*মাঘীপূর্ণিমার বিশেষ remedy*
মাঘী পূর্ণীমা লাগছে 11 ই ফেব্রুয়ারি সন্ধ্যে 6.58 মিনিটে এবং ছেড়ে যাবে 12 ই ফেব্রুয়ারি 7.09 মিনিটে।
এটি ভীষণ পবিত্র একটি দিন।এই দিন ভগবান বিষ্ণু নিজে আসেন মর্ত্যলোকে ভক্তের কাছ থেকে পূজা গ্রহণ করতে এবং ভক্তের মনোবাঞ্ছা পূরণে।।কিন্তু কি উপায়ে পুজো করবেন?কি উপায়ে তুষ্ট হবেন নারায়ণ?
মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নান অতি শুভ মানা হয়।।এই দিন অনেকে মহাকুম্ভে স্নান করবেন ।।কিন্তু যারা কুম্ভে যেতে পারছেন না তারা কি করবেন? বাড়িতেই স্নান করুন তবে সঠিক নিয়মে স্নান এর জলে একটু হলুদ , সিদুর এবং একটু হিমালয়ান Pink salt(বাস্তু সল্ট) মেশান।তারপর জলে একটু ওঁ আঁকুন।তারপর স্নান করুন।এই দিন হলুদ/লাল বস্ত্র পড়ুন।স্নানের শুভ সময় ৬.২৪ মিনিট থেকে ৭.৪৫
অবধি।।এর পর সূর্য প্রণাম অবশ্যই করুন।
এই দিন নিজে পূজো করুন ।২৮ টি নিখুঁত তুলসী পাতা(বৃন্ত যুক্ত) প্রতিটি সাদা চন্দনে ডুবিয়ে সাদা সুতো দিয়ে একটু মালা গাথুন।।শ্রী বিষ্ণুর মূর্তি, ছবি তে পরিয়ে দিন।এবং আপনার মনোবাঞ্ছা জানান শ্রী ভগবান কে এবং একটি মন্ত্র পাঠ করুন।।": ওঁ কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।।"
*এই দিন কি কি আর করণীয়*
১ .মা লক্ষীর পূজা করবেন।।
২.নিরামিষ আহার করবেন।।
৩.এই দিন ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন।
৪.এই দিন দরিদ্র মানুষকে কিছু দান করা ভীষণ শুভ।
৫.কোনো পশুকে দুধ খাওয়ালে চন্দ্রের দোষ কাটে
৬.সন্ধ্যে বেলায় ঠাকুর ঘরে একটি ঘী এর বাতি অবশ্যই জ্বালুন।এতে বাড়ির সমৃদ্ধি বৃদ্ধি হয় ।
৭.এই দিন চন্দ্র দেবও বিশেষ কৃপা করে থাকেন।চন্দ্রের উদ্দেশ্যে চাঁদের আলোয় পায়েশ/ক্ষীর দান করুন।(রূপর পাত্র হলে ভালো)
৮. পোড়া জাতীয় খাবার (রুটি) এই দিন খাবেন না বা কোনো পশুকে খাওয়াবেন না।।