• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Friday, September 19th, 2025

Astro Palmist Numerology Center

পিতৃ দোষ কি?

পিতৃ দোষ কি?

পিতৃদোষ কী?
হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, পিতৃদোষ বা পিত্র দোষ হলো পূর্বপুরুষদের অসমাপ্ত কাজ বা তাঁদের প্রতি করা কোনো অন্যায়ের ফলে সৃষ্ট একটি ঋণ, যা পরবর্তী প্রজন্মের ওপর প্রভাব ফেলে। এই দোষের কারণে পরিবারের সদস্যরা বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হন।
পিতৃদোষের লক্ষণ
আর্থিক সমস্যা: পরিবারে অর্থের অভাব দেখা দিতে পারে বা আর্থিক সংকট লেগে থাকে।
অসুস্থতা: পরিবারের কোনো সদস্য বা অনেকেই ক্রমাগত অসুস্থ থাকতে পারেন।
দাম্পত্য জীবনে সমস্যা: বিবাহিত জীবনে ঝগড়া বা অশান্তি দেখা দেয়।
সন্তান সংক্রান্ত সমস্যা: সন্তান না হওয়া, সন্তান বিপথগামী হওয়া, অথবা সন্তানের থেকে কোনো সম্মান বা শ্রদ্ধা না পাওয়া ইত্যাদি হতে পারে।
পারিবারিক অশান্তি: পরিবারে সর্বদা একটি অশুভ ও অশান্তির পরিবেশ বিরাজ করে।
ব্যবসায়িক ক্ষতি: ব্যবসায় ক্ষতি বা পদে পদে বাধার সম্মুখীন হওয়া।



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20250919175742