আশ্চর্য ষড়াষ্টক যোগ! মঙ্গল, বুধের কৃপায় কন্যা সহ ৩ লাকি রাশি কী পাবে? ও মঙ্গল তৈরি করতে চলেছেন শুভ ষড়াষ্টক যোগ। মঙ্গল হলেন, সাহস, উদ্দীপনা, ভূমি ইত্যাদির কারক। আর বুধ হলেন বুদ্ধির নেপথ্য নায়ক। এই দুই গ্রহের চলনে বহু রাশির জাতক জাতিকার জীবনে আসে নানান রকমের সুখ স্বাচ্ছন্দ্য। এবার মঙ্গল ও বুধ তৈরি করবেন ষড়াষ্টক যোগ। এই যোগের ফলে মঙ্গল আর বুধ, একে অপরের ১৫০ ডিগ্রি কোণে অবস্থান করবেন। তার প্রভাব সব রাশিতে পড়বে। প্রসঙ্গত, রাত পোহালেই ষড়াষ্টক যোগ হতে চলেছে। ৮ জানুয়ারি, ২০২৫ সালে ভোর ৫ টা ৫৫ মিনিটে মঙ্গল আর বুধ একে অপরের সঙ্গে ১৫০ ডিগ্রি অবস্থানে থাকবেন। তারফলে কারা কারা লাকি হবেন দেখে নিন।