বাস্তু অনুসারে বাড়ির কোন দিকে কোন ঘর রাখা শুভ
শোবার ঘর:
'আরামদায়ক ঘুম এবং ইতিবাচক শক্তির জন্য শোবার ঘর ও শোবার ঘরে বিছানাটি দক্ষিণ-পূর্ব দিকে রাখুন।
* বাস্তু অনুসারে, মাথা পূর্ব ও দক্ষিণ দিকে, পা উত্তর বা পশ্চিম দিকে থাকা উচিত।
ঠাকুরঘর:
* বাড়ির উত্তর-পূর্ব দিকে ঠাকুরঘর করার ব্যবস্থা করতে হয়।
* ঠাকুরঘরের দরজা-জানালা উত্তর বা পূর্ব দিকে খোলা উচিত।
রান্নাঘর:
* রান্নাঘরের জন্য উত্তর-পশ্চিম দিক আদর্শ।
প্রবেশ পথ:
* বাড়ির প্রধান প্রবেশদ্বার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিকে মুখ করা এড়িয়ে চলুন।
* পূর্ব বা উত্তর দিকে মুখ করা প্রবেশপথ ভালো।