• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Saturday, March 1st, 2025

Astro Palmist Numerology Center

মহাশিবরাত্রি

 মহাশিবরাত্রি

টোটকা: শিবরাত্রির দিন পালন করতে পারলে জীবন সুখ-শান্তিতে ভরে উঠবে, অর্থ সমস্যাও দূর হবে

২৬ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, শিবরাত্রি। শিবরাত্রি পালনের নানা রকম নিয়ম রয়েছে। এ দিন উপবাস রেখে শিবলিঙ্গে চার প্রহর জল ঢালতে হয়। কেউ যদি উপবাস রাখতে না-ও পারেন, সেই ক্ষেত্রে ফলাহার করতে পারলে খুব ভাল হয়। শিবরাত্রির বিশেষ দিনে মনস্কামনা পূরণ করার জন্য সহজ কয়েকটি টোটকা পালন করে দেখতে পারেন। এর ফলে জীবনের নানা সমস্যা কেটে যাবে।

টোটকা:

১) শিবরাত্রির দিন মনস্কামনা পূরণের জন্য শিবলিঙ্গে সাদা চন্দন, যে কোনও সুগন্ধি এবং গঙ্গাজল একসঙ্গে মিশিয়ে অর্পণ করুন।

২) একটা আকন্দ ফলকে দু’ভাগ করে নিয়ে তার ভিতরটা পরিষ্কার করে নিন। এর পর তার ভিতরে ঘি ঢেলে প্রদীপ জ্বালুন। এই কাজটি শিবরাত্রির দিন অবশ্যই করুন।

৩) শিবরাত্রির দিন মহাদেবকে একটা ছোট পাত্রে কিছুটা চিনি এবং একটা বাতাসা বা সন্দেশ অর্পণ করুন।

৪) ধনসম্পত্তি বৃদ্ধির জন্য শিবলিঙ্গে বেদানার রস অর্পণ করুন।

৫) শিবরাত্রির দিন গঙ্গাজলে কালো তিল মিশিয়ে অর্পণ করুন।

৬) এই দিন নন্দীর সামনে সবুজ ঘাস অর্পণ করুন।

৭) যাঁদের দীর্ঘ দিন ধরে বিয়ে হচ্ছে না, তাঁরা কাঁচা দুধের সঙ্গে কেশর মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন।

৮) এই দিন উপবাস রেখে পুজো করে বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন। ১০৮ বার শিবের নাম জপ করুন।

৯) শিবরাত্রির দিন গরিব-দুঃখীদের সাধ্যমতো কিছু দান করুন।

১০) শিব পুজোর দিন আটার ১২টা গুলি তৈরি করে মাছকে খাওয়ান। এই কাজটা দুপুর ১২টা থেকে ২টোর মধ্যে করতে হবে।

১১) মহাদেবকে বেলগাছের ফুল (সুগন্ধি বেল ফুল নয়) অর্পণ করুন। বেলগাছের ফুল শিবের খুব প্রিয়।



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20250301183840