কেতু গ্রহ ও বাস্তু
১) বাস্তুতে ঝুল, মাকড়সা অতিরিক্ত হলে এবং বিছানা নোংরা, ও অগোছালো থাকলে কেতু নেগেটিভ হবে। গৃহীর অকল্যান হবে।
২)ঈশাণ কোনে টয়লেট থাকলে, পরিবারের সদস্যদের যে কোনো ইনফেকশন হতে পারে। গুহ্য রোগে আক্রান্ত হবে।
৩) বাড়ির উত্তর দিকে স্টোর রুম থাকলে। কেতু গ্রহ কমিউনিকেশন বাধা সৃষ্টি করবে। অর্থাৎ বাড়িতে opportunity block হবে, চাকরি, ব্যবসা ক্ষতি হবে।একটি সবুজ বাল্ব জ্বালিয়ে রাখুন।।