• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Wednesday, April 2nd, 2025

Astro Palmist Numerology Center

শনিদেবের সঙ্গে বুধের যুতি তৈরি হতে চলেছে।

শনিদেবের সঙ্গে বুধের যুতি তৈরি হতে চলেছে।

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধদেবের সঙ্গে শনির যুতি খুবই শুভ। আসন্ন সময়ে শনিদেবের সঙ্গে বুধের যুতি তৈরি হতে চলেছে। বুধ আর শনির যুতিতে একাধিক রাশির ভাগ্যে সুখ আসতে পারে বলে মত জ্যোতিষ গণনার। বর্তমানে শনি রয়েছেন গুরুর নক্ষত্রে। গুরুর নক্ষত্রে শনির অবস্থানের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। আর ৩ এপ্রিল এই নক্ষত্রে প্রবেশ করবেন বুধও। ফলে শনিদেবের নক্ষত্র পূর্বভাদ্রপদে তৈরি হবে শনি ও বুধের যুতি। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। কারা পাবেন সুখের দেখা? দেখে নিন লাকি রাশির তালিকা।


বৃষ

কেরিয়ারের দিক থেকে খুবই লাভ হবে। বহু ক্ষেত্রেই আসতে থাকবে লাভ। সিনিয়র অফিসারদের আপনার সঙ্গে সম্পর্ক আগের থেকে ভালোর দিকে যাবে। কর্মস্থলে পদোন্নতির সুযোগ রয়েছে। কোথাও কাজের সূত্রে লম্বা দূরত্বের কোনও স্থানে যেতে পারেন। জীবনে দীর্ঘদিন ধরে চলা সমস্যা থেকে পাবেন মুক্তি। শিক্ষা ক্ষেত্রে চলা সমস্যা এবার মিটবে। অনেক ইচ্ছা পূরণ হবে। সন্তানের থেকে ভালো খবর পেতে পারেন। মান সম্মান বাড়তে পারে। আটকে থাকা কাজ সম্পন্ন হবে।


মিথুন

সব দিক থেকে অপার সাফল্য পাবেন। জীবনে নানান রকমের খুশি আনন্দ আসতে পারে। আপনার পরিশ্রম আপনাকে ভালোর দিকে নিয়ে যাবে। পরিশ্রমের ফল পাবেন এবার। আপনি টাকার সঞ্চয় করতে পারবেন। সব কাজে পরিবারের যোগ্য সঙ্গত পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে। অনেক ইচ্ছা পূরণ হতে পারে এই সময়। কর্মক্ষেত্রে আপনার প্রদর্শন ভালো হবে। কেরিয়ারে ব্যাপক লাভ হবে।


তুলা

দীর্ঘ দিন ধরে চলা সমস্যার এবার সমাধান হবে। পূর্বভাদ্রপদ নক্ষত্রে বুধের অবস্থানের ফলে। এরসঙ্গেই জাতক জাতিকারা খুবই ভালো লাভের দিকে যেতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে। আপনার চাকরির ক্ষেত্রে বেশ কিছু সুযোগ আসতে পারে। আপনাকে আলস্য ত্যাগ করতে হবে। পরিবারে আসতে পারে মতভেদ। খানিকটা সতর্ক হোন। প্রতিযোগিতামূলক পরীক্ষা যাঁরা দিচ্ছেন, তাঁরা পাবেন লাভ।



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20250402205736