শনির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ।
বর্তমানে শনি শতভিষা নক্ষত্রে আছে। এই নক্ষত্রটি কুম্ভ রাশির অধীনে থাকে এবং রাহু দ্বারা শাসিত। আগামী বছর ৬ এপ্রিল পর্যন্ত এখানেই থাকবেন গ্রহরাজ। এরপরে শনি ৬ এপ্রিল বিকেল ৩:৫৫ মিনিটে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। শনির এই রাশি পরিবর্তনের কারণে কিছু রাশির ভাগ্য খুলে যাবে। মেষ, বৃষ, সিংহ, তূলা ও মীন। আর্থিক, মানষিক, শারীরিক বিষয়ে শুভ ফল দেবে।