সূর্য এবং বৃহস্পতি শুভ নবপঞ্চম যোগ তৈরি করেছে। এই বিশেষ ফলদায়ক যোগ তখন তৈরি হয়, যখন সূর্য নবম ঘরে এবং গুরু বৃহস্পতি পঞ্চম ঘরে থাকে। অর্থাৎ একে অপরের ১২০° তে অবস্থান করে।এই সময় সকালে সূর্যাঘ্য ও গুরু বন্দনা করলে সকল রাশিরই সর্ব ক্ষেত্রে শুভ পরিবর্তন হবে।