• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Friday, May 30th, 2025

Astro Palmist Numerology Center

শনির বক্রী চলনে কি হবে??

 শনির বক্রী চলনে কি হবে??

শনির বক্রী চলনে কি হবে??
জুলাই সকাল ৯টা ৩৬ মিনিটে শনি বক্রি হতে চলেছেন। আর শনির এই উল্টো চালে চার রাশির জীবনে বড় প্রভাব পড়বে। তাহলে ভাগ্যের চাকা ঘুরবে কাদের? জেনে নিন-


বৃষ: শনির গোচরে বৃষ রাশির সৌভাগ্যের দরজা খুলবে। পারিবারে কোনও সমস্যা চললে শীঘ্রই তা মিটে যাবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে৷ ঋণের বোঝা কমবে। যে কোনও কাজে সাফল্যের যোগ রয়েছে। আয়ের নতুন খোঁজ পেতে পারেন। মা-বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।

মিথুন: শনির বক্রী হওয়া মিথুন রাশির জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনবে। শনিদেব আপনার জীবনে নতুন দিশা আনবে। কেরিয়ারে উন্নতির সুযোগ পাবেন। এই সময় আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন। সন্তানের সঙ্গে ভাল সময় কাটাবেন। অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন।


কর্কট: শনির বক্রিতে কর্কট রাশির জাতক-জাতিকাদের উন্নতি হবে। আচমকা অর্থভাগ্য বদলাতে পারে। লটারি জেতার যোগ রয়েছে। আর্থিক দিক থেকে জীবন আরও সুরক্ষিত হতে পারে। অনেক দিন ধরে কোনও কাজ আটকে থাকলে এবার তা শেষ করতে পারবেন। স্বাস্থ্যের উন্নতি হবে।

মীন: শনির প্রভাবে কপাল খুলবে মীন রাশির। ব্যবসায়ে বড় চুক্তি করতে পারেন যা ভবিষ্যতে লাভ হবে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পেশাগত জীবন নিয়ে মানসিক চাপ দূর হবে৷ প্রিয়জনের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন৷



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20250530210651