• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Monday, July 21st, 2025

Astro Palmist Numerology Center

অমাবস্যার সেরা টোটকা

 অমাবস্যার সেরা টোটকা

অর্থসমস্যা দূর হয়, সাফল্য পেতেও সাহায্য করে! বাড়িতে পায়রার পালক রাখলে কী কী ভাল ফল পাবেন জেনে নিন

আমরা অনেকেই বাস্তুর কল্যাণের উদ্দেশে বাড়িতে ময়ূরের পালক রাখি। এতে নানা দিক থেকে উপকার পাওয়া যায় ঠিকই। কিন্তু আমাদের অনেকেরই জানা নেই যে ময়ূর ছাড়াও বাড়িতে আরও একটি পাখির পালক রাখা যেতে পারে। সেই পাখিটির নাম হল পায়রা। বাড়িতে যদি পায়রার পালক রাখা যায় তা হলেও নানা ভাল ফল পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র মতে, বাড়িতে পায়রা পোষা অত্যন্ত শুভ। তবে সকলের পক্ষে বাড়িতে পায়রা রাখা সম্ভব নয়। সে ক্ষেত্রে বাড়িতে পায়রার পালক রাখতে পারলে খুব ভাল হয়। এ ছাড়াও, প্রতি দিন যদি পায়রাদের দানা খাওয়ানো যায় তাতেও খুব ভাল ফল পাওয়া যায়।

বাড়িতে পায়রার পালক রাখলে কী কী ভাল ফল পাওয়া যায়?

১. পায়রা হল শান্তির প্রতীক। বাড়িতে পায়রার পালক রাখলে নেগেটিভ শক্তির পরিমাণ হ্রাস পায়। বাড়িতে সর্বদা শান্তির পরিবেশ বিরাজ করে। বাড়ির লোকেদের সম্পর্কেরও উন্নতি হয়, ঝামেলা কম হয়।

২. বাড়িতে পায়রার পালক রাখলে আর্থিক উন্নতি ঘটে। অর্থসমস্যা দূরে গিয়ে, টাকাপয়সা হাতে আসতে শুরু করে। তবে পায়রার গা থেকে জোর করে পালক ছিঁড়ে নেওয়া যাবে না।

৩. মা লক্ষ্মীও পায়রার পালক খুব পছন্দ করেন। পায়রার গা থেকে ঝরে পড়া পালক পরিষ্কার করে সাদা কাপড়ে মুড়ে সিংহাসনে মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দিন। খুব ভাল ফল পাবেন।

৪. যে কোনও কাজে সাফল্য পেতে সাহায্য করে পায়রার পালক। কোনও গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় ব্যাগে একটা পায়রার পালক রেখে দিতে পারেন।



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20250721111348