• apnbkm.09@gmail.com
  • +91 9233172388
  • Vidyasagar Pally, Rampurhat
  • Mon-Sat 11:00 A.M - 8:00 P.M

Wednesday, October 29th, 2025

Astro Palmist Numerology Center

ষোড়শ মাতৃকা

 ষোড়শ মাতৃকা

কুমারী পূজা -: বয়সের ক্রমানুসারে পূজাকালে দেবী কুমারীকে বিভিন্ন নামে অভিহিত করা হয়।
১) এক বছরের কন্যা -- সন্ধ্যা
২) দুই বছরের কন্যা -- সরস্বতী
৩) তিন বছরের কন্যা -- ত্রিধামূর্তি
৪) চার বছরের কন্যা -- কালিকা
৫) পাঁচ বছরের কন্যা -- সুভগা
৬) ছয় বছরের কন্যা -- উমা
৭) সাত বছরের কন্যা -- মালিনী
৮) আট বছরের কন্যা - কুণ্ঠিকা
৯) নয় বছরের কন্যা -- কালসন্দর্ভা
১০) দশ বছরের কন্যা -- অপরাজিতা
১১) এগারো বছরের কন্যা - রুদ্রাণী
১২) বারো বছরের কন্যা -- ভৈরবী
১৩) তেরো বছরের কন্যা -- মহালক্ষ্মী
১৪) চৌদ্দ বছরের কন্যা - পীঠনায়িকা
১৫) পনেরো বছরের কন্যা -- ক্ষেত্রজ্ঞা
১৬) ষোলো বছরের কন্যা -- অন্নদা বা অম্বিকা
এই ষোড়শ মাতৃকা রূপে দেবী পূজিতা হন।



Blog Url:
https://apnc.co.in/blog.php?blog=20251029220140