***মাতৃদর্শণ***
দেবী স্কন্দমাতা তেজ, শৌর্য, পরাক্রম, বিদ্যা ও অভয়দানের প্রতীক। সাধকদের একাংশের মতে, তিনি দেহের বিশুদ্ধ চক্রে অধিষ্ঠিতা। নবরাত্রির পঞ্চম দিনে দেবী স্কন্দমাতার আরাধনা করলে বিদ্যার প্রাপ্তি, বল ও শত্রুবিনাশ ঘটে। এই দেবীর আরাধনা করলে সঙ্গে কার্তিকের আরাধনাও হয়ে যায়।সুতরাং সত্নান সুখ বৃদ্ধি পায়।
স্কন্দমাতাকে ধূপ নিবেদন করে নির্ধারিত পদ্ধতিতে পূজা করুন । স্কন্দমাতা হলুদ রং খুব পছন্দ করেন, তাই তাকে হলুদ ফুল ও নৈবেদ্য দেন। পূজা শেষ করার আগে স্কন্দমাতার পূজার মন্ত্র পাঠ করুন
সিংহাসনগত নিত্যম পদ্মঞ্চিতা করদ্বয়। শুভদস্তু সদা দেবী স্কন্দমাতা যশস্বিনী ॥ ইয়া দেবী সর্বভূতেষু মা স্কন্দমাতা রূপেন সংস্থিতা।