• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Sunday, August 3rd, 2025

Astro Palmist Numerology Center

১০ টি বিশেষ টোটকা

১০ টি বিশেষ টোটকা

১০ উপায়েই জীবন হয়ে উঠবে মিষ্টি

শুকনো লঙ্কা যে শুধু রান্নার কাজে ব্যবহার করা হয় তা নয়, শুকনো লঙ্কা আমাদের ভাগ্য বদলাতেও কাজে আসে। আর্থিক উন্নতি, নজরদোষ থেকে মুক্তি এবং শত্রুদমন করতে কার্যকরী শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার মধ্যে যেমন ঝালের তেজ থাকে, তেমনই থাকে দুষ্টশক্তি দমন করার তেজ। জ্যোতিষশাস্ত্র মতে, শুকনো লঙ্কা দিয়ে বিশেষ কিছু টোটকা পালন করে নিজের ভাগ্যের উন্নতি করা সম্ভব।

টোটকা:

১) খুব বেশি পরিমাণে টাকা খরচ হচ্ছে? আয়ের তুলনায় ব্যয় বেশি হচ্ছে? সে ক্ষেত্রে ২১টা শুকনো লঙ্কার বীজ একটা কাগজে মুড়ে রাতে ঘুমোতে যাওয়ার সময় বালিশের নীচে রেখে দিন। কিছু দিন এই কাজটা করলেই পরিবর্তন বুঝতে পারবেন।

২) বাস্তুদোষ কাটাতে প্রতি সপ্তাহে দু’-তিন দিন সন্ধ্যাবেলা শুকনো লঙ্কা পোড়ান। পোড়ানোর পর ছাইটা বাড়ির বাইরে ফেলে দিন। নেগেটিভ শক্তির পরিমাণ কমে যাবে।

৩) যদি খুবই শত্রুভয় থাকে, সে ক্ষেত্রে সাতটা শুকনো লঙ্কা ঘরের এক কোণে বেঁধে ঝুলিয়ে রাখুন। শত্রুদের নাম জানা থাকলে লঙ্কাগুলো বাঁধার সময় তাঁদের নাম বলতে হবে।

৪) যে কোনও গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর আগে পাঁচটা শুকনো লঙ্কা দরজার সামনে রেখে, সেগুলির উপর পা দিয়ে বেরোলে খুব ভাল হয়। কাজে সফল হওয়া যায়।

৫) বাড়িতে যদি কেউ দীর্ঘ দিন ধরে অসুস্থ থাকেন, তা হলে তাঁর বালিশের নীচে পাঁচটা শুকনো লঙ্কা রেখে দিন। এতে কিছুটা হলেও উপকৃত হবেন।

৬) যদি বাড়িতে কারও উপর নজরদোষ থাকে, তা হলে তাঁর মাথার উপর পাঁচটা শুকনো লঙ্কা সাত বার ঘুরিয়ে, আগুনে পুড়িয়ে ফেলুন। নজরদোষ থেকে মুক্তি মিলবে।

৭) সম্পত্তি বৃদ্ধি করতে কোনও দরিদ্র ব্যক্তিকে আটা এবং শুকনো লঙ্কা একসঙ্গে দান করুন।

৮) পেশাগত ক্ষেত্রে উন্নতির জন্য ২১টা লঙ্কার বীজ একটা পাত্রে সারা রাত ভিজিয়ে রেখে সকালে মাথার উপর সাত বার ঘুরিয়ে বাইরে ফেলে দিন।

৯) বাড়ির সদর দরজার মাথায় তিনটে লেবু এবং সাতটা শুকনো লঙ্কা বেঁধে ঝুলিয়ে দিন। বাড়িতে কোনও অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না।

১০) যে কোনও বাধা থেকে মুক্তি পেতে একটা হলুদ কাপড়ে সাতটা শুকনো লঙ্কা বেঁধে নিজের সঙ্গে রাখুন।



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20250803134107