচর কোষ্ঠীর নবম স্থানে ভ্রমণ করবে। আবার আপনার গোচর কোষ্ঠীর চতুর্থ ও আয় স্থানের অধিপতি মঙ্গল। তাই এ সময়ে আপনারা গাড়ি ও সম্পত্তি কেনার পরিকল্পনা করতে পারেন। আবার আপনাদের আয় বৃদ্ধি পাবে। একাধিক উৎস থেকে অর্থ উপার্জনে সক্ষম হবেন মকর রাশির জাতকরা। সমস্ত ধরনের ভৌতিক সুখ লাভ করবেন। ভাগ্যের সঙ্গ পাবেন। ধর্মীয় কাজে রুচি বাড়বে

EDIT :KUSH MUKHERJEE:

ACHARYA KUSH MUKHERJEE RAMPURHAT CHAKLAMATH BIRBHUM (W.B) PIN NO 731224 GOLD MEDALIST WHATS APP : 9233172388 CONTACT : 7001608953

ASTRO-PALMIST-NEUMEROLOGY CENTER! PLEASE LIKE, SHARE & SUBSCRIBE
YouTube: https://www.youtube.com/channel/UCLkl...



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20230730094550