ধনু রাশির ধাইয়া আসতে চলেছে ২০২৫ সালের প্রথমার্ধের মধ্যম ভাগে । অর্থাৎ ২০/০৩/২৫ থেকে,তাই পারলে এখন থেকে সাবধান হউন।
সাবধান হউন চলাফেরায়,কথাবার্তা বলায়,ব্যবহারে,ও নেশা থেকে বিরত থাকুন।
কারো সাথে মন্দ ব্যবহার করবেন না,পারলে মাথা নিচু রাখার চেষ্টা করুন।
কোনো কাজকে ছোট ভাববেন না।সমস্ত কাজই আনন্দ সহকারে করুন।
মায়ের বাবার স্বাস্থ্য নিয়ে সাবধান হউন।
জমি জমা সংক্রান্ত বিষয়ে সাবধান হউন।বিবাদে জড়াবেন না।
প্রতি কার:১) শনিবার নিরামিষ আহার করবেন।
২) অশ্বত্থ বৃক্ষে জলদান করবেন।
৩) হনুমান চালিশা- পাঠ।
৪) ঔ৺ ঐং হ্রীং শ্রীং শনৈশ্চরায়ঃ ২৮ সন্ধ্যায়।
৫) ফিরোজা ব্রেসলেট।
৬) পঞ্চ হনুমান এর ছবি রাখবেন।