সুপ্রভাত
"আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর;
ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা;
প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা।
আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নব ভাবমাধুরীর সঞ্জীবন।
তাই আনন্দিতা শ্যামলীমাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন।"আজ সপ্তমী.....................
সকলের ভালো থাকার জন্য আমার প্রয়াস, ভিডিও টি দেখুন, ভালো লগলে শেয়ার করুন।
https://youtu.be/MO16LZCjhA8?si=0JSsTd32iIdOcTbi
'ওম হ্রীং ক্লীং চামুন্ডায়াই বিচ্চে ঔ৺ কালরাত্রি দৈব্যে নমঃ । এই মন্ত্র জপ করলে দেবীর আশীর্বাদ পাওয়া যায় বলে ধারনা। কালরাত্রি দেবী সিদ্ধমন্ত্র জপের মাধ্যমেই অশুভ শক্তির বিনাস হয়। এই ভয়ংকর রূপ ভক্তদের কাছে মাতৃরূপ বলে বোঝানো হয়, তাই দেবীকে শুভংকরীও বলা হয়। এছাড়া কালরাত্রিকে সকল সিদ্ধির দেবী হিসেবেও বিবেচনা করা
সকলকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
আচার্য কুশ মুখার্জি মো7001608953